Category: Breaking News

Breaking News

  • দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোলের:- সালানপুর থানার রবিবার রাত দেড়টা থেকে রূপনারায়ণপুরের পিঠাকিয়ারির ফকরাডি এলাকায় পৃথ্বীরাজ জয়সওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। রবিবার রাত দেড়টা থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়। অন্যদিকে, রুপনারাণপুরের হটাৎ কলোনির জমি ব্যবসায়ী অশোক দাসের বাড়িতে সোমবার সকালে একইভাবে অভিযান চালায় পুলিশ।
    জানা গেছে, এই অভিযানের পরে দুটি বাড়ি পুলিশ সিল করেছে। পৃথ্বীরাজের স্ত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এর পাশাপাশি ঐ বাড়ি থেকে দুটি গাড়ি ও ছয়টি মোটর বাইক, কয়েক লক্ষ টাকা ও কিছু নথিপত্র পাওয়া গেছে। অন্যদিক, অশোক দাসের বাড়ি থেকেও দুটি গাড়ি পুলিশ পায়। সেগুলোও আটক করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এই অভিযানে ছিলো । দুর্গাপুরে দিন কয়েক আগে এক ব্যবসায়ীর ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই পুলিশ কর্মী সহ ৬ জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই দুই বাড়িতে অভিযান চালানো হয় বলে পুলিশের এক আধিকারিক সোমবার জানিয়েছেন।

    রূপনারায়নপুরের ফকরাডিতে পৃথ্বীরাজ জয়সওয়ালের তিন তলা বড়সড় বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে একাধিক চারচাকা ও দুই চাকা গাড়ি রাখার গ্যারেজ আছে। বাড়ির চারিদিকে সিসিটিভিতে মোড়া। স্থানীয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেন, আড়াই বছর আগেই ঐ পরিবার এখানে বাড়িটি করেছেন। কিন্তু তাদের কিসের ব্যবসা আছে তা তার জানা নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলস রোডের পাশে পৃথ্বীরাজের রেস্টুরেন্টের ব্যবসা আছে।
    অন্যদিকে অশোক দাসের স্ত্রী চঞ্চলা কুমারী বলেন, পুলিশ এসে আমাদের বাড়িটা সিল করেছে। আমার স্বামীর সাথে কথা হয়নি। স্বামী নেই বাড়িতে। ওরা ঘরের ভেতরে টাকা খুঁজছিলেন। কিছুই তারা পায়নি। আমার স্বামী জমি প্লটিংয়ের কাজ করেন বলে তিনি জানান।
    প্রসঙ্গতঃ, দিল্লির বাসিন্দা ব্যবসায়ী মুকেশ চাওলার কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা দূর্গাপুর থানার এক পুলিশ এবং তার সঙ্গীরা গত ৫ সেপ্টেম্বর ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছিলো। দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছিলো। দিল্লির লাজপত নগরের বাসিন্দা রেলের ঠিকাদার মুকেশ চাওলা ব্যবসায়িক কাজকর্মে ঐদিন আসানসোলে আসেন তার ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করে কথা বলার জন্য। ‌

    বিকেলে তিনি এবং তার সঙ্গী উত্তরপ্রদেশের মির্জাপুরের মনোজ কুমার সিং এবং পশ্চিম বর্ধমান জেলার অমিত সিংকে নিয়ে কলকাতা রওনা দেন। ‌পথে দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে পিয়ালা কালীবাড়ির কাছে কয়েকজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে তার গাড়ি আটকান। গাড়ি পরীক্ষার নামে ব্যবসায়ীর কাছে থাকা ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। ‌ অভিযোগ পেয়ে পুলিশ দুর্গাপুর থানায় কর্মরত এ এস আই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, বরখাস্ত পুলিশ কর্মী মৃত্যুঞ্জয় সরকার, গাড়ির চালক দুর্গাপুরের ধান্দাবাগের সুরজ কুমার রাম এবং দুর্গাপুরের রানা প্রতাপ এলাকার আশিস মার্কেটের সুভাষ শর্মাকে গ্রেফতার করে‌। সেই টাকা ছিনতাইয়ের ঘটনার সূত্র পেতে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার পৃথ্বীরাজ জওসওয়াল ও অশোক দাসের বাড়িতে দুর্গাপুর থানার পুলিশ তল্লাশি চালায়। পুলিশের পক্ষ থেকে এ তল্লাশি নিয়ে নির্দিষ্ট করে কোন কিছু বলা হয়নি। পরে সব জানানো হবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

  • আসানসোলের জামুড়িয়ার ঘটনা / ১৯ নং জাতীয় সড়কে বিশালাকার গর্ত / এলাকায় চাঞ্চল্য 

    আসানসোলের জামুড়িয়ার ঘটনা / ১৯ নং জাতীয় সড়কে বিশালাকার গর্ত / এলাকায় চাঞ্চল্য 

    পাবলিক নিউজঃ ডেস্ক জামুড়িয়া :-আসানসোলের জামুড়িয়ার বোগরা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এক প্রান্তে একটি বড় গর্ত তৈরি হওয়াকে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাটির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে খবর দেন। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত অধিকারীকে। তিনি সোমবার ঘটনাস্থলে পৌঁছে, সবকিছু খতিয়ে দেখে পুলিশ প্রশাসনকে ঐ এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিতে বলেন। এরপরই পুলিশের পক্ষ থেকে রাস্তার ওই অংশের বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। এই অংশে যাতে কোন যানবাহন না যায় ও মানুষজনেরা যাতায়াত না করে সেজন্য জাতীয় সড়কের ঐ অংশে পুলিশ প্রশাসনের তরফ একটি বোর্ড লাগিয়ে দেওয়া হয়। এরপরে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এই ঘটনার খবর দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    হঠাৎ করেই রাস্তার ধারে গভীত গর্ত তৈরি হওয়ার ঘটনায় হতচকিত সকলে। স্থানীয় বাসিন্দারা গর্তের জন্য যাতে কোন দুর্ঘটনা না ঘটে, সেইজন্য সেখানে বেশ কিছু বড় বড় পাথর ঢুকিয়ে দেন। তাদের দাবি, এই এলাকার নিচ দিয়ে জল সরবরাহের পাইপ লাইন গেছে। সেই কারণে মাটির নিচে জলের জমা অংশ ধসে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরনো কয়লা খনির সিম এই এলাকায় মাটির তলায় আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে । তবে ঘটনাটি ধসের ঘটনা নাকি, জল জমে যাওয়ার পর এমন ঘটনা ঘটেছে তা নিয়ে সংশয়ে রয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

  • जामुड़िया:कल शाम राष्ट्रीय राजमार्ग संख्या 19 पर बोगरा चट्टी के पास सड़क धंसने से आसपास के इलाके में काफी तनाव व्याप्त हो गया.

    जामुड़िया:कल शाम राष्ट्रीय राजमार्ग संख्या 19 पर बोगरा चट्टी के पास सड़क धंसने से आसपास के इलाके में काफी तनाव व्याप्त हो गया.

    पब्लिक न्यूज ब्यूरो गुरमीत सिंह जामुड़िया:–कल शाम राष्ट्रीय राजमार्ग संख्या 19 पर बोगरा चट्टी के पास सड़क धंसने से आसपास के इलाके में काफी तनाव व्याप्त हो गया. स्थानीय लोगों ने बताया कि दोपहर में यह एक छोटे से छेद जैसा था, लेकिन शाम 7 बजे के बाद यह धीरे-धीरे बड़ा होता गया. छेद का मुंह 2 फीट गोल है लेकिन अंदर की तरफ यह चार फीट का है। लेकिन ये धसान क्यों हुआ ये नहीं कहा जा सकता. हालांकि, स्थानीय लोगों का अनुमान है कि यह हादसा राष्ट्रीय राजमार्ग से गुजरने वाली पीएचई पाइपलाइन के कारण हो सकता है। यदि इस ढही हुई सड़क की शीघ्र मरम्मत नहीं की गई तो राष्ट्रीय राजमार्ग से आने-जाने वाले वाहन दुर्घटनाग्रस्त हो सकते हैं । घटना की जानकारी मिलते ही आसनसोल नगर निगम के एमएमआईसी सुब्रत अधिकारी भी मौके पर पहुंचे और उन्होंने स्थिति का जायजा लिया इसके बाद पत्रकारों से बात करते हुए उन्होंने कहा कि यहां पर जो स्थिति बनी हुई है वह चिंताजनक जरूर है उन्होंने कहा कि इस बारे में वह पीडब्ल्यूडी और ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड के अधिकारियों से बात करेंगे और किस वजह से यह घटना घटी उसके बारे में जानकारी हासिल करने की कोशिश करेंगे उन्होंने कहा की स्थिति काफी खतरनाक है और इसका जल्द से जल्द निराकरण करने की कोशिश की जाएगी जिससे किसी को कोई नुकसान न पहुंचे। इसके साथ ही उन्होंने कहा कि फौरी तौर पर किसी को कोई परेशानी ना हो इसको लेकर भी वह पुलिस प्रशासन के साथ बातचीत करेंगे।

    हमने जब इस बारे में स्थानीय लोगों से बात की कि पिछले 7 दिनों से थोड़ा-थोड़ा करके यहां पर सड़क में धसान हो रहा था लेकिन कल से यह बहुत ज्यादा हो गया स्थानीय लोगों द्वारा ही इलाके को घेर कर लाल कपड़ा लगा दिया गया ताकि दूर से ही लोगों को समझ में आ जाए फिर प्रशासन को खबर दे गई प्रशासन की तरफ से और उन्होंने उसे जगह पर बैरिकेडिंग कर दी स्थानीय लोगों का कहना है कि जिस तरह से सड़क धस गई है उसे लोगों में काफी डर बैठ गया है अगर कोई भरी गाड़ी यहां से गुजरी तो कभी भी कोई बड़ा हादसा हो सकता है उन्होंने संबंधित विभाग से जल्द से जल्द सड़क की मरम्मत का अनुरोध किया ।

  • आसनसोल यूथ क्लब के गणेश पूजा पंडाल का उदघाटन, होंगे विभिन्न कार्यक्रम

    आसनसोल यूथ क्लब के गणेश पूजा पंडाल का उदघाटन, होंगे विभिन्न कार्यक्रम

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल :–आसनसोल के होटल रोड स्थित यूथ क्लब द्वारा आयोजित किया गया शुक्रवार संध्या को उद्घाटन कार्यक्रम मौके पर उपस्थित आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी उपमेयर तथा आई एन टी टी यू सी जिला अध्यक्ष अभिजीत घटक मेयर परिषद गुरदास चटर्जी आसनसोल नगर निगम के चार नंबर बोर्न के अध्यक्ष राजेश तिवारी स्थानीय पार्षद शिखा घटक कुलदीप सिंह सलूजा सतीश चंद्र शशि भूषण पांडे राजकुमार उर्फ पप्पू सिंह संजय सिंह इस मौके पर उपस्थित थे । फीता काटकर गणेश पूजा का शुभ आरंभ किया गया अध्यक्ष और डेप्युटी मेयर के हाथों से ।2020 से यूथ क्लब की शुरुआत हुई है और गणेश पूजा का भी शुभ आरंभ हुआ था इस बार पांचवा वर्ष गणेश पूजा की मनाई जा रही है इस दौरान कई कार्यक्रम हर दिन होंगे । पूजा समिति के सदस्य के अलावा आसनसोल साउथ बीपी के इंचार्ज संदीप दे दिनेश सिंह शाहिद परवेज, मुकेश शर्मा ,रंजीत कुमार विश्वास ,राजेश शर्मा प,रमजीत सिंह ,सुनील साहू ,राकेश केडिया, राकेश प्रसाद आदि मौजूद थे।

    जबकि क्लब सदस्य के सचिव विकास चंद्र ने बताया कि हमारे कई सदस्य मिलकर इस पूजा का आयोजन करते हैं जिनमें से हैं सुनील जायसवाल ,राहुल विश्वास, सौम्य साधु ,केदारनाथ ,दिव्यांशु अग्रवाल, विकी वर्मा, सौरभ साहू सौरभ शर्मा, नरेंद्र यादव, ऋषिकेश सिंह, सोनी सलूजा आशीष गुप्ता ,शिवलाल यादव पिंटू पंडित ,रतन झा ,आकाश शर्मा ,अजय प्रसाद ,पंकज बरनवाल ,अक्षय कुमार पार्थप्रतिम गोराई आदि मौजूद थे। जानकारी देते हुए क्लब सदस्य ने बताया कि शनिवार शाम को यूथ क्लब की ओर से जरूरतमंदों को वस्त्र वितरण किया जाएगा रविवार संध्या 7:30 बजे विशेष आरती का आयोजन किया जाएगा और व्यवस्था रहेगी सोमवार 9 सितंबर को अनाथ बच्चों के बीच कपड़े और भोजन वितरण किए जाएंगे और मंगलवार दोपहर को महाप्रसाद खिचड़ी भोग का आयोजन किया जाएगा

  • আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার আবার তারিখ।

    আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার আবার তারিখ।

    আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-শণিবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জশিট গঠন হবার তারিখ ছিল কিন্তু বিচারক পুনরায় ১৪ নভেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন। সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী পরবর্তী তারিখে চার্জ গঠনের কোন অজুহাত দেখানো চলবে না তাছাড়া আজ সিবিআইয়ের আইনজীবীর উপর তিনি বীতশ্রদ্ধ হয়েছেন লালা ওরফে অনুপ মাজিকে নোটিশ পাঠানো নিয়ে। লালা ওরফে অনুপ মাজির আইনজীবী অভিষেক মুখার্জি বিচারকের কাছে সওয়াল জবাবের সময় জানান তার মক্কেলকে হাতে নোটিশ না দিয়ে ই মেলের মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন কিন্তু নোটিশ পাঠানোর উদ্দেশ্য বা কীভাবে হাজিরা দেবেন স্বাক্ষী না বাদি হিসাবে তার কোন উল্লেখ ছিল না। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চার্জশীট গঠনের পর কাউকে নোটিশ পাঠানো যায় না আগামী তারিখের আগে সব ঠীক করে আসার নির্দেশ দিয়েছেন।

  • রাজ্যের পুলিশ খুনী ও ধর্ষণকারীদের খোঁজার চেয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে মন্তব্য রাহুল সিনহার।

    রাজ্যের পুলিশ খুনী ও ধর্ষণকারীদের খোঁজার চেয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন বলে মন্তব্য রাহুল সিনহার।

    আলোক চক্রবর্তী/পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-শুক্রবার আসানসোলে বিজেপির শীর্ষ নেতৃত্ব রাহুল সিনহা এসে মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে জানান মমতা ব্যানার্জী তার পুলিশ প্রশাসন এবং তার গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে আর জি কর কান্ডকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন। তিনি ধর্ষিতার মাকে দশ লক্ষ টাকা দিয়ে সাদা কাগজে সই করার কথা বলেছিলেন সেইসময় যদি তিনি সই করে দিতেন তাহলে সব খেলা শেষ হয়ে যেত তিনি ভেবেছিলেন দশ লক্ষ টাকার লোভে মেয়ের মা সই করে দেবেন কিন্তু তিনি জানেন না সবাই মেয়েকে বিক্রি করার জন্য নয়, মেয়ের পরিবার ভয়ে এতদিন সত্য বলেন নি কিন্তু ধীরে ধীরে তারা মুখ খুলেছেন। রাজ্যে মমতা ব্যানার্জী ধর্ষণকারীদের জন্য একটা রেট করে দিয়েছেন কিন্তু আর জি করের ঘটনা সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছে সেই কারণে এই ধর্ষণের জন্য দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন, রাজ্যের পুলিশের ভূমিকায় বীতশ্রদ্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন তার দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে পুলিশের এই ভূমিকা প্রথম দেখলেন যেখানে দোষীদের গ্রেপ্তার করা থেকে তথ্য প্রমান লোপাটের দিকে বেশী জোর দিয়েছেন। রাহুল সিনহা মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন সন্দীপ ঘোষের জন্য নিজের দল থেকে শুরু করে পুলিশ বাহিনীকে বাজি লাগিয়ে দিয়েছেন শুধুমাত্র অভিষেক ব্যানার্জীকে বাঁচাতে সন্দীপ ঘোষের সাথে অভিষেকের হৃদতা সম্বন্ধে অবগত থাকার কারণে তাঁর বিরুদ্ধে পদত্যাগের দাবি সারা রাজ্যবাসী করলেও তিনি তার সিদ্ধান্তে অনড়। সম্প্রতি তিনি ধর্ষকদের জন্য ফাঁসির আইন আনলেও কেন্দ্রীয় সরকার সম্প্রতি আনা আইনে ফাঁসির আইন আছে সেখানে মমতা ব্যানার্জী বিরোধিতা করেছেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী এবং বিজেপি নেতা ,সুব্রত ঘাঁটি , রাজ্য কমিটির সদস্য রার বাংলা ইনচার্জ নির্মল কর্মকার,ওবিসি মোর্চার রাষ্ট্র সদস্য ও পশ্চিমবঙ্গ প্রবক্তা সংকার চৌধুরী ,বিগু ঠাকুর ,তাপস ঘোষ , অমিতাভ গড়াই  ওম নারায়ণ ও অন্যান্যরা

  • এর আগে পিছিয়েছে দুবার / আসানসোল সিবিআই আদালতে আজ কয়লা পাচার মামলার চার্জ গঠন 

    এর আগে পিছিয়েছে দুবার / আসানসোল সিবিআই আদালতে আজ কয়লা পাচার মামলার চার্জ গঠন 

    পাবলিক নিউজঃ ডেস্ক পশ্চিম বর্ধমান :-এর আগে দুবার পিছিয়ে যাওয়া কয়লা পাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে আজ শনিবার চার্জ গঠন হওয়ার কথা। সেই রকমই নির্দেশ রয়েছে আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর।
    গত ৯ আগষ্ট আসানসোল সিবিআই আদালতে এই মামলার শুক্রবার চার্জ গঠন বা ফ্রেম করার কথা ছিলো। কিন্তু সেদিন তা হয়নি। এই মামলার চার্জশিটে নাম থাকা ৫০ জনের মধ্যে এক অভিযুক্তর গত ৯ আগষ্ট সিবিআই আদালতে গরহাজির ছিলেন। আদালত সূত্রে জানা গেছিলো , তার নাম সামশের হোসেন। সেদিন আদালতে তার আইনজীবী বলেছিলেন, তার মক্কেল শারীরিক ভাবে অসুস্থ। তাই তিনি হাজির হতে পারেন নি। এছাড়াও সেদিন চার্জশিটে থাকা একটি বেসরকারি কোম্পানির তরফে তার লিকিউডেটার আইনজীবি আবেদন করেছিলেন। তিনি তার আবেদনে বলেছিলেন, এই কোম্পানি লিকিউডেশনে চলে গেছে। এই ব্যাপারে আদালতকে কিছু জানানোর আছে। তার এই আবেদন আদালত গ্রহণ করে। সবমিলিয়ে গত ৯ আগষ্ট এই মামলার কোন সওয়াল-জবাব বা শুনানি হয়নি। সবশেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়ে বলেছিলেন যে, আগামী ৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সিবিআইকে এই মামলার চার্জ গঠন বা ফ্রেম করার নির্দেশ বিচারক দিয়েছিলেন। একইসঙ্গে ৭ সেপ্টেম্বর সবাইকে আদালতে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ঐ দিন বেসরকারি কোম্পানির লিকিউডেটারের আবেদনের শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছিলেন।
    একইসঙ্গে গত ৯ আগষ্ট চার্জশিটে নাম থাকা সব অভিযুক্তদের আইনজীবীদেরকে এই মামলার যাবতীয় নথি দেওয়া হয়। এর আগের শুনানিগুলিতে অভিযুক্তদের তরফে তাদের আইনজীবীরা চার্জশিটের কপি পেতে আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত তা দেওয়া হয়।
    গত ৯ আগষ্ট আদালতে অনুপ মাজি ওরফে লালা সহ মোট ৪৯ জন হাজির ছিলেন।
    প্রসঙ্গতঃ, ৯ আগষ্টের আগে গত ৩ জুলাই এই মামলার চার্জ গঠন করার কথা ছিলো। কিন্তু সেদিন দুই কয়লা কারবারি তারকেশ্বর মন্ডল ও মহঃ সাকিল গরহাজির থাকায় সেদিন তা সম্ভব হয়নি। এই দুজনের নাম সিবিআইয়ের পেশ করা দ্বিতীয় সাপ্লিমেন্টারী চার্জশিটে আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
    এখন দেখার, শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি কয়লা পাচার মামলায় চার্জ গঠন বা ফ্রেম করতে পারে কিনা।

  • জাল আগ্নেয়াস্ত্র লাইলেন্স চক্র চালানোর অভিযোগ, গ্রেফতার চার, উদ্ধার স্ট্যাম্প সহ একাধিক সামগ্রী

    জাল আগ্নেয়াস্ত্র লাইলেন্স চক্র চালানোর অভিযোগ, গ্রেফতার চার, উদ্ধার স্ট্যাম্প সহ একাধিক সামগ্রী

    পাবলিক নিউজঃ ডেস্ক দূর্গাপুর:-, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের দূর্গাপুরের কোকওভেন থানায় গত আগস্ট মাসে একটি অভি্যোগ দায়ের হয়েছিলো। সেই অভিযোগের ভিত্তিতে কোকওভেন থানার পুলিশ তদন্ত শুরু করে । সেই তদন্তেই পুলিশ সাফল্য পায় । মোট চারজনকে গ্রেফতার করা হয়। যারা এই জাল লাইসেন্সের চক্র চালাতো। গ্রেফতারের পরে তাদের কাছ হতে একটি আগ্নেয়াস্ত্র সহ ৩৪টি স্ট্যাম্প ও স্ট্যাম্প প্যাড পাওয়া যায়। উদ্ধার হওয়া স্ট্যাম্পে কালি লেগে থাকায় প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এগুলি ব্যবহার করা হয়েছে।এই চক্রের কাজ ছিল আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেওয়া টাকার নিয়ে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি( ইষ্ট) অভিষেক গুপ্তা। তিনি আরো বলেন, গোটা অভিযোগের তদন্ত এখনো চলছে। সবটা এখনো পরিস্কার নয়। আরো তদন্ত করে দেখা যাবে কি কি উপায়ে এরা এই ব্যবসা চালাতো। তবে মনে করা হচ্ছে এই চক্র জাল লাইসেন্স দেওয়ার পাশাপাশি বেআইনি আগ্নেয়াস্ত্রও সরবরাহ করতো।
    এই চক্রের সঙ্গে বিহারের গ্যাং যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু আসানসোলে নয় এই চক্রের দুর্গাপুরের ঘাঁটি গেড়েছে।
    ডিসিপি (ইষ্ট) বলেন, বিহারের বক্সার জেলার ধর্মেন্দ্র উপাধ্যায় (মূল অভিযুক্ত) ও ভিকি যাদব অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রি র সাথে যুক্ত । এছাড়াও দুজন রয়েছে। তারা হলো আসানসোল দক্ষিণ থানার রাকেশ বার্নওয়াল ও কৈলাশ সোনার। এরা যোগাযোগ কারী হিসাবে কাজ করতো ।ডিসিপি বলেন, তদন্তে করে দেখা হচ্ছে এরা আগ্নেয়াস্ত্র সহ জাল লাইসেন্স বিক্রি করতো, না কিম্বা চুরি করা আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স করে বিক্রি করতো। তিনি জানিয়েছেন, বিহারের ১৬ টি জেলা ও বাংলার ৮টি জেলার জাল স্টাম্প রয়েছে। গোটা বিষয়টি জেলাশাসকদের ও পুলিশ কমিশনারদের জানানো হয়েছে। চক্রের পর্দাফাঁস করে এই গ্রেফতারিকে পুলিশের একটা বড় সাফল্য বলে এদিন সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিক দাবি করেন। ধৃতদেরকে সাতদিনের রিমান্ডে নিয়ে, এই চক্রের যুক্ত বাকিদেরকে গ্রেফতার করতে জেরা করা হচ্ছে।

  • पश्चिम बर्धमान जिले के कंज्यूमर अफेयर्स डिपार्टमेंट की तरफ से  आसनसोल बाजार में विभिन्न दुकानों मे अधिकारियों द्वारा संयुक्त रूप से अभियान चलाया गया

    पश्चिम बर्धमान जिले के कंज्यूमर अफेयर्स डिपार्टमेंट की तरफ से  आसनसोल बाजार में विभिन्न दुकानों मे अधिकारियों द्वारा संयुक्त रूप से अभियान चलाया गया

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल:–पश्चिम बर्धमान जिले के कंज्यूमर अफेयर्स डिपार्टमेंट की तरफ से आज आसनसोल बाजार में विभिन्न विभागों के अधिकारियों द्वारा संयुक्त रूप से अभियान चलाया गया इस बारे में‌ पत्रकारों पर जानकारी देते हुए कंज्यूमर अफेयर्स विभाग के कंज्यूमर वेलफेयर ऑफीसर सुब्रतो घोष ने बताया थे कंज्यूमर अफेयर्स विभाग का एक काउंसिल है जिसे डिस्टिक कंज्यूमर प्रोटक्शन काउंसिल कहा जाता है जिसके अध्यक्ष और जिले के जिला शासक हैं उनके निर्देश पर आज आसनसोल बाजार में यह अभियान चलाया गया जिसमें कंज्यूमर अफेयर्स विभाग के अधिकारी फूड सेफ्टी मेट्रोलॉजिकल डिपार्टमेंट के अधिकारी उपस्थित है यहां पर दुकानदारों को जागरूक किया गया साथी ग्राहकों को भी जागरूक किया गया उन्होंने कैश मेमो के इस्तेमाल खाने के दुकानों पर स्वच्छता बरतने पर ध्यान दिया इसके साथ ही और भी कई चीजों को लेकर दुकानदारों और ग्राहकों को जागरूक किया गया ताकि आने वाले समय में दुकानदार और ग्राहक किसी को भी कोई परेशानी ना हो और पारदर्शिता के साथ दुकानदार अपना व्यवसाय कर सके उन्होंने कहा कि मोटे तौर पर देखा गया कि सभी दुकानदार नियमों का पालन करते हुए अपना व्यापार कर रहे हैं कुछ एक दुकानदारों को सावधान किया गया जिन्होंने कहा कि आने वाले समय में वह अपनी गलतियों को सुधार लेंगे

  • অন্ডাল বিমানবন্দরে চাঞ্চল্য / যাত্রীর লাগেজ থেকে উদ্ধার একটি দেশি রিভলভার ও ৬ রাউন্ড কার্তুজ, ধৃত ২

    অন্ডাল বিমানবন্দরে চাঞ্চল্য / যাত্রীর লাগেজ থেকে উদ্ধার একটি দেশি রিভলভার ও ৬ রাউন্ড কার্তুজ, ধৃত ২

    পাবলিক নিউজঃ ডেস্ক অন্ডাল :-বিমানের উঠার আগে পরীক্ষার সময় যাত্রীর সঙ্গে থাকা লাগেজ থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যাত্রীর সাথে থাকা ল্যাগেজ থেকে উদ্ধার হয়েছে ১ টি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ। অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ধৃত দুজন যাত্রী পাশের জেলা বীরভূমের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

    জানা গেছে, বৃহস্পতিবার সকালে মুম্বাই যাওয়ার বিমান ধরতে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন সাজেদ সুলেমান মল্লিক ও মহঃ ইকবাল নামের দুই যাত্রী। সম্পর্কে এই দুজন আত্মীয় বলে জানা গেছে । বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা এই দুজন বলে পুলিশ সূত্রে জানা গেছে । তাদের সঙ্গে ছিল চারটি ল্যাগেজ। বিমানে উঠার আগে নিয়ম মতো বিমানবন্দরের ভেতর লাগেজে থাকা জিনিসপত্রের তল্লাশি করা হচ্ছিলো। সেই সময় তাদের সাথে থাকা একটি ল্যাগেজের মধ্যে একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায় বলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে খবর।
    খবর দেওয়া অন্ডাল থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ বিমানবন্দরে আসেন।
    বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র সহ ঐ দুই যাত্রীকে আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় অন্ডাল থানার পুলিশের হাতে।
    এরপর তাদেরকে অন্ডাল থানায় নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে, কি উদ্দেশ্যে এই দুজন আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল তা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। জেরা করা হচ্ছে দুজনকে।
    স্বাভাবিক ভাবেই যাত্রীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দর চত্বরে ছড়িয়েছে পড়ে ব্যাপক চাঞ্চল্য।
    পুলিশের এক আধিকারিক বলেন, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা কিসের জন্য আগ্নেয়াস্ত্র সহ বিমানে যাচ্ছিলো তা জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।