

পাবলিক নিউজ অলোক চক্রবর্তী আসানসোল:- আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র মারা গেছেন। আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র শ্যামল মুখোপাধ্যায় আজ প্রয়াত হলেন। তিনি 1999 থেকে 2004 সাল পর্যন্ত আসানসোলের পৌর নিগমের মেয়র ছিলেন। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।

খবর পাওয়া মাত্রই সিপিআই(এম) নেতা পার্থ মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ বংশ গোপাল রায় চৌধুরী এবং অনেক সিনিয়র সিপিআই(এম) নেতা ও কর্মীরা তাঁর বাড়িতে পৌঁছে যান। বলা হয়, আজ তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং পারিবারিক সূত্রে জানা গেছে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাড়িতে মৃত্যু হয়। এই খবর পাওয়া মাত্রই শোকের পরিবেশ তৈরি হয় এলাকায় । নিজের সময় তে শ্যামল মুখোপাধ্যায় জনপ্রিয় সিপিআই(এম) নেতা এবং মেয়র ছিলেন।


Leave a Reply