

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার সকালে আসানসোল পৌঁছালেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকার তাকে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ডিআরএম সহ বিভিন্ন আধিকারিকরা তাকে সম্বর্ধনা জানান। জিএম আসানসোল ডিআরএম দপ্তরের কর্মীদের মধ্যে উপহার তুলে দিলেন, স্বচ্ছতা হি সেবা কার্যক্রমে অংশগ্রহণ করে ডিআরএম দপ্তরের বিভিন্ন জায়গায় পরিস্কার করান।

তিনি জানান আসানসোল ও মালদার সাংসদদের সাথে বৈঠকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা করা হয়, স্টেশনে স্টলের সংখ্যা বৃদ্ধি, এক্সকেলেটার, লিফট সহ যাত্রী সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে তাছাড়া রেলওয়ে পরিচালিত স্কুলে রেলওয়ে কর্মচারী ছাড়া সাধারণ জনগণের বাচ্চাদের জন্য ভর্তির ব্যাপারে আবেদন এসেছে সে বিষয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।


আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা হাওড়া – গয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথ বেনারস পর্যন্ত করার দাবি রাখেন এবং মালদার সাংসদ মালদা স্টেশনকে আরো উন্নত করার দাবি করেন এবং যাত্রী স্বাচ্ছন্দ বৃদ্ধি করার দাবি রাখা হয়। জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকার জানান তিনি সব দাবি লিপিবদ্ধ করেছেন এবং সেসব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
