Category: ZEALA PARISHAD

  • জামুড়িয়ায় পরিশ্রুত পানীয়জলের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি……. জামুড়িয়া এপ্রিলঃ

    জামুড়িয়ায় পরিশ্রুত পানীয়জলের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি……. জামুড়িয়া এপ্রিলঃ

    পাবলিক নিউজ জামুড়িয়া:– হাতে নোংরা জলের পাত্র নিয়ে ও পরিশ্রুত পানীয়জল দেওয়ার দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। বৃহস্পতিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের জামুড়িয়ার বটতলা মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলারা এদিন বাঁশ দিয়ে ও পুলিশের ব্যারিকেড রাস্তার মধ্যে রেখে অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। অবরোধ ও বিক্ষোভের কারণে জামুড়িয়ার প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে নোংরা জল আসছে কল দিয়ে। যা অপরিশ্রুত ও পান করার অযোগ্য। বারবার এই নিয়ে অভিযোগ করার পরও কোন সমাধান হয়নি। এবার তাই এদিন বাধ্য হয়েই সেই নোংরা জল পাত্রে নিয়ে বটতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন আসানসোল পুরনিগমের জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ এই বিক্ষোভ সরিয়ে দিতে গেলেও পুলিশের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় যে, চার দিনের মধ্যে পানযোগ্য পরিশ্রুত পানীয়জল দেওয়া হবে। এই পুলিশের এই আশ্বাসের ঘন্টা খানেক পরে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে নেন ও স্বাভাবিক হয় পরিস্থিতি।

  • বেতন বৃদ্ধির দাবিতে মূখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

    বেতন বৃদ্ধির দাবিতে মূখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– নূন্যতম ১৮ হাজার টাকা বেতনের দাবিতে শুক্রবার বেতন বৃদ্ধির দাবিতে মূখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। রাজ্য আশা কর্মী ইউনিয়নের সহ সভাপতি এবং রাজ্যের সম্পাদিকা ঊষা চন্দ্র জানান আশা কর্মীদের মূলত শিশুদের স্বাস্থ্য পরিষেবা দেবার কাজ কিন্তু বিভিন্ন আধিকারিক তাদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে থাকেন বিনা পারিশ্রমিকে, ডেঙ্গু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি থাকে সেই টাকা আসার আগেই আবার নতুন প্রকল্পের কাজ চলে আসে ফলে বকেয়া টাকা বকেয়া থেকে যায়। একজন আশা কর্মী সরকারি কর্মীদের থেকে বেশি কাজ করে থাকলেও সরকারি ঘোষিত বেতন পান তাদের দাবি নূন্যতম ১৮ হাজার টাকা বেতন করতে হবে, বেতন বৃদ্ধি না করলে মার্চ মাসে কাজ করলেও রিপোর্ট পেশ করবে না, ইতিপূর্বে আশা কর্মীরা কাজ বন্ধ করে বেতন বৃদ্ধি করাতে পেরেছিল।

  • পাঁচগাছিয়া পঞ্চায়েত এলাকায় স্বচ্ছতা আনার জন্য সচেতনতা মিছিল।

    পাঁচগাছিয়া পঞ্চায়েত এলাকায় স্বচ্ছতা আনার জন্য সচেতনতা মিছিল।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:- শুক্রবার সকালে বারাবনি বিধানসভার পাঁচগাছিয়া পঞ্চায়েত এলাকায় স্বচ্ছ ভারত মিশনের অন্তর্ভুক্ত এলাকার পরিচ্ছন্নতা বাড়াবার জন্য একটা সচেতনতা মিছিল বার করা হয়। স্বর্গীয় মানিক উপাধ্যায় স্মৃতি ভবন থেকে সচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, পাঁচগাছিয়া পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জী, আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীসহ এলাকাবাসীরা। মনোরঞ্জন ব্যানার্জী জানান কিছু শৌচাগার ও নর্দমার কাজ ছাড়া পাঁচগাছিয়া পঞ্চায়েত স্বচ্ছতার দিকে এগিয়ে আছে। জনগণকে প্লাস্টিক ব্যাগ যেখানে সেখানে ফেলে দিয়ে নালা বন্ধ করার প্রবনতা কম করতে হবে এবং এলাকা পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাফাই কর্মীদের সাথে জনগণকে এগিয়ে আসতে হবে।