Tag: ADDA

  • সাংসদ কঙ্গনা রাণায়াতের এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের।

    সাংসদ কঙ্গনা রাণায়াতের এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি শিখ সম্প্রদায়ের।

    আলোক চক্রবর্তী আসানসোল,:- শুক্রবার সকালে জেলা শাসক দপ্তরে বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা হিমাচল প্রদেশের মান্ডি এলাকার সাংসদ কঙ্গনা রানাওয়াতের অভিনীত এমারজেন্সি সিনেমা ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটা স্মারকলিপি জমা করেন। বার্ণপুর গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি সুরিন্দার সিং জানান হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনা রনাওয়াত বিপুল পরিমাণে ভোট পেয়ে সাংসদ হয়েছেন, তার প্রযোজিত ও অভিনীত এমারজেন্সি সিনেমাতে কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে যা শিখ সম্প্রদায়ের জনগণের মনে আঘাত করতে পারে। সিনেমাতে ১৯৮৪ সালের কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে খালিস্তান নিয়ে এবং সিনেমায় দেখানো হয়েছে বাস ভর্তি জনগণকে গুলি করে হত্যা করছে শিখ সম্প্রদায়ের লোকে যা একবারে অসত্য। এই দৃশ্য দেশের শিখ সম্প্রদায়ের জনগণের মনে বিরুপ প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা আছে তাই এই সিনেমাকে নিষিদ্ধ করা হোক।

  • পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পাবলিক নিউজঃডেস্ক আসানসোল:-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলেে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই কাজি নজরুল ইসলামের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে জেলাশাসক এস পোন্নাবালাম ও আড্ডার চেয়ারম্যান কবি দত্ত স্বাধীনতা আন্দোলনে কাজী নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, কাজী নজরুল ইসলামের লেখা স্বাধীনতা প্রেমিকদের যেভাবে উজ্জীবিত করেছিল। তাদেরকে উৎসাহিত করেছিল ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সাহস যুগিয়েছিলেন তিনি যে সংগ্রামের চেতনা জাগিয়েছিলেন, তার কোনো নজির নেই। তারা বলেন, কাজি নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মূর্ত প্রতীক ছিলেন। তিনি এমন সব শ্যামা সঙ্গীত ও গান তৈরি করেছিলেন, যা আজও শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে গাওয়া হয়। আমাদের জন্য গর্বের বিষয় যে কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন।