বিজেপির ডাকা বন্ধ কে ব্যর্থ করতে DSP কারখানার সামনে জমায়েত করে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা। আর এদিন কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে এই তৃণমূল শ্রমিক সংগঠনের জমায়েতে আসেন তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে সহ রাজ্যের অন্যান্য জেলার কল-কারখানাতে এই বন্ধের কোন প্রভাব পড়েনি।
আলোক চক্রবর্তী আসানসোল:-মঙ্গলবার সোসাল মিডিয়ায় কুকুরকে নির্দয়ভাবে মারার সিসি টিভি ফুটেজ ভাইরাল হওয়ায় উত্তেজনা ছড়ায় আসানসোল শহরে, ফুটেজ দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় পশুপ্রেমী সংঘটনের সদস্যারা। সোসাল মিডিয়ায় পোস্ট করা সিসি ফুটেজের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মহিশীলা কলোনির সানভিউ পার্কের কোন এক জায়গায় চার পাঁচটা কুকুর নিজেদের মধ্যে খেলছিল এবং ডান্ডা হাতে নিয়ে এক ব্যাক্তি সেখানে এসে একটা কুকুরকে ডান্ডা দিয়ে তার কোমড়ে আঘাত করে কোনরকমে কুকুরটা অন্যদিকে পালিয়ে যায়। ঐ ভাইরাল ভিডিও দেখে আসানসোলের পশু প্রেমী সংঘটনের সদস্যা লিপিকা চক্রবর্তী, তারা নাগ, দেবরাজ কর্মকার এবং সৌরিশ গড়াই ঘটনাস্থলে পৌঁছে দুস্কৃতিকে শনাক্তে করতে সক্ষম হয়।জানা যায় উক্ত ব্যাক্তির নাম সুকান্ রায় এবং তিনি যুবকদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। পশু প্রেমী সংস্থার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অবলা জীবকে প্রাণ নাশের অভিযোগ জানান এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান । পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তী জানান ইতিপূর্বে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙ্গায় এক ব্যাক্তি রাস্তার কুকুরকে নির্দয়ভাবে মেরে হত্যা করে ঐ ব্যাপারে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করাতে রাস্তার কুকুরদের উপর পাশবিক অত্যাচার বেড়ে চলেছে।
মনোজ শর্মা /আলোক চক্রবর্তী জামুরিয়া:-পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন জামুড়ীয়ার কংগ্রেস নেতা ফিরোজ খান। সম্প্রতি ফিরোজ খান ফেসবুক লাইভে দেবেশ চক্রবর্তীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাথে যোগসাজশ করে কংগ্রেস দলকে ধ্বংস করতে চাইছে, নিজের এলাকার কংগ্রেসের সংঘটন শক্তিশালী না করে বিভিন্ন ব্লকে কংগ্রেসের সংঘটন শক্তিশালী না হবার কারণ জিজ্ঞেস করছেন। দেবেশ চক্রবর্তী ভালো সাংঘটনিক নেতা না হবার কারণ জেলার কংগ্রেসের অবস্থা খারাপ তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যোগসাজশ করে কংগ্রেস দলকে শক্তিশালী করতে চাইছেন না।
ইসিএলের কাজোড়া এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারীতে মৃত খনি কর্মীর চাকরির দাবিতে ধর্ণাতে বসলেন তাঁর বিধবা স্ত্রী বেদুনী মাঝি
চাকরির দাবিতে ধর্না
আলোক চক্রবর্তী/অন্ডাল:- ইসিএলের কাজোড়া এরিয়ার মুকুন্দপুর কোলিয়ারীতে মৃত খনি কর্মীর চাকরির দাবিতে ধর্ণাতে বসলেন তাঁর বিধবা স্ত্রী বেদুনী মাঝি। দশ বছর আগে বেদুনী মাঝির স্বামী খনি কর্মীর কোন কারণে মৃতু হয় বারবার খনি কতৃর্পক্ষর কাছে আবেদন করে কোন লাভ না হওয়ায় অগত্যা কোলিয়ারীর সামনে ধর্ণা বিক্ষোভে বসেন বলে জানান মৃতর স্ত্রী বেদুনী মাঝি। কোলিয়ারীর খনি সংঘটন কে কে এস সির সভাপতি গৌতম মন্ডল জানান বেদুনী মাঝির স্বামী লক্ষীরাম মাঝি মুকুন্দপুর কোলিয়ারীতে লোডারের কাজ করতো কোন কারণে তার হঠাৎ মৃতু হয় কোম্পানির আইনে কর্মীর মৃতুতে তার পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে এবং তার স্ত্রী বেদুনী মাঝি মনোনীত হয়। কতৃপক্ষ চাকরির জন্য কিছুদিন অপেক্ষা করতে বললেও দশ বছরে তার চাকরি না হওয়াতে সংঘটন খনি বন্ধ করে বেদুনী মাঝির সাথে ধর্ণাতে অংশগ্রহণ করেছে ।
पब्लिक न्यूज ब्यूरो/ आसनसोल, पश्चिम बंगाल आसनसोल साउथ थाना अंतर्गत मोहिशीला के सन विव पार्क इलाके से एक हैरान कर देने वाली घटना सामने आई है, जिस घटना का एक सिसिटीवी फुटेज भी सोसल मिडिया पर जमकर वायरल हो रहा है, जिस विडिओ मे यह साफ देखा जा सकता है की चार स्ट्रीट डॉग सड़क के किनारे इधर -उधर घूम रहे हैं, उसी बिच एक सक्स अपने हाँथो मे एक डंडा लेकर आता है और एक स्ट्रीट डॉग के कमर पर इतनी जोरदार तरीके से डंडे से मारता है की उस स्ट्रीट डॉग की कमर टूट जाती है और वह इधर -उधर गिरता -पड़ता अपनी जान बचाने की कोसिस करता है, हालांकि घटना के बाद वह स्ट्रीट डॉग बुरी तरह घायल है, वहीं वायरल विडिओ को देख आसनसोल के पशु प्रेमी लिपिका चक्रवर्ती, तारा नाग, देब राज कर्मकार और सोरिस गोराई घटना स्थल पर पहुँच स्ट्रीट डॉग को बेरहमी से डंडे मारकर कमर तोड़ने वाले व्यक्ति की पहचान कर ली है, जिसका नाम सुकांतो राय है, जो युवकों को कराटे और मार्शल आर्ट सिखाता है, वहीं पशु प्रेमियों ने आरोपी सुकांतो राय के खिलाफ आसनसोल साऊथ थाना मे एक लिखित शिकायत भी दर्ज करा दी है और दोषी सुकांत राय के ऊपर कानूनी कार्रवाई करने की मांग की है, पशु प्रेमी लिपिका ने बताया की इससे पहले आसनसोल साऊथ पुलिस फाड़ी अंतर्गत चेली डंगाल इलाके मे भी एक व्यक्ति ने एक स्ट्रीट डॉग को डंडे से बेरहमी से पिट -पीटकर मौत के घाट उतार दिया, जिसके ऊपर भी उन्होने साऊथ पुलिस फाड़ी मे लिखित शिकायत की है, लिपिका ने यह दुख जताते हुए कहा की वह बेजुबानो के ऊपर अत्याचार करने वालों के खिलाफ शिकायत तो करती हैं पर पुलिस द्वारा समय पर उचित कार्रवाई नही होने के कारण कुछ बेज़ुबान मासूम कुत्तों पर अत्याचार करने वाले लोगों का मनोबल बढ़ जाता है और वह इस तरह की घटना को बिना डर और बिना किसी भय के लगातार अंजाम दे रहे हैं, लिपिका ने कहा की उनके जैसे ऐसे कई पशु प्रेमी हैं जो आवारा पशुओं को खाना खिलाने से लेकर उनकी समय -समय पर स्वास्थ्य जाँच कर अगर वह बीमार हुए तो उनका इलाज करते हैं
আলোক চক্রবর্তী /আসানসোল:-গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণ করার পর পশ্চিম বাংলার সাথে গোটা বিশ্বে সর্বস্তরের জনগণ দোষীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বার করেছে নারী-পুরুষ সহ সর্বসাধারণ। আসানসোল শহরে ইতিপূর্বে ভগৎ সিং মোড়ে, বিএন আর মোড়ে বিভিন্ন সংঘটন আর জি কর কান্ডের প্রতিবাদে বিক্ষোভ, ধর্ণা, মিছিল বার করা হয়েছে। মঙ্গলবার প্রচন্ড বৃষ্টির মধ্যে শিল্পাঞ্চলের উঠতি চিত্রকররা রং তুলিতে আর জি করের ঘটনার প্রতিবাদ ও শাস্তির দাবিতে ছবির মাধ্যমে প্রতিবাদ করলেন। ইন্দ্রদীপ কোনার নামে এক চিত্রকর জানান গত ৯ আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শিল্পাঞ্চলের সমস্ত চিত্রকররা রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে ছবির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে তাদের দাবি আগামী দিনে এই রকম ঘটনা না ঘটে সরকারকে নজর রাখতে হবে।
আলোক চক্রবর্তী/ বার্ণপূর :সোমবার রাত্রে হীরাপুর থানার স্কোব গেটের কাছে গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকাতে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়। খবর পেয়ে ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী, কাউন্সিলর গুরমিত সিং ঘটনাস্থলে পৌঁছান। শিবানন্দ বাউড়ী জানান স্কোব গেটের কাছে একটা গাছ পড়ে গিয়ে দীর্ঘক্ষন রাস্তা বন্ধ থাকার ফলে যাতায়াতের অসুবিধা হয় তিনি খবর পেয়ে ইস্কো কতৃর্পক্ষর সাথে কথা বলেন গাছ কেটে রাস্তা পরিস্কার করে দেবার জন্য কারণ এটা কারখানার দায়িত্ব এলাকায় কোন অসুবিধা হলে জরুরী ভিত্তিতে সেই কাজ করা কিন্তু তার আগেই হীরাপুর থানার আধিকারিক লোক দিয়ে গাছ কেটে রাস্তা পরিস্কার করে দিয়েছেন হীরাপুর থানার আধিকারিককে ধন্যবাদ জানান।
বার্নপুর:-প্রায় প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের আত্মসুরক্ষা করার উদ্দেশ্যে বার্ণপুরের মিশন জিন্দেগী ট্রাষ্ট ৫ বছর থেকে ৫০ বছরের মহিলাদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রাষ্টের সভাপতি সুকেন্দার শর্মা জানান প্রত্যেক রবিবার বার্ণপুরের গুরুদোয়ারার মাঠে গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির ও সদস্যদের সহায়তায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে
আলোক চক্রবর্তী:- ঝাড়খণ্ড সরকারের অবৈধ লটারি টিকিটের বিক্রির খবরে পালিয়ে বাঁচলো বিক্রেতা।পশ্চিম বাংলার সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় ঝাড়খণ্ড সরকারের লটারীর টিকিটকে অবৈধ ঘোষণা করলেও বিভিন্ন জায়গায় অবৈধ লটারির টিকিট বিক্রি করা হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার প্রায় সব জায়গায় এই অবৈধ লটারির টিকিট পুলিশ প্রশাসনের সামনে বিক্রি হচ্ছে, খবর পেয়ে প্রতিনিধিরা গেলে লটারী বিক্রেতারা অস্বীকার করে এবং অনেক সময় লিটারি বিক্রেতারা ক্যামেরা দেখে পালিয়ে যায়। ঝাড়খন্ড লটারি মারমার বিক্রি হচ্ছে কুলটি ,বারাবানি ,সালানপুর এই বিভিন্ন এলাকায় নিশ্চিত রয়েছে পুলিশ প্রশাসন। কার মধুতে এই ঝাড়খন্ড লটারি বিক্রি হচ্ছে। কেন পুলিশ তাদেরকে ধরছেনা রাজ্য সরকারের ট্যাক্সকে ফাঁকি দিয়ে এই ঝাড়খন্ড লটারি বিক্রি করছে বিক্রেতারা তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলছে ঝারখান থেকে আসছে বলে আমরা বিক্রি করছি যদি এখানে আসে না ঝাড়খন্ড লটারি তাইলে আমরা কি করে বিক্রি করব নিশ্চয়ই কারো মজাতে এখানে এই লটারি প্রবেশ করছে যার ফলে রাজ্য সরকারের ট্যাক্সের চুরি হচ্ছে। কেন পুলিশ কোন রকম পদক্ষেপ নিচ্ছে না এই বেআইনি লটারি বিক্রেতার বিরুদ্ধে। পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন এই বিষয়ে আমরা দেখছি কিন্তু জানিনা ঝারখান্ড লটারি বিক্রি করতে পারে কিনা এই বিষয়টা আমি পুরো পুরি জানিনা আমি খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে আমাদের আধিকারির সাথে কথা বলবো। এবং এরপরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
ঝাড়খণ্ড লটারি ফাঁকি দিচ্ছে রাজ্য সরকারের ট্যাক্স বিক্রি হচ্ছে বারাবানি এলাকায়
আলোক চক্রবর্তী:-তিলোত্তমার বিচারের দাবিতে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আসানসোলের বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি এবং শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা আদালত চত্বরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত প্রতিবাদী মিছিল বার করে। কালচারাল এবং লিটারেলী ফোরাম অফ বেঙ্গল আসানসোলে জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদী মিছিল বার করা হয়। জিতেন্দ্র তিওয়ারি জানান তিলোত্তমার বিচারের দাবিতে কলকাতার পর আসানসোলে কালচারাল এবং লিটারেলী ফোরামের উদ্যোগে শহরের বিশিষ্ট সাহিত্যিক, কবি, লেখক ও শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা বৃষ্টিকে উপেক্ষা করে গান্ধী মূর্তির পাদদেশ থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত প্রতিবাদী মিছিল বার করে প্রতিবাদী গাণ ও কবিতা করবেন।
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রতিবাদী মিছিল আসানসোলে।