

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার দুপুরে আসানসোল জেলা হাসপাতাল থেকে কিছু দূরে গৌরান্ডীর গাড়ী চালক তার গাড়ীতে থাকা প্রসূতি মাকে ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করে নিরাপদে জেলা হাসপাতালে নিয়ে যায়। গাড়ীর চালক জিতেন রুইদাস জানান তিনি গৌরান্ডী থেকে এক গর্ভবতী মহিলাকে নিয়ে জেলা হাসপাতালে আসার সময় হাসপাতাল থেকে কিছু দূরে তার মনে হয় গাড়ীতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাবে তিনি তাড়াতাড়ি সিট বেল্ট ছিড়ে গাড়ীতে থাকা গর্ভবতী মহিলা একজন সিষ্টার ও বাড়ীর লোকদের নিরাপদে জেলা হাসপাতালে ভর্তি করে দেই তারপর এসে দেখি গাড়ীটা আগুনে পুড়ো ভস্মীভূত হয়ে গেছে।


স্থানীয় বাসিন্দা আশিষ কুমার দাঁ জানান তিনি ঘর থেকে দেখতে পান তার বাড়ীর বিপরীতে একটা গাড়ী দাঁড়িয়ে আছে এবং সেটাতে আগুন লেগে গেছে স্থানীয়রা জল দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছে কিন্তু আগুনে গাড়ীর টায়ার বিকট আওয়াজ করে ফাঁটছিল সেই ভয়ে কেউ কাছে যায় নি কিছুক্ষণ পর দমকলের কর্মীরা এসে আগুন নেভায়। দমকল দপ্তরের আসানসোল শাখার সাব অফিসার তাপস ঘোষ জানান তাদের দপ্তরে ফোন আসলে তারা তাড়াতাড়ি চলে আসে এসে শোনা যায় গাড়ীতে রুগীসহ চারজন ছিল গাড়ীতে আগুন লাগার সাথে সাথে কাঁচ ভেঙে রুগীকে উদ্ধার করে টোটো করে জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে গাড়ীর চালক খুব সাহসী পদক্ষেপ নিয়েছিল দেখে আজ ভয়ঙ্কর ঘটনা থেকে রুগীসহ এলাকাবাসীরা রক্ষা পেল।


















