

পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-ছোট গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর কাঁকসার রঘুনাথপুর এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম দিলীপ মজুমদার(25)। কাঁকসার রঘুনাথ পুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি ছোট গাড়ি তে করে চারজন আরোহী পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে পানাগড় থেকে বীরভূমের দিকে যাওয়ার সময় কাঁকসার রঘুনাথপুর মোড়ের কাছে পানাগড়ের দিকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাইক আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। দুর্ঘটনা জেরে প্রায় দু’ঘণ্টা পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ বাইক ও ছোট গাড়িটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।যদিও দুর্ঘটনায় ছোট গাড়িতে থাকা যাত্রীদের তেমন আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।

Leave a Reply