

পাবলিক নিউজ দুর্গাপুর : এবার দৃষ্টিহীন মহিলা প্রতারণার শিকার। চাকরি দেওয়ার নাম করে এই দৃষ্টিহীন মহিলার কাছে টাকা নিয়েও তার স্বামীকে চাকরি না দেওয়ার অভিযোগ দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা বিরুদ্ধে, লিখিত অভিযোগ দায়ের কোক ওভেন থানায়। প্রতিক্রিয়া জন্য ফোন করা হলে ফোন ধরেনি অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা।
ঘটনার সূত্রপাত, বছর চারেক আগে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের এক বেসরকারী কারখানায় কাজ মিলবে এমন প্রতিশ্রুতি দিয়ে বড়জোড়ার এক গ্রামের ব্যাক্তির হাত দিয়ে তৃণমূল শ্রমিক নেতা এবং কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ রমজানের ভাই শেখ গেন্ডাকে দৃষ্টিহীন ওই মহিলার থেকে এক লক্ষ টাকা চাই। তার মধ্যে চল্লিশ হাজার টাকা দেন বলে অভিযোগ, ঠিক হয় দৃষ্টিহীন ঐ মহিলার স্বামী কাজ পাবার পর বাকি টাকা দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর কাটলেও আজও চাকরি তো দূর অস্ত, টাকাও ফেরত পাননি ঐ মহিলা। উল্টে বাঁকুড়ার বড়জোড়া থেকে দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার কাছে এলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মহিলার। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়েই ঐ তৃণমূল শ্রমিক নেতার ভাইকে টাকাটা দিয়েছিলেন, এখন টাকা কাজ দুই না পেয়ে নিরুপায় পরিবার।
দুর্গাপুরের কোকওভেন থানায় তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজানের ভাই শেখ গেন্ডার নামে লিখিত অভিযোগ করা হয়েছে।গোটা ঘটনায় রাজনীতির পারদ চড়েছে। বিরোধীরা শাসক দলকে আক্রমন শানিয়েছেন। বিরোধীদের পাল্টা তোপ দেগেছেন জেলা তৃণমূল নেতৃত্ব, তবে কাজটা যে তৃণমূল শ্রমিক নেতার ভাই যে ঠিক করেনি সেটা স্বীকার করে নিয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
এরই মধ্যো দলের বিড়ম্বনা অস্বস্তি দুই বাড়িয়ে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকে স্থানীয়দের চাকরীর দাবিতে দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ ঝান্ডা হাতে এক বেসরকারি কারখানার সামনে টেন্ট বেঁধে আন্দোলনে সামিল হয়েছেন। এরই মধ্যে টাকা নিয়ে চাকরি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই আরো চাঞ্চল্য ছড়িয়েছে।

















































