

পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকো আমবাগান এলাকায় রেলের জায়গায় বস্তি উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে । মূলত পূর্ব রেলের জায়গার উপর এই বস্তি থাকায় এমনই দাবি করে রেলের তরফে কিছু দিন আগে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার রেলের তরফ থেকে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন বস্তি বাসীরা।
বস্তি বাসীরা জানান ৫০ বছরেরও বেশি দিন ধরে এই জায়গার ওপর তাদের বসবাস। প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। স্বাভাবিক ভাবেই কোনো ভাবেই জায়গা ছাড়া যাবে না।
রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পরেও বৃহস্পতিবার নির্ধারিত দিনে রেলের আধিকারিকরা উচ্ছেদ করতে না আসায়। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বস্তিবাসীরা।
যেকোনো মুহূর্তে রেলের আধিকারিকরা বুলডোজার নিয়ে বস্তি উচ্ছেদ করতে হাজির হতে পারেন। কিন্তু সেই সময়টা কখন আসবে সেই নিয়েই আতঙ্কিত বস্তিবাসী।
পাশাপাশি বস্তি বাসীরা বাসস্থান ছেড়ে না যাওয়ার জন্য রেলের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন ৫০-৬০ টি পরিবার।
অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে রেল পুলিশের বিপক্ষে দাঁড়ান বস্তি বাসীরা।
জানা গিয়েছে,রেল কর্তৃপক্ষ বারবার এই বস্তিতে নোটিশ জারি করেন,শেষমেশ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বস্তির মানুষদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।

















