

আলোক চক্রবর্তী আসানসোল-:-শণিবার আসানসোল পৌরনিগমের ৪৩ নং ওয়ার্ডে বিরিঞ্চি লাল ভবনে দেবাশীষ ঘটক মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ চন্দ্র দাস জানান শণিবার রক্তদান শিবিরে ৪০ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে তাছাড়া অনেকে রক্ত দিতে আগ্রহী ছিলেন। বিভিন্ন সময়ে এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উপস্থিত প্রাক্তন কাউন্সিলর শম্ভু গুপ্ত জানান রক্তদান শিবিরে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচন্ড উৎসাহের সাথে রক্তদান করেছেন।

