শুক্রবার সকালে আসানসোল জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্য আধিকারিকের সাথে জেলা শাসকের আলোচনা সভা হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান জানান আগামী ৩ রা সেপ্টেম্বর থেকে আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ড টিবি রোগে আক্রান্তদের চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে এবং সাথে কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদেরও চিহ্নিত করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই জেলায় টিবি রুগীদের সংখ্যা কমলেও কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত জেলায় প্রায় ৪০০ জন কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের পাওয়া গেছে সেইজন্য শিবির করার ব্যাপারে আলোচনা করা হয় এবং বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীরা গিয়ে চিহ্নিত করা হবে।
আলোক চক্রবর্তী আসানসোল:-শুক্রবার সকালে রাজ্যের বিভিন্ন কলেজের গেটে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরন সাধু জানান গত ২৮ শে আগষ্ট কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ৩০ তারিখ বিভিন্ন কলেজের গেটে আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার বিভিন্ন কলেজের গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তিনি জানান যে সরকার নোট বন্দী করতে পারে, রাতারাতি লকডাউনের কথা ঘোষণা করতে পারে তাহলে কেন ধর্ষণ কারীদের বিরুদ্ধে কঠোর আইন আনছেন না অবিলম্বে দোষীদের কঠোর শান্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নবান্ন অভিযানের নামে কিছু গুন্ডা সন্ত্রাস সৃষ্টি করেছিল তারা কেউ ছাত্র ছিল না অথচ বলা হয়েছিল যুব আন্দোলন কিন্তু গত ২৮ তারিখ ছাত্র সমাবেশে কাতারে কাতারে ছাত্র সমাজ উপস্থিত ছিলেন।
আলোক চক্রবর্তী আসানসোল:- শুক্রবার সারা রাজ্য আদিবাসী কল্যান সমিতির জেলা শাখার সদস্যরা কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দেন। আদিবাসী কল্যান সমিতির জেলা শাখার সভাপতি গৌতম মুর্মু জানান সাধারণ জাতের অসৎ মানুষ অসৎউপায়ে জাল তফসিলি শংসাপত্র বার করে বিভিন্ন কলেজে তফসিলি জাতি উপজাতিদের সুবিধা উপভোগ করছেন তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। আদিবাসী সম্প্রদায় থেকে বিভিন্ন কলেজে অধ্যক্ষদের কাছে অসৎ মানুষদের তালিকা দেওয়া হয়েছে তাদের দাবি তফসিলি জাতির ছেলেরা উপযুক্ত সুযোগ সুবিধা দিতে হবে।
আগামী ৯ অক্টোবর (বুধবার) দুর্গা ষষ্ঠী আর বেশিরভাগ বাঙালি ঠিক ষষ্ঠীর দিনটাই বেছে নেন বেড়াতে যাওয়ার জন্য। কেউ যাবেন পুরী , কেউ কাশ্মীর, কেউবা যাবেন দার্জিলিং। কিন্তু সময় মত টিকিট কাটা হয়নি, বেশিরভাগ ট্রেনেই ওয়েটিং লিস্টের লাইন লম্বা। এদিকে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছেও আপনার আছে। চিন্তা কিসের? মুশকিল আসান পূর্ব রেল তো আছে আপনাদের সাথে।
অক্টোবর মাসের ৯ তারিখ , সোলো তারিখ, তিরিশ তারিখ (অর্থাৎ কালীপুজোর আগের দিন) এবং নভেম্বর মাসের ৬ তারিখ (অর্থাৎ ছট পুজোর আগের দিন) দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের জন্য হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন ( আপ)। ট্রেনটি হাওড়া থেকে রাত এগারো টা পঞ্চানো মিনিটে ছেড়ে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড,মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ ও আলুয়াবাড়ি রোড হয়ে পরের দিন সকাল দশ টা পয়েন্টালিয়েশ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে। যারা ইতিমধ্যেই ওই সময়ে দার্জিলিঙে যাওয়ার টিকিট পেয়েছেন কিন্তু আসার টিকিট কেটে উঠতে পারেননি তাদের জন্য আগামী অক্টোবর মাসের দশ, সাতারও, একতিরিশ এবং নভেম্বর মাসের ৭ তারিখ নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য একটি স্পেশাল ট্রেন চলবে (ডাউন)। ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর বারোটা পয়েন্টালিশ মিনিটে যাত্রা শুরু করে আলুয়াবাড়ি রোড, কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন , জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপধাম , ব্যান্ডেল হয়ে রাত বারোটা দশ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। ট্রেনটিতে একটি এসি ফার্স্ট এবং এসি ২ টায়ার কম্বাইন্ড কোচ, একটি এসি ২ টায়ার, পাঁচটি এসি ৩ টায়ার , একটি এসি ৩ ইকোনমি , আটটি স্লিপার কোচ এবং ৩টি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর তাত পুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দা বিপ্রদাস ভট্টাচার্য জানিয়েছেন,সকাল ১০টা নাগাদ তিনি নিজের পুকুর দেখতে যান।তখনই তিনি কিছু একটা জলের মধ্যে ভাসতে দেখেন। এরপর তিনি কাছে গিয়ে বুঝতে পারেন কোন মহিলার মৃতদেহ ভাসছে তার পুকুরে। তৎক্ষণাৎ তিনি জামালপুর থানার পুলিশকে খবর দিলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।যে দেহটি উদ্ধার হয় সেটি একটি মহিলার বলে জানা গিয়েছে। তবে ওই মহিলার কোন নাম পরিচয় জানা যায়নি। মহিলার পরিচয় জানতে ও মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত করছে পুলিশ।
পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকো আমবাগান এলাকায় রেলের জায়গায় বস্তি উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে । মূলত পূর্ব রেলের জায়গার উপর এই বস্তি থাকায় এমনই দাবি করে রেলের তরফে কিছু দিন আগে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার রেলের তরফ থেকে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন বস্তি বাসীরা। বস্তি বাসীরা জানান ৫০ বছরেরও বেশি দিন ধরে এই জায়গার ওপর তাদের বসবাস। প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। স্বাভাবিক ভাবেই কোনো ভাবেই জায়গা ছাড়া যাবে না। রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পরেও বৃহস্পতিবার নির্ধারিত দিনে রেলের আধিকারিকরা উচ্ছেদ করতে না আসায়। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বস্তিবাসীরা। যেকোনো মুহূর্তে রেলের আধিকারিকরা বুলডোজার নিয়ে বস্তি উচ্ছেদ করতে হাজির হতে পারেন। কিন্তু সেই সময়টা কখন আসবে সেই নিয়েই আতঙ্কিত বস্তিবাসী। পাশাপাশি বস্তি বাসীরা বাসস্থান ছেড়ে না যাওয়ার জন্য রেলের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন ৫০-৬০ টি পরিবার। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে রেল পুলিশের বিপক্ষে দাঁড়ান বস্তি বাসীরা। জানা গিয়েছে,রেল কর্তৃপক্ষ বারবার এই বস্তিতে নোটিশ জারি করেন,শেষমেশ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বস্তির মানুষদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।
পূর্ব বর্ধমান:-আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে যখন দেশজুড়ে দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছেন বিভিন্ন স্তরের মানুষ। সেই সময় বৃহস্পতিবার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ায় বর্ধমান কানলা রোডের পার্শ্ববর্তী এলাকায় ক্যানভাসে কবি এঁকে প্রতিবাদ জানালো শিল্পীরা।অর্থাৎ তুলির টানে আরজিকর ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবি শিল্পকলার মাধ্যমে তুলে ধরেন তারা।এদিন আরজিকর হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বার করে তাদের কঠোরতম শাস্তির দাবি জানান চিত্রশিল্পীরা ।তাদের এক টাই দাবি” we want justice” । এদিন এলাকার বেশ কিছু চিত্রশিল্পীরা এই প্রতিবাদে এদিন সামিল হন। প্রতিবাদী শিল্পীরা জানিয়েছেন, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার সাথে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার প্রতিবাদ শুধু পশ্চিমবাংলা নয়। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশে নারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। একই সাথে আরজি করের ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেফতার করে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবি তুলেছেন তারা। তবে তাদের দাবি রাস্তায় নেমে প্রতিবাদ নয়। ক্যানভাসে তুলির টানে প্রতিবাদের অভিনব চিন্তাভাবনা তাদের। চিত্রশিল্পীদের অভিনব প্রতিবাদ দেখে মুগ্ধ এলাকার মানুষ। স্থানীয়রা জানিয়েছেন সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে চিত্রশিল্পীরাও যেভাবে ছবি এঁকে তাদের দাবি এবং প্রতিবাদ জানাচ্ছেন তা প্রশংসনীয়।
পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে। মৃতের নাম অমূল্য দাস।বয়স ৭৭ বছর। মৃতের পরিবারের অভিযোগ সকালে অমূল্য দাস অসুস্থ বোধ করায় তাকে পানাগড় রেলস্টেশন সংলগ্ন রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র স্থানান্তর করা হবে। সেইমতো আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে রোগীকে চাপানো হলে অসুস্থ অবস্থায় অমূল্য দাস কে দুর্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পানাগড়ের দার্জিলিং মোড়ে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্সের চালক কে এই বিষয়ে জানানো হলে অ্যাম্বুলেন্সের চালক বলেন ভগবানের নাম নিয়ে চলুন কিছুই হবে না। এরপর এম্বুলেন্সে করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অমূল্য দাসকে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদয়রা দেহ ফের নিয়ে আসে পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে।পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্সে চাপানোর সময় তারা রেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সকে অ্যাম্বুলেন্সে সিলিন্ডারে অক্সিজেন আছে কিনা সেই বিষয়ে বারবার জিজ্ঞাসা করা হলে সব ঠিকঠাক আছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়। পরিবারের অভিযোগ যদি সব ঠিকই থাকত তবে পানাগড় থেকে বেরোনোর সময় অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন কিভাবে শেষ হয়ে যায়। শুধুমাত্র অক্সিজেনের অভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে বলে তাদের দাবি। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। যদিও এই বিষয়ে হাসপাতালের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।