
পাবলিক নিউজঃ ডেস্ক:-আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের তালকুড়ি গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে পানীয়জলের সমস্যা রয়েছে। বৃহস্পতিবার ঐ এলাকার বাসিন্দারা সেই পানীয়জলের সমস্যা নিয়ে কথা বলতে আসানসোল পুরনিগমে এসে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন। ৯৪ নং ওয়ার্ডের তালকুড়ি গ্রামের বাসিন্দারা বলেন, গত ৬/ ৭ বছর ধরে আমাদের এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে। এই ব্যাপারে আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বহুবার আবেদন করেছি ও পানীয়জলের সমস্যা সমাধানের কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তার আমরা এদিন আমরা পানীয়জলের সমস্যার সমাধান চেয়ে মেয়রের সঙ্গে দেখা করেছি।
মেয়র তাদের কথা শোনেন এবং যত দ্রুত সম্ভব তার সমাধানের চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ৯৪ নং ওয়ার্ডের তালকুড়ি এলাকায় পানীয়জল সরবরাহের জন্য নতুন পাইপলাইন বসানোর কাজ করা হবে।
























