Category: BANGLA

  • বুদ্ধি মত্তার পরিচয় দিয়ে প্রসূতিকে আগুন থেকে বাঁচালো গাড়ী চালক।

    বুদ্ধি মত্তার পরিচয় দিয়ে প্রসূতিকে আগুন থেকে বাঁচালো গাড়ী চালক।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতাল থেকে কিছু দূরে গৌরান্ডীর গাড়ী চালক তার গাড়ীতে থাকা প্রসূতি মাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে নিরাপদে জেলা হাসপাতালে নিয়ে যায়। গাড়ীর চালক জিতেন রুইদাস জানান তিনি গৌরান্ডী থেকে এক গর্ভবতী মহিলাকে নিয়ে জেলা হাসপাতালে আসার সময় হাসপাতাল থেকে কিছু দূরে তার মনে হয় গাড়ীতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাবে তিনি তাড়াতাড়ি সিট বেল্ট ছিড়ে গাড়ীতে থাকা গর্ভবতী মহিলা একজন সিষ্টার ও বাড়ীর লোকদের নিরাপদে জেলা হাসপাতালে ভর্তি করে দেই তারপর এসে দেখি গাড়ীটা আগুনে পুড়ো ভস্মীভূত হয়ে গেছে।

    স্থানীয় বাসিন্দা আশিষ কুমার দাঁ জানান তিনি ঘর থেকে দেখতে পান তার বাড়ীর বিপরীতে একটা গাড়ী দাঁড়িয়ে আছে এবং সেটাতে আগুন লেগে গেছে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছে কিন্তু আগুনে গাড়ীর টায়ার বিকট আওয়াজ করে ফাঁটছিল সেই ভয়ে কেউ কাছে যায় নি কিছুক্ষণ পর দমকলের কর্মীরা এসে আগুন নেভায়। দমকল দপ্তরের আসানসোল শাখার সাব অফিসার তাপস ঘোষ জানান তাদের দপ্তরে ফোন আসলে তারা তাড়াতাড়ি চলে আসে এসে শোনা যায় গাড়ীতে রুগীসহ চারজন ছিল গাড়ীতে আগুন লাগার সাথে সাথে কাঁচ ভেঙে রুগীকে উদ্ধার করে টোটো করে জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে গাড়ীর চালক খুব সাহসী পদক্ষেপ নিয়েছিল দেখে আজ ভয়ঙ্কর ঘটনা থেকে রুগীসহ এলাকাবাসীরা রক্ষা পেল।

  • আসানসোল সিবিআই আদালতে ১৮ বছর পরে সাজা ঘোষণা / রানিগঞ্জ ডাকঘর আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত / সহকারী পোস্ট মাস্টারের তিন বছরের সশ্রম কারাদণ্ড

    আসানসোল সিবিআই আদালতে ১৮ বছর পরে সাজা ঘোষণা / রানিগঞ্জ ডাকঘর আর্থিক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত / সহকারী পোস্ট মাস্টারের তিন বছরের সশ্রম কারাদণ্ড

    পাবলিক নিউজঃ আসানসোল:– বছর আগে হওয়া রানিগঞ্জ ডাকঘর বা পোস্ট অফিস ২০০ কোটি আর্থিক কেলেঙ্কারির একটি মামলায় সোমবার সাজা ঘোষণা হলো আসানসোল বিশেষ সিবিআই আদালতে। সাজা প্রাপ্ত দ্বীগবিজয় মুখোপাধ্যায় রানিগঞ্জ পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার ছিলেন। সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির তিন বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। তাকে ২ লক্ষ টাকা জরিমানা দিতে দেন। সেই জরিমানা অনাদায়ে দোষী সাব্যস্ত হওয়া সহকারী পোস্ট মাস্টারকে আরো ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় মোট ৬৯ জন সাক্ষী দিয়েছেন। সিবিআই পিসি আইনের ( প্রিভেনশন অফ করাপশন এ্যাক্ট) ৩৯/২ (১) নং ধারায় মামলা করেছিলো। এই মামলায় দোষী সাব্যস্ত সহকারী পোস্ট মাস্টারের স্ত্রীও অন্যতম অভিযুক্ত হিসাবে ছিলেন। কিন্তু এই মামলা চলাকালীন তিনি মারা গেছেন।

    সিবিআই আদালত সূত্রে জানা গেছে, সাজা প্রাপ্ত পোষ্ট মাস্টার এই রায়ের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন। এই মামলায় সিবিআইয়ের পিপি বা সরকারি আইনজীবী হিসেবে ছিলেন রাকেশ কুমার।
    জানা গেছে, সিবিআই এই মামলায় তদন্ত করতে নেমে এই সহকারী পোস্ট মাস্টারের ৫৩ লক্ষ টাকার আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছিলো। এই সম্পত্তি তার কোথা থেকে এলো, তার কোন সদুত্তর তিনি সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের দিতে পারেননি বলে জানা গেছে। সিবিআই সূত্রে জানা যায়, এই পোস্ট মাস্টারের একাধিক আত্মীয় পরিজনদের নামে ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট বা এনএসপি ও কিষাণ বিকাশ পত্র বা কেবিপি হদিশ পাওয়া গেছিলো।

    সিবিআই সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে রানিগঞ্জ পোস্ট অফিসে ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়। পরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ২০০৬ সালে এই কেলেঙ্কারির তদন্তের দায়িত্ব পায়। তারা সবমিলিয়ে ১১ টি মামলা করেছিলো। তার মধ্যে এখনো পর্যন্ত দুটো মামলার শুনানি শেষে রায় ঘোষণা করা হয়েছে। সোমবার যে সাজা ঘোষণা করা হয়েছে, সেটি দ্বিতীয় মামলা। যাতে ১৮ বছর পরে অভিযুক্ত সহকারী পোস্ট মাস্টারের তিন বছর সশ্রম কারাদণ্ড হলো।

  • আসানসোলের হিরাপুর থানার পুলিশের তৎপরতা / ঘন্টা দেড়েকের মধ্যেই উদ্ধার খোয়া যাওয়া ১ লক্ষ টাকার সোনার গয়না সহ ব্যাগ

    আসানসোলের হিরাপুর থানার পুলিশের তৎপরতা / ঘন্টা দেড়েকের মধ্যেই উদ্ধার খোয়া যাওয়া ১ লক্ষ টাকার সোনার গয়না সহ ব্যাগ

    পাবলিক নিউজঃ বার্ণপুর:– আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার পুলিশের তৎপরতায় ঘন্টা দেড়েকের মধ্যেই উদ্ধার হল দম্পতির খোয়া যাওয়া ১ লক্ষ টাকার সোনার গয়না সমেত ব্যাগ। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বার্ণপুর শহরে।
    পুলিশ সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় এলাকার বাসিন্দা লালবাবু রায় পুজোর কেনাকাটা করতে সস্ত্রীক আসানসোলে আসেন। এরপর তিনি তার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে দুপুর নাগাদ টোটো করে আসানসোলের বার্ণপুরের চিত্রা সিনেমা মোড়ের কাছে গ্যালাক্সি মলে আসেন। এরপর কোন কারণে তাড়াহুড়োয় অসাবধানতায় তিনি টোটো থেকে নামার সময় গয়না সমেত ব্যাগটি নিতে ভুলে যান।

    টোটো থেকে নামার কিছুক্ষণের মধ্যেই তিনি তার ব্যাগ ভুলে যাওয়ার ব্যাপারটি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তিনি ঐ টোটোর খোঁজ করতে থাকেন। কিন্তু গ্যালাক্সি মল চত্বরে তিনি ঐ টোটোর কোন খোঁজ পাননি। এরপরে দুপুর দুটো নাগাদ তিনি হিরাপুর থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। হিরাপুর থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সমস্ত সোর্সকে কাজে লাগিয়ে টোটোর খোঁজ করতে বলে। পাশাপাশি গ্যালাক্সি মল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।

    এরপরেই হিরাপুর থানার পুলিশ কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই বার্নপুর স্টেশন রোড চত্বর থেকে টোটোর খোঁজ মেলে। টোটো থেকে খোয়া যাওয়া ব্যাগ সহ সোনার গয়না উদ্ধার করা হয়। ঘন্টা কয়েকের মধ্যে খোয়া যাওয়া গয়না সমেত ব্যাগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রায় দম্পতি। এরজন্য হিরাপুর থানার পুলিশকে ধন্যবাদ জানান রায় দম্পতি।

  • রাণীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার।

    রাণীগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– মঙ্গলবার সকালে রাণীগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা ভীর করে রাখে। স্থানীয় বাসিন্দা জানান আজ সকালে তিনি খবর পান বাস স্ট্যান্ডের কাছে আনুমানিক ৪৫ বছরের এক ব্যাক্তি মৃত অবস্থায় পড়ে আছে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে ।

    মৃতর কাছ থেকে আধার কার্ড পাওয়া গেছে সেখানে তার বাড়ীর ঠীকানা ধানবাদের রয়েছে তবে মনে হচ্ছে আচমকা পড়ে যাওয়াতে মাথায় আঘাত লেগে মাথা ফেটে গিয়ে রক্তপাত হয়েছে।

    পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যাক্তির নাম হারাধন পাতর ৫১ বছর বয়স বাড়ী ঝাড়খণ্ড জেলার বারমাসিয়া ব্যাংক মোড় কোন কারণে গাড়ীতে ধাক্কা মারলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অচৈতন্য হয়ে অত্যাধীক রক্তক্ষরণের কারণে মারা গেছেন।

  • সোমবার রাত্রে বৃষ্টির মধ্যে মাঠে পায়খানা করতে গেলে হঠাৎ বাজ পড়ে মারা যায় ২১ বছরের দীপক

    সোমবার রাত্রে বৃষ্টির মধ্যে মাঠে পায়খানা করতে গেলে হঠাৎ বাজ পড়ে মারা যায় ২১ বছরের দীপক

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সোমবার রাত্রে বৃষ্টির মধ্যে মাঠে পায়খানা করতে গেলে হঠাৎ বাজ পড়ে মারা যায় ২১ বছরের দীপক পাশওয়ান তাকে জেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীনা কুমারী হাঁসদা জানান তার এলাকার বাসিন্দা ২১ বছরের দীপক পাশওয়ান রাত্রে পায়খানা করতে গেলে সাথে মোবাইলে কথা বলছিল সেই সময় হঠাৎ বাজ পড়লে অচৈতন্য হয়ে গেলে এলাকাবাসীরা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্য চেষ্টা করা হবে এবং সরকারের থেকেও অনুদানের আবেদন করা হবে।

    অন্যদিকে ৩৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান তার ভাগ্নে এখানে থাকতো গতকাল রাত্রে পায়খানা করতে গিয়ে হঠাৎ বাজ পড়াতে অচৈতন্য হয়ে গেলে তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবক অন্ডাল থানার জামবাঁধ কোলিয়ারীর বাসিন্দা সে আসানসোলের ৩৮ নং ওয়ার্ডের কালিপাহাড়ীরতে আত্মীয়র বাড়ীতে থাকতো পায়খানা করার সময় মোবাইল ফোনে কথা বলার সময় বাজ পড়লে অচৈতন্য হয়ে গেলে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • মানসিক অবসাদে আত্মঘাতী টোটোচালক।

    মানসিক অবসাদে আত্মঘাতী টোটোচালক।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– রাণীগঞ্জ থানার শিশুবাগান কোড়াপাড়ার বাসিন্দা ৩৯ বছরের রাজ কুমার দত্ত ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে। রাজ কুমার দত্তর আত্মীয় ফনি গোস্বামী জানান মৃত যুবক টোটো চালক গতকাল রাত্রে টোটো বন্ধ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে মঙ্গলবার সকালে টোটো মালিক তাকে ঘরে ডাকলে সাড়া না পেয়ে তার ছেলেকে নিয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে নিয়েছে।

    খবর পেয়ে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত ঘটনাস্থলে আসেন তিনি জানান বর্তমানে কম বয়সী ছেলেমেয়েরা সব আত্মঘাতী হচ্ছে, সরকার থেকে বেকার যুবকযুবতীদের জন্য অনেক প্রকল্প এনেছেন সেসব সুবিধা নিয়ে সবাই সাবলম্বী হলে আত্মহত্যার প্রবনতা কমে যাবে সে বিষয়ে সচেতন করা হচ্ছে। সরকার এবং দল থেকে চেষ্টা করা হচ্ছে আর্থিক অনুদান দেবার।

  • আসানসোলে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার বিভিন্ন বিষয় নিয়ে আসানসোল এবং মালদার সাংসদ ও ডিআরএম দের নিয়ে বৈঠক করলেন।

    আসানসোলে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার বিভিন্ন বিষয় নিয়ে আসানসোল এবং মালদার সাংসদ ও ডিআরএম দের নিয়ে বৈঠক করলেন।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার সকালে আসানসোল পৌঁছালেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকার তাকে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ডিআরএম সহ বিভিন্ন আধিকারিকরা তাকে সম্বর্ধনা জানান। জিএম আসানসোল ডিআরএম দপ্তরের কর্মীদের মধ্যে উপহার তুলে দিলেন, স্বচ্ছতা হি সেবা কার্যক্রমে অংশগ্রহণ করে ডিআরএম দপ্তরের বিভিন্ন জায়গায় পরিস্কার করান।

    তিনি জানান আসানসোল ও মালদার সাংসদদের সাথে বৈঠকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা করা হয়, স্টেশনে স্টলের সংখ্যা বৃদ্ধি, এক্সকেলেটার, লিফট সহ যাত্রী সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে তাছাড়া রেলওয়ে পরিচালিত স্কুলে রেলওয়ে কর্মচারী ছাড়া সাধারণ জনগণের বাচ্চাদের জন্য ভর্তির ব্যাপারে আবেদন এসেছে সে বিষয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।

    আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা হাওড়া – গয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা পথ বেনারস পর্যন্ত করার দাবি রাখেন এবং মালদার সাংসদ মালদা স্টেশনকে আরো উন্নত করার দাবি করেন এবং যাত্রী স্বাচ্ছন্দ বৃদ্ধি করার দাবি রাখা হয়। জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকার জানান তিনি সব দাবি লিপিবদ্ধ করেছেন এবং সেসব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।