Category: paschim bardhaman

  • গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    গুগুল নির্ভর করে সঠীক জ্ঞান অর্জন করা যায় না।

    আলোক চক্রবর্তী দুর্গাপুর:-মঙ্গলবার দূর্গাপুরে সিটি সেন্টার লাইব্রেরীতে সাধারণ গ্রন্থাগার দিবস পালন হয়ে গেলো। পশ্চিম বর্ধমান আয়োজিত রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশন ও জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর পশ্চিম বঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় সিটি সেন্টার লাইব্রেরীতে গত ৩১ শে আগষ্ট এবং ৩ রা সেপ্টেম্বর গ্রন্থাগার দিবস পালন করা হয়। মঙ্গলবার গ্রন্থাগার দিবস উদ্বোধন করলেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত গ্রন্থআধিকারিক নির্মাল্য অধিকারী। তিনি জানান সবসময় গুগল নির্ভর করা যায় না সাময়িক কিছু সমস্যা সমাধান করা সম্বভব কিন্তু বইয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা যায় তা গুগল করতে পারে না। করোনার পর বই পড়ার মানসিকতা অনেক বেড়েছে তবে গ্রামগঞ্জের লাইব্রেরীগুলোতে কর্মী অপ্রতুলতার জন্য বন্ধ থাকলেও বর্তমানে চেষ্টা করা হচ্ছে সেসব বন্ধ লাইব্রেরী খোলার।

  • দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন।

    দূর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজের ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন।

    আলোক চক্রবর্তী / পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-দূর্গাপুরের বিধাননগরে এস কে এস গ্রুপ ২৪ বছর আগে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিভাগ দিয়ে শুরু হয়েছিল বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। নয়ডা এবং মথুরার পর দূর্গাপুরের বিধাননগরে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছিল এস কে এস গ্রুপ অফ ইনস্টিটিউট ২০১১ সালের পর বিভিন্ন জায়গায় ১৫ টা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে যারমধ্যে দুটো বেসরকারি মেডিক্যাল কলেজ ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে তৃতীয়টা দূর্গাপুরে খুলতে চলেছে। ইতিমধ্যে দূর্গাপুরের এই মেডিক্যাল কলেজের আউটডোর চালু হয়ে চিকিৎসা করা হচ্ছে। আজকের স্থাপনা দিবসে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট অতিথিরা। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় প্রতিষ্ঠা দিবসে।

  • ২৪ ঘন্টা পার খোঁজ পাওয়া গেল না নিখোঁজ ছাত্রীর।

    ২৪ ঘন্টা পার খোঁজ পাওয়া গেল না নিখোঁজ ছাত্রীর।

    আলোক চক্রবর্তী আসানসোল,:-সোমবার দুপুর থেকে স্কুল থেকে নিঁখোজ গঙ্গা সাগর খরবারের মেয়ে দিব্যা কুমারী খরবার সে সেন্ট ম্যারী গরেটো স্কুলের নবম শ্রেণির ছাত্রী ২৪ ঘন্টা পার হয়ে গেলেও আসানসোল দক্ষিণ থানার থেকে কোন সদুত্তর না পাওয়াতে এলাকাবাসীরা আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে বিক্ষোভ দেখান। মেয়ের বাবা জানান সোমবার দুপুর একটা চল্লিশ মিনিটে স্কুল ছুটি হয় প্রত্যেকদিনের মতো তিনি মেয়েকে নিতে আসেন কিন্তু সবাই চলে গেলেও তার মেয়ে আসে নি তিনি স্কুলের কতৃপক্ষকে জানাবার পর সিসি ফুটেজ দেখে তার কোন ছবি দেখা যায় নি তিনি ভাবলেন হয়তো তার মেয়ে সেন্ট ম্যারি গরেটো স্কুলের অন্য গেট দিয়ে চলে গেছে বাড়ীতে ফোন করে জানতে পারে মেয়ে বাড়ী ফিরে নি। আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে অভিযোগ জানানো হয় কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ থেকে কোন জবাব না আসাতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। মেয়ের মা তার মেয়ের দুজন বন্ধুর উপর সন্দেহ হওয়াতে তাদের ফোন নং দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ পুলিশ প্রশাসন। মেয়ের বাবা এবং মা এর একটাই জিজ্ঞাসা তার মেয়ে স্কুল আর বাড়ী ছাড়া অন্য কোথাও যেত না সে হঠাৎ করে কোথায় যাবে।পুলিশ প্রশাসন থেকে তদন্ত শুরু হয়েছে এবং আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি মেয়েকে পাওয়া যাবে।

  • আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।

    আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।

    আরজিকর ঘটনা নিয়ে যখন সঞ্জীব ঘোষ আর্থিক দুর্নীতি ঘটনায় উত্তাল রাজ্য। তখন খোঁজ পাওয়া গেল তার মামা গৌতম সরকারের ।
    যিনি আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত দক্ষিণ থানার এলাকার বাসিন্দা।
    গৌতম বাবু বলেন , তার তখন বিয়ে হয়নি সেই সময় তার ভাগ্নে রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়ার তাগিদে ক্লাস সেভেনে কলকাতা থেকে চলে আসে আসানসোলে।
    পড়াশোনায় সুদক্ষ এবং পদ্য ও গদ্য লেখার ব্যাপারে পারদর্শী ছিলেন তার ভাগ্নে।
    মামার বাড়ির জানা গেছে বর্তমানে তারা এখন অসহায় । সন্দীপ ঘোষের মামিমা
    তার কথায় গৌতম বাবু ক্যান্সার রোগে আক্রান্ত এটা জানার পর সন্দীপ বাবুর মোবাইল নাম্বার জোগাড় করে । মোবাইল নাম্বার জোগাড় করে ভাগ্নের অর্থাৎ সন্দীপ ঘোষ গত মার্চ মাসে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলেন আরজি করে ।

  • এন এফ আই টি ইউতে ঠীকা মজদুর যোগ দিল।

    এন এফ আই টি ইউতে ঠীকা মজদুর যোগ দিল।

    আলোক চক্রবর্তী আসানসোল:-মঙ্গলবার সকালে সাঁকতোড়িয়াতে কেন্দ্রীয় শ্রমিক সংঘটনে শতাধিক ঠীকা মজদুর যোগদান করলেন। মঙ্গলবার সকালে সাঁকতোড়িয়াতে ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন বা এন এফ আই টি ইউ এক সভার আয়োজন করেছিল এই সভায় উপস্থিত ছিলেন এন এফ আই টি ইউর রাজ্য সভাপতি বুম্বা মুখার্জি, ইসিএলের ঠীকাদার মজদুর ইউনিয়নের নেতা অভিজিৎ আচার্য সহ বিভিন্ন নেতৃত্ব। এই অনুষ্ঠানে আগামী দিনে পূজোর বোনাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ইসিএলের পক্ষ থেকে কোন ব্যাবস্থা গ্রহণ না করা হলে সাঁকতোড়িয়া মূখ্য কার্যালয় ঘেরাও করা হবে।

  • বাড়ীর লোকের অবর্তমানে ভয়াবহ চুরি ছোটদিঘারীতে।

    বাড়ীর লোকের অবর্তমানে ভয়াবহ চুরি ছোটদিঘারীতে।

    আলোক চক্রবর্তী বার্ণপর:-হীরাপুর থানার ছোট দিঘারীর বাসিন্দা বৈদ্যনাথ দত্ত শারীরিক অসুস্থতার কারণে বিগত দুই দিন ধরে দূর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তার সেবা করতে বাড়ীর সবাই হাসপাতালে ছিলেন মঙ্গলবার সকালে বাড়ী এসে দেখেন তাদের ঘরে তালা ভেঙে, আলমারি ভেঙে সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে সর্বস্য চুরি হয়ে গেছে। বাড়ীতে ১৪ / ১৫ ভরি সোনার গয়না এবং ৩৫ লক্ষ টাকা নিয়ে চলে গেছে বলে জানান জামাই গণেশ গড়াই। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সব তথ্য সংগ্রহ করে নিয়েছে।

  • কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।

    কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।সেই অবরোধ তুলতে গিয়ে প্রশাসন সোমবার সকাল ১০টা থেকে কাজ শুরু করার আশ্বাস দিলেও আশ্বাস মত কাজ শুরু না হওয়ায় সোমবার ফের দুপুর ১২টা নাগাদ আন্দোলনে নামে স্থানীয়রা।তবে এবার রাজবাঁধে জাতীয় সড়কের দুই ধারে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি আজ সকলেও একটি টোটো যাত্রী নিয়ে রাজবাঁধ বাস স্টান্ডের কাছে পৌঁছাতেই সার্ভিস রোডের উপর সৃষ্টি হওয়া গর্তের উপর জল জমে থাকায় সেই গর্ত বুঝতে না পেরে যাতায়াত করতে গিয়ে জলের মধ্যেই টোটো উল্টে যায়।বেশ কয়েকজন যাত্রী আহত হয়।তাই যতক্ষন না প্রশাসন বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ যতক্ষন না সার্ভিস রোড মেরামতের মেরামতের কাজ শুরু করছে ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।অন্যদিকে স্থানীয়দের অবরোধের জেরে জাতীয় সড়কে আসানসোল ও কলকাতা গামী দুই দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।

  • শারীরিক নির্যাতন থেকে বাঁচতে মা বোনেরা জুডোক্যারাটে শিখতে আগ্রহী।

    শারীরিক নির্যাতন থেকে বাঁচতে মা বোনেরা জুডোক্যারাটে শিখতে আগ্রহী।

    আলোক চক্রবর্তী আসানসোল:-সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ২৪ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ধর্ষক অধরা বিচার পায় নি নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ধর্ণা চলছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা শাসকদলের উপর আঙুল তুলছেন তারা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার পুলিশকে দোষারোপ করছেন তারা রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কলকাতার মহিলা চিকিৎসককে যেভাবে নিগৃহীত হতে হয়েছে তাতে স্পষ্ট আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তবে শুধু কলকাতার এই ঘটনা নয় বিভিন্ন জায়গায় মহিলাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে মায়েরা তাদের সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন সেটা পড়া হোক বা চাকরি। কলকাতার ঘটনাতে রাজ্যের মহিলারা শুধু নয় সারা দেশের সচেতন মহিলারা ন্যায় বিচারের জন্য রাজপথ গলিতে প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিল বার করেছেন সাথে তারা নিজেরা ও তাদের সন্তানদের সুরক্ষার জন্য জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। বার্নপুরের এক খেলার মাঠে মা মেয়েকে একসাথে জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিতে দেখা গেল। বিচার দিতে যেখানে সরকার এবং পুলিশ প্রশাসন ব্যার্থ সেখানে নিজেদের সুরক্ষার ব্যাপারে নিজেদের চিন্তা করতে হবে সেইজন্য মায়েরা তাদের আদরের মেয়েকে পড়ার সাথে সাথে জুডো ও ক্যারাটে প্রশিক্ষণ নেবার উপদেশ দিচ্ছেন।

  • ট্রাফিক সচেতনতা বাড়াতে উখড়াতে যৌথ মিছিল।

    ট্রাফিক সচেতনতা বাড়াতে উখড়াতে যৌথ মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল:-অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ দিবস এবং আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপনা দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা বাড়াতে একটা মিছিল বার করা হয়। এই মিছিল উখড়া আদর্শ হিন্দি হাইস্কুল থেকে শুরু হয়ে বাজপেয়ী মোড় হয়ে পুনরায় হিন্দি হাইস্কুলে এসে শেষ হয়। এই মিছিলে হিন্দি হাইস্কুলের এন সি সি এবং স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল তাছাড়া উখড়া চেম্বর অফ কমার্স এবং এমিস সংস্থার বাচ্চারা অংশগ্রহণ করেছিল। মিছিলে হিন্দি হাইস্কুলের প্রধান অধ্যক্ষ প্রবীণ কুমার সিং, অন্ডাল ট্রাফিক আধিকারিক প্রবীর কুমার পাল, ট্রাফিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের সাথে উখড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু মুখার্জি এবং উখড়া চেম্বার অফ কমার্সের আধিকারিক সীতারাম বর্ণওয়াল অংশগ্রহণ করেছিল। হিন্দি হাইস্কুলের অধ্যক্ষ প্রবীণ কুমার সিং এবং ট্রাফিক আধিকারিক মিছিলের উদ্দেশ্য সম্বন্ধে জনগণকে অবগত করান। বর্তমানে জনগণ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ী চালাচ্ছেন তারা গাড়ীর সিট বেল্ট এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পড়ছেন না তাই জনগণকে গাড়ী চালানোর সময় অতি অবশ্যই হেলমেট এবং সিট বেল্ট লাগাতে হবে তাতে নিজের জীবনের সাথে অন্যর জীবন বাঁচতে পারে। পুলিশ সবসময় জনগণকে ভালো ও সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন।

  • অবৈধভাবে পাখী বিক্রি করার সময় নটা পাখি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পশু প্রেমী সংস্থা

    অবৈধভাবে পাখী বিক্রি করার সময় নটা পাখি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পশু প্রেমী সংস্থা

    আলোক চক্রবর্তী আসানসোল :-১৯৭২ সালে কেন্দ্র সরকার বন্য প্রাণীদের নিয়ে একটা আইন প্রনয়ন করেছিলেন সে আইনে স্পষ্ট উল্লেখ আছে বন্য প্রাণীদের নিয়ে ব্যাবসা করা, বিক্রি করা যাবে না কিন্তু কিছু দুস্কৃতি বন্য প্রাণী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বন্য প্রাণী, পাখিদের জঙ্গল থেকে এনে সেগুলো বিক্রি করছে। বন দপ্তরের কর্মী এবং পুলিশ প্রশাসনকে বোকা বানিয়ে দুস্কৃতিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পশু পাখি বিক্রি করছে। সম্প্রতি হীরাপুর থানার আপার রোড এলাকায় পশু প্রেমী সংস্থার সানি সিং, জীবন দাস, অভিষেক সিংহ এক পশু পাখি দুস্কৃতিকে নটা টিয়া পাখি বিক্রি করার সময় হাতেনাতে ধরতে গেলে তাদের ধাক্কা মেরে খাঁচা ফেলে পালিয়ে যায়। পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তীকে খবরটা দিলে তিনি সানি সিংকে পাখি ভর্তি খাঁচা নিয়ে হীরাপুর থানায় অভিযোগ জানাবার জন্য এবং সাথে বন দপ্তরের আধিকারিককেও ঘটনার ব্যাপারে জানাতে বলা হয়। লিপিকা চক্রবর্তীর কথা মতো থানায় অভিযোগ জানিয়ে কালাঝড়িয়া রাস্তায় লিপিকা চক্রবর্তীর বাড়ীতে চলে যায় পাখি ভর্তি খাঁচা নিয়ে সেখানে বন দপ্তরের কর্মীদের এনে তাদের হাতে টিয়া পাখি ভর্তি খাঁচা তুলে দেওয়া হয়।