Category: Health

  • কুষ্ঠ ও টিবি রুগীদের চিহ্নিত করার শিবির নিয়ে আলোচনা জেলা শাসক দপ্তরে।

    কুষ্ঠ ও টিবি রুগীদের চিহ্নিত করার শিবির নিয়ে আলোচনা জেলা শাসক দপ্তরে।

    শুক্রবার সকালে আসানসোল জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্য আধিকারিকের সাথে জেলা শাসকের আলোচনা সভা হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান জানান আগামী ৩ রা সেপ্টেম্বর থেকে আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ড টিবি রোগে আক্রান্তদের চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে এবং সাথে কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদেরও চিহ্নিত করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই জেলায় টিবি রুগীদের সংখ্যা কমলেও কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত জেলায় প্রায় ৪০০ জন কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের পাওয়া গেছে সেইজন্য শিবির করার ব্যাপারে আলোচনা করা হয় এবং বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীরা গিয়ে চিহ্নিত করা হবে।

  • অসৎ উপায়ে তফসিল শংসাপত্র বার করা ব্যাক্তিদের চিহ্নিত করার দাবিতে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ।

    অসৎ উপায়ে তফসিল শংসাপত্র বার করা ব্যাক্তিদের চিহ্নিত করার দাবিতে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ।

    আলোক চক্রবর্তী আসানসোল:- শুক্রবার সারা রাজ্য আদিবাসী কল্যান সমিতির জেলা শাখার সদস্যরা কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি জমা দেন। আদিবাসী কল্যান সমিতির জেলা শাখার সভাপতি গৌতম মুর্মু জানান সাধারণ জাতের অসৎ মানুষ অসৎউপায়ে জাল তফসিলি শংসাপত্র বার করে বিভিন্ন কলেজে তফসিলি জাতি উপজাতিদের সুবিধা উপভোগ করছেন তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। আদিবাসী সম্প্রদায় থেকে বিভিন্ন কলেজে অধ্যক্ষদের কাছে অসৎ মানুষদের তালিকা দেওয়া হয়েছে তাদের দাবি তফসিলি জাতির ছেলেরা উপযুক্ত সুযোগ সুবিধা দিতে হবে।

  • এলাকার কুকুরকে নির্মম ভাবে মারার জন্য থানায় অভিযোগ করলো পশুপ্রেমীরা।

    এলাকার কুকুরকে নির্মম ভাবে মারার জন্য থানায় অভিযোগ করলো পশুপ্রেমীরা।

    লাঠি দিয়ে কুকুরকে মারার ছবি সিসিটিভিতে

    আলোক চক্রবর্তী আসানসোল:-মঙ্গলবার সোসাল মিডিয়ায় কুকুরকে নির্দয়ভাবে মারার সিসি টিভি ফুটেজ ভাইরাল হওয়ায় উত্তেজনা ছড়ায় আসানসোল শহরে, ফুটেজ দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় পশুপ্রেমী সংঘটনের সদস্যারা। সোসাল মিডিয়ায় পোস্ট করা সিসি ফুটেজের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মহিশীলা কলোনির সানভিউ পার্কের কোন এক জায়গায় চার পাঁচটা কুকুর নিজেদের মধ্যে খেলছিল এবং ডান্ডা হাতে নিয়ে এক ব্যাক্তি সেখানে এসে একটা কুকুরকে ডান্ডা দিয়ে তার কোমড়ে আঘাত করে কোনরকমে কুকুরটা অন্যদিকে পালিয়ে যায়। ঐ ভাইরাল ভিডিও দেখে আসানসোলের পশু প্রেমী সংঘটনের সদস্যা লিপিকা চক্রবর্তী, তারা নাগ, দেবরাজ কর্মকার এবং সৌরিশ গড়াই ঘটনাস্থলে পৌঁছে দুস্কৃতিকে শনাক্তে করতে সক্ষম হয়।জানা যায় উক্ত ব্যাক্তির নাম সুকান্ রায় এবং তিনি যুবকদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। পশু প্রেমী সংস্থার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অবলা জীবকে প্রাণ নাশের অভিযোগ জানান এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান । পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তী জানান ইতিপূর্বে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙ্গায় এক ব্যাক্তি রাস্তার কুকুরকে নির্দয়ভাবে মেরে হত্যা করে ঐ ব্যাপারে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করাতে রাস্তার কুকুরদের উপর পাশবিক অত্যাচার বেড়ে চলেছে।