पब्लिक न्यूज़ रिकी बाल्मीकि आसनसोल :27 जनवरी से लेकर 31 जनवरी तक सड़क सुरक्षा सप्ताह मनाया जा रहा है इसके जरिए लोगों को यातायात नियमों के बारे में जागरूक करने की कोशिश की जा रही है ताकि सड़क हादसों पर लगाम लगाई जा सके इसी कड़ी में आज आसनसोल में जिला प्रशासन और आरटीओ के संयुक्त प्रयास से लोगों को यातायात नियमों के बारे में और खासकर दो पहिया वाहन चालकों को हेलमेट पहनने को लेकर जागरूक करने के लिए अभियान चलाया गया इस बारे में आरटीओ मृण्मय मजूमदार ने कहा कि 27 जनवरी से 31 जनवरी तक पूरे बंगाल में सड़क सुरक्षा सप्ताह का पालन किया जा रहा है इसके जरिए लोगों को यातायात नियमों के बारे में जानकारी दी जा रही है आज जिला प्रशासन और पुलिस प्रशासन के साथ मिलकर लोगों को दो पहिया वाहन चलाते समय हेलमेट पहनने की जरूरत के बारे में समझाया गया उन्होंने कहा कि आज बिना हेलमेट के कुछ लोगों पर कार्रवाई भी की गई और जिनके पास हेलमेट नहीं थे ऐसे कुछ लोगों को हेलमेट भी प्रदान किया गया
पब्लिक न्यूज़ मंथन पसवान दुर्गापुर : तस्करी से पहले बंगाल झारखंड अंतरराज्यीय यात्री बस से 200 पहाड़ी तोता बरामद किया गया. दुर्गापुर व बर्दवान जिला वन विभाग ने मंगलवार की रात दुर्गापुर में छापेमारी की। बस ड्राइवर और कंडक्टर और 2 तस्करों को गिरफ्तार कर लिया गया है. गिरफ्तार किए गए लोगों में पूर्वी बर्दवान के दुबराजदिघी के शेख इस्लाम और शेख असीम और झारखंड के शिवशंकर चौधरी और अरविंद कुमार पांडे शामिल हैं। बताया जाता है कि बर्दवान और दुर्गापुर वन विभाग को गुप्त सूत्रों से जानकारी मिली कि मंगलवार की रात दुर्गापुर के कांकसा स्थित बांसकोपा टोल प्लाजा के पास से अंतरराज्यीय बस में पक्षियों की तस्करी की जा रही है.इसके बाद वन विभाग की टीम ने झारखंड के बोकारो से कोलकाता जा रही एक यात्री बस को रोक कर जांच की। बस में तलाशी ली गई तो कई पिंजरों से करीब 200 तोते बरामद हुए।
পাবলিক নিউজঃ প্রকাশ দাস আসানসোল কুলটি:-আসানসোলের কুলটির নিমতলা এলাকায় একটি বন্ধ রি ফ্যাক্টরী সিল করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।বুধবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোলকাতা শাখার উদ্যোগে একটি ফ্যাক্টরী সিল করে নিজেদের দখলে নিল।যদিও কি কারণে এই ফ্যাক্টরী সিল করা হল তা নিয়ে কোনো মন্তব্য করেননি ব্যাঙ্ক কতৃপক্ষ।তবে বর্তমানে ঐ ফ্যাক্টরী লিজে নেওয়া আধিকারিক বলেন বর্তমানে এই কারখানা বন্ধ রয়েছে।মেরামতির কাজ চলছে।হঠাৎ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এসে এই ফ্যাক্টরী সিল করে দেয়।সময় চাওয়া হয়েছিল কিন্তু ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনো সময় দেয়নি।যদিও বর্তমানে লিজ নেওয়া ট্রেডিং কোম্পানির মালিক বিজয় জৈন বলেন ২০০৫ সাল থেকে আমি এখানে থেকে ব্যবসা করি।আমি আবেদন করি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো কথা শোনেনি,তালা লাগিয়ে দেয়।ঋণ নেন কল্যানেশ্বরী মেটেল প্রাইভেট লিমিটেড নামক কর্তৃপক্ষ।তবে এই ব্যাপারে উচ্চ আদালতে মামলা করার কথা বলেন।যদিও ব্যাংক কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে চাইনি।সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে এড়িয়ে যান কিছুই বলতে চান না।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। যাতে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়। এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় বুধবার আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে। এদিনের এই যৌথ প্রচেষ্টায় ট্রাফিক নিয়ম সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য এবং বিশেষ করে দুচাকার গাড়ি চালকদের হেলমেট পরার বিষয়ে সচেতন করার জন্য আরটিও মৃন্ময় মজুমদার রাস্তায় নেমেছিলেন। এই বিষয়ে আরটিও মৃণ্ময় মজুমদার বলেন, ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালনের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রচার চালানো হচ্ছে গোটা বাংলায়। সপ্তাহ পালনের মুল উদ্দেশ্য, এর মাধ্যমে ট্রাফিক নিয়ম সম্পর্কে অবহিত করা। জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এদিন দুচাকার গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা সম্পর্কে চালকদেরকে বলা হচ্ছে । তিনি আরো বলেন, এদিন হেলমেট না পড়া কিছু লোকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু চালককে হেলমেটও দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল বুধবার সকাল থেকে চিনাকুড়ী কোলিয়ারীর এজেন্ট অফিসের সামনে চিনাকুড়ীর গ্রাম কমিটির সদস্যরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। গ্রাম কমিটির জগাই মাহাতো জানান কোলিয়ারীতে স্থানীয় যুবকদের চাকরির দাবিতে বিগত একবছর ধরে বিক্ষোভ প্রদর্শন করছে, গ্রাম কমিটির দাবি মানতে তারা গত ২১ শে জানুয়ারী থেকে কোলিয়ারী বন্ধ করতে একত্রিত হয়েছিলেন তখন খনি কতৃর্পক্ষ বলেছিলেন তারা কাজ চালু রাখুন ২৭ জানুয়ারী তাদের সাথে বৈঠক করবেন কিন্তু ২৭ তারিখ পার হয়ে গেলেও কোন বৈঠক না করাতে ১ নং ২ নং এবং ৩ নং কোলিয়ারীর কর্মীরা কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন চলবে।
पब्लिक न्यूज़ मंथन पसवान अंडाल : अंडाल रेलवे-स्टेशन के पास अतिक्रमित दुकानों को खाली कराने आई रेलवे को बाधाओं का सामना करना पड़ा,संकटग्रस्त व्यापारियों को बिना पुनर्वास के बेदखल नहीं किया जाएगा,अंडाल स्टेशन व आसपास रेलवे की जमीन पर एक सौ चालीस से भी अधिक दुकानें हैं. दुकानदार 20-25 सालों से दुकान चला कर अपना परिवार का भारन पोषण कर रहे हैं, कुछ साल पहले रेलवे ने दुकानें खाली कराने की पहल की थी, लेकिन स्थानीय लोगों के विरोध के कारण काम पूरा नहीं हो सका. हाल ही में रेलवे ने उस जमीन पर एक बड़ा हब बनाने का फैसला किया है. इसलिए इस महीने की 20 तारीख को उसने दुकानदारों को रेलवे की जमीन खाली करने के लिए स्वैच्छिक बेदखली का नोटिस जारी किया था,27 तारीख तक की डेडलाइन दी गई थी. वह समय सीमा सोमवार को समाप्त हो गई, रेलवे अधिकारी मंगलवार को खाली कराने के लिए बुलडोजर के साथ पहुंचे, सभी व्यापारी पोस्ट ऑफिस मोड पर एकत्र हुए उनके साथ स्थानीय लोग भी आये. अधिकारियों ने डाकघर से सटे इलाके से हटाने का अभियान शुरू करने की कोशिश की. लेकिन शुरुआत में उन्हें बाधाओं का सामना करना पड़ा ,व्यापारियों ने बुलडोजर लेकर अधिकारियों को घेरकर प्रदर्शन शुरू कर दिया उसके बाद सभी वापस लौट गये.
पब्लिक न्यूज़ आसनसोल रिकी बाल्मीकि:– ट्रैफिक जागरूकता को बढ़ाने के लिए पश्चिम बंगाल सरकार की तरफ से सेफ ड्राइव सेव लाइफ नाम से परियोजना शुरू की गई है। इसी के बैनर तले आज से पश्चिम वर्तमान जिले में सड़क सुरक्षा सप्ताह की शुरुआत हुई है आज रविंद्र भवन के सामने एक कार्यक्रम का आयोजन किया गया यहां पर पश्चिम वर्तमान जिला शासक एस पोन्नाबलम आसनसोल दुर्गापुर पुलिस से कमिश्नर सुनील कुमार चौधरी साहित्य प्रशासन के तमाम वरिष्ठ अधिकारी उपस्थित थे यहां पर लोगों को ट्रैफिक नियमों के बारे में जागरूक करने के लिए अभियान की शुरुआत हुई इस बारे में जिला शासक ने कहा कि आगामी 31 तारीख तक पूरे पश्चिम वर्तमान में जिले में ट्रैफिक नियमों के बारे में लोगों को जागरूक करने के लिए विभिन्न कार्यक्रमों का आयोजन किया जाएगा उन्होंने कहा कि सड़क सुरक्षा सप्ताह के तहत यह अभियान चलाया जा रहा है वहीं कमिश्नर सुनील कुमार चौधरी ने कहा कि यातायात नियमों के बारे में लोगों को जागरूक करने के लिए इस अभियान की शुरुआत की गई है उन्होंने कहा कि सड़क सुरक्षा सप्ताह के तहत इस अभियान को चलाया जा रहा है आगामी 31 तारीख तक यह अभियान पूरे पश्चिम बर्धमान जिले में चलाया जाएगा।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ পল্লীতে আবারও ভিন রাজ্যের দূষ্কৃতি যোগের খোঁজ পাওয়া গেলো। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ একযোগে নিষিদ্ধ পল্লীতে হানা দিয়ে সাত যুবককে গ্রেফতার করলো। ধৃতদের মধ্যে একজন বিহারের জামুই জেলার বাসিন্দা। বাকি ৬ জন ঝাড়খণ্ডের ধানবাদ ও সিংভুম জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের নাম হলো (১) ভিকি কুমার ওরফে সিং, (২) রাহুল কুমার সাহু, (৩) হেমন্ত কুমার ওরফে সুধাংশু, (৪) ভিকি বনশল, (৫) অর্চিত কেশরি, (৬) আকাশ জিন্দাল ও (৭) রোশন সিং। তাদের কাছ থেকে একটি রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ ও নগদ টাকা ৩৫ হাজার টাকা পাওয়া গেছে। এছাড়াও ধৃতদের কাছ থেকে দুটি কালো রঙের ঝাড়খণ্ড নম্বরের দামী চারচাকা গাড়ি পাওয়া গেছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে সাতটি মোবাইল ফোনও। শনিবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের তরফে। ধৃত সাতজনের মধ্যে চারজনকে পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিলো। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ভিকি কুমার ওরফে সিং, রাহুল কুমার সাহু, ভিকি বনশল ও অর্চিত কেশরিকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির ডিউটি অফিসার গোপন সূত্রে থেকে খবর পায় যে, দুটি কালো রঙের নম্বরের দামী গাড়িতে করে ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি লছিপুরে নিষিদ্ধ পল্লীতে এসেছে। তারা রাইফেল ও পিস্তল নিয়ে লছিপুর এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছে। এর ফলে লছিপুর এলাকার স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরপর ডিউটি অফিসার বিষয়টি নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ ও কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জকে অবহিত করেন। তাদের নির্দেশ মতো রাতে পুলিশের একটি দল লছিপুর গেট পৌঁছায়। তারা লছিপুর এবং সংলগ্ন এলাকায় তল্লাশি করে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। পুলিশ জানার চেষ্টা করে গাড়ি সহ ঐ যুবকেরা কোথায় গেছে। এরপর পুলিশ রাত বারোটা নাগাদ দেখতে পায় দুটি কালো রঙের চারচাকা গাড়িকে পুরানো জিটি ধরে নিয়ামতপুরের দিকে এগিয়ে চলেছে। পুলিশ দুটি গাড়ির চালককে গাড়ি থামানোর জন্য বলে। কিন্তু তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে। শেষ পর্যন্ত পুলিশ জিটি রোডের কিছুক্ষণ ধাওয়া করার পরে পুলিশ লছিপুরের দিশা ৩ নং গেটের সামনের রাস্তায় দুটি গাড়িকে আটকায়। তল্লাশির সময় একটি গাড়ির ভেতর থেকে চালক সহ চার জন ও অন্য একটি গাড়ির ভেতর থেকে চালক সহ তিনজনকে পাওয়া যায়। একইসাথে গাড়ি দুটি থেকে একটি রাইফেল, একটি ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রাতেই ৭ জনকে গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ধৃতরা জেরায় কোন সদুত্তর দিতে পারেনি। কেন তারা আগ্নেয়াস্ত্র সহ নিষিদ্ধ পল্লীতে এসেছিলো, তা জানা যায় নি। তাই সাতজনের মধ্যে চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তারা যেখানে থাকে সেই এলাকার থানায় যোগাযোগ করা হয়েছে। জানার চেষ্টা করা হচ্ছে, তাদের পুরনো কোন অপরাধের যোগ আছে কিনা।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল অনেক টাকা আছে, এই খবর মতো ডাকাতির উদ্দেশ্যে শুক্রবার সকালে আসানসোলের হিলভিউ নর্থের ক্ষুদিরাম পার্কে ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর বাড়িতে হানা দিয়েছিলো সশস্ত্র দূষ্কৃতি দল। সেই ঘটনায় তদন্তে নেমে এক দিন বা ২৪ ঘন্টার মধ্যেই চারজনকে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোলের পুলিশ লাইনে এসিপি (সেন্ট্রাল ১) অফিসে এক সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন এসিপি ( সেন্ট্রাল ১) বিশ্বজিৎ নস্কর ও আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু। এই ঘটনায় জড়িত সন্দেহে যে চারজনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাদের নাম হলো শাদাব আহমেদ ওরফে রাজু, অখিলেশ সিং, শামস তাবরেজ খান ও রঘুনাথ কর্মকার। ধৃতদের বাড়ি হিরাপুর থানার আসানসোলের ইসমাইল মোড়, হিরাপুর থানার বার্নপুরের রহমতনগর, আসানসোল উত্তর থানার রেলপারের রামকৃষ্ণ ডাঙ্গাল ও আসানসোল দক্ষিণ থানার শালবন মল্লিক পাড়া। ধৃতদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি, একটা নম্বর না থাকা মোটরবাইক, একটা ৯ এমএম পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃতদেরকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করা হয়েছিলো। বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতদের জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গতঃ, গত ২৪ জানুয়ারি সকাল দশটার সময় আসানসোলের হিলভিউ নর্থের ক্ষুদিরাম পার্ক এলাকার ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর বাড়ি গেট খুলে সশস্ত্র দুই দুষ্কৃতি ঢোকে। সুবীর বসু ও তার বাগানে সেই সময় কাজ করা এক কর্মী দুই দূষ্কৃতিকে বাধা দেয়। কর্মীর সঙ্গে এক দূষ্কৃতির ধস্তাধস্তিও হয়। ঐ কর্মীর মাথায় দূষ্কৃতি পিস্তলও ঠেকায়। কিন্তু ভয় না ঐ কর্মী চিৎকার করলে, বেগতিক বুঝে ব্যবসায়ীর বাড়ি থেকে বেরিয়ে পাশের গলিতে ঢুকে দুই দূষ্কৃতি পালিয়ে যায়। সেই পালানোর ছবি ব্যবসায়ীর বাড়ির সামনে লাগানো সিসিটিভির ফুটেজে দেখতে পাওয়া যায়। এলাকার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরে তারা দাবি করেছিলেন, দুজন ব্যবসায়ীর বাড়িতে ঢুকলেও, বাইরে আরো কয়েকজন ছিলো।
এদিন ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সাংবাদিকদের বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম হলো শাদাব আহমেদ ওরফে রাজু , অখিলেশ সিং, শামস তাবরেজ খান ও রঘুনাথ কর্মকার। তিনি জানান, শাদাব আহমেদ আসবাবপত্র তৈরি করে বা ফার্নিচার মিস্ত্রি। সেই কারণে তার সঙ্গে ফার্নিচার ব্যবসায়ী সুবীর বসুর পরিচিত ছিলো। তার ব্যবসায়ীর বাড়ি ও শোরুমে যাতায়াত ছিলো। সেই সূত্রে শাদাব আহমেদ কোনভাবে জানতে পেরেছিলো ২৪ জানুয়ারি ব্যবসায়ীর বাড়িতে মোটা টাকা আসবে। সেইমতো সে বাকি তিনজনকে জানায় যে ২৪ জানুয়ারি সুবীর বসুর বাড়িতে হানা দিয়ে সেই টাকা লুঠ করতে হবে। এরপর তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়। কিন্তু সুবীর বসু এবং তার কর্মীদের প্রতিরোধের কারণে তার পালিয়ে যায়। তিনি বলেন যে এই ঘটনায় একটি চার চাকার গাড়ি, একটি ৯ এমএম পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ, একটি মোটরসাইকেল এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি বলেন যে এই ঘটনার তদন্ত চলছে। বাকি এদের সঙ্গীদের খোঁজ চলছে। রবিবারই ধৃতদের আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নিয়ে জেরা শুরু করা হয়েছে।
ডিসিপি (সেন্ট্রাল) আরো বলেন ধৃত চারজনের মধ্যে অখিলেশ সিং ও রঘুনাথ কর্মকারের বিরুদ্ধে ডাকাতি ও খুনের মতো একাধিক অপরাধের মামলা আছে। তারা জেলও খেটেছে।,
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের কুলটিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরর গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে এলো। কুলটির ৬৫ নং তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বা সভাপতি মহঃ জামির কুরেশিকে মারধর করার অভিযোগ উঠলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেনের বিরুদ্ধে। রবিবার হওয়া মারধরের মারধরের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করা হয় নি। জামির কুরেশি তার উপর হামলার কথা জানিয়ে নিয়ামতপুর ফাঁড়িতে প্রাক্তন কাউন্সিলার আখতার হোসেনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের পরেই নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ প্রাক্তন কাউন্সিলারকে আটক করে। রবিবার সারারাত তাকে ফাঁড়িতে বসিয়ে রাখা হয়। পরে সোমবার তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম হলো মহঃ জামশের ও মহঃ তনবীর রাজা। সোমবার সকালে ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে কুলটি পুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবারও কুলটিতে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। কুলটির ৬৫ নং ওয়ার্ডের বর্তমান তৃনমুল কংগ্রেসের কাউন্সিলার নাদিম আখতার ওরফে বাবলুর সঙ্গে প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনের বিবাদ দীর্ঘদিনের। রবিবারের ঘটনা সেই বিবাদেরই ফল বলে ওয়ার্ডের মানুষ ও তৃনমুল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের সূত্রে জানা গেছে। জানা গেছে, রবিবার আসানসোলের কুলটির ৬৫ নং ওয়ার্ডের নিচুগ্রামে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহঃ জমীর কুরেশির বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল। সেইসব কিছু ওয়ার্ডের প্রাক্তন আখতার হেসেনের নির্দেশে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠে। এইসব জিনিস রাখার জন্য প্রতিবাদ করায় তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহঃ জমীর কুরেশি। তিনি এলাকারই এক যুবককে ফোন করে ঐসব বাসন সরিয়ে নিতে বলেন। পাশাপাশি তিনি গোটা বিষয়টি বর্তমান কাউন্সিলার নাদিম আখতার ওরফে বাবলুকেও জানান। অভিযোগ এরপরই দলবল নিয়ে এসে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করেন বলে অভিযোগ। এলাকাতেও বেশ কয়েকজনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেনকে আটক করে পুলিশ। প্রাক্তন কাউন্সিলার তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। ফাঁড়িতে বসে তিনি পাল্টা ওয়ার্ড কাউন্সিলার ও দলের জেলা চেয়ারম্যান কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কারণে কুলটিতে তৃনমুল কংগ্রেসের হার হয়েছে। নিচু গ্রামে অঞ্জুমান ফ্রি প্রাইমারি স্কুল ভেঙে ভবন বেআইনি ভাবে তৈরি করা হচ্ছিলো। পুরনিগম তা বন্ধ করেছে। সেখানে প্রতি বছরের মতো খাজা বাবার একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিলো। সেখানেই কিছু তারজন্য জিনিস ছিলো। ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলার সেগুলো সরিয়ে নিতে বলে। আমি তার প্রতিবাদ করি। এরপর পুলিশ এসে আমাকে ফাঁড়িতে নিয়ে আসে। পরে আমাকে গ্রেফতার করে বলা হয়েছে, আদালত থেকে জামিন নিতে। তার দাবি, এইসব যা হচ্ছে, তা ঠিক নয়। আমি গোটা বিষয়টি জেলা নেতৃত্বকে জানিয়েছি। এদিকে প্রাক্তন কাউন্সিলারকে একযোগে আক্রমণ করেন বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতি। কাউন্সিলর বলেন, ওয়ার্ড সভাপতি আমাকে তার বাড়ির সামনে বাসন রাখা আছে বলে জানায়। সে আশঙ্কা করে যে, প্রাক্তন কাউন্সিলার ইচ্ছাকৃত ভাবে একটা গন্ডগোল করার চেষ্টা করছে। তারপরই তার উপর হামলা চালানো হয়। আমি কুলটি থানার আইসিকে বলি। তিনি পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। তার দাবি, আমার সঙ্গে রাজনীতিতে উঠতে না পেরে প্রাক্তন কাউন্সিলার এইসব করছেন। ওয়ার্ড সভাপতি বলেন, ইচ্ছাকৃত ভাবে এইসব করা হচ্ছে। আমাকে মারধরের অভিযোগ আমি থানায় লিখিত ভাবে করেছি। জেলা চেয়ারম্যান এই প্রসঙ্গে কিছু বলেননি। তবে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। পুলিশের এক আধিকারিক বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আখতার হোসেন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।