Category: BANGLA

  • বার্ণপুরের পূজা কমিটিদের নিয়ে সমন্বয় সভা হীরাপুর থানার পুলিশ।

    বার্ণপুরের পূজা কমিটিদের নিয়ে সমন্বয় সভা হীরাপুর থানার পুলিশ।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার সন্ধ্যায় বার্ণপুরের স্টেশন রোডের প্রাদেশিক ক্লাব প্রাঙ্গণে হীরাপুর থানার পক্ষ থেকে বার্ণপুর এলাকার সব দূর্গাপূজা কমিটিদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়।

    পূজার নিয়ম নিয়ে সরকারি নির্দেশ সম্বন্ধে সব পূজা কমিটিকে অবগত করান, সরকারি অনুদানের কিছু অংশ জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য ব্যায় করার পরামর্শ দেওয়া হয় তাছাড়া পূজা প্যান্ডেলে ভক্তদের প্রতিমা দর্শনের অসুবিধা সহ নিরাপত্তা ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

    প্রয়োজনে নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবক বাড়াবার পরামর্শ দেওয়া হয়, পূজা প্যান্ডেল থেকে দূরে পার্কিং করার কথা বলা হয়েছে যাতে দর্শনার্থীরা ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি সন্দীপ কাড়া, এসিপি ঈপ্সিতা দত্ত, এসিপি ট্রাফিক প্রসেনজিৎ মাজি, স্টেশন ইনচার্জ এস এস ঠাকুর, প্রবীর ধর, রাজ্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, ইস্কোর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, টাউন সার্ভিস দপ্তরের প্রতিনিধিরা এবং বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর ও দূর্গাপূজা কমিটির প্রতিনিধিরা।

  • আসানসোল শহরে মধ্য রাতে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো দুই

    আসানসোল শহরে মধ্য রাতে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো দুই

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– ব্যাবসায়ীর বাড়ীতে দুস্কৃতি হামলা, অভিযোগ থানায়।বুধবার রাত্রে আসানসোলের হোটেল ব্যাবসায়ীর বাড়িতে আচমকা দুস্কৃতিরা হামলা চালায় কেউ আহত না হলেও বাড়ীতে বারান্দার, জানলার সব কাঁচ ভেঙে গেছে। আসানসোল শহরের হোটেল ব্যাবসায়ী মহেন্দ্র কুন্দরা জানান বুধবার এগারোটা নাগাদ হঠাৎ তার বাড়ীতে ইট পাথর ছোড়া শুরু হয়, বারান্দায় কাঁচের দরজা, কাঁচের জানালা সব ভেঙে যায় তিনি আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি জানান সম্প্রতি আসানসোল ক্লাবের নির্বাচনের দিন কিছু অশান্তি হয় সেই কারণে হয়তো ভয় দেখাবার জন্য এই হামলা। তিনি আশঙ্কা করছেন আগামী দিনে তাকে হয়তো রাস্তায় হামলা করতে পারে। আসানসোল দক্ষিণ থানার আধিকারিক তদন্ত করছেন। আসানসোল শহরে মধ্য রাতে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো দুই


    অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। বুধবার রাত তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী মনিন্দর কুন্দ্রার বাড়িতে। হামলার গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ব্যবসায়ীর তরফে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরে বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাড়িতে যায়। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, দুই দূষ্কৃতি বাইরে থেকে ব্যবসায়ীর বাড়ির ভেতরে মদের বোতল ছুঁড়ে ফেলে। তাতে ব্যবসায়ীর বাড়ি ও গাড়ির বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীর দাবি।


    এই প্রসঙ্গে ব্যবসায়ী বলেন, রাত তিনটে নাগাদ দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি গাড়ি করে আমার বাড়ির সামনে আসে। তারা গাড়ি থেকে নেমে মদের বোতল ভেঙে আমার বাড়ির ফেলে দেওয়া হয়। তাতে আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক দূষ্কৃতির মাথায় হেলমেট পড়া ছিলো ও একজনের মুখ রুমালে ঢাকা ছিলো। সকালে ঘটনার আসানসোল দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তদন্তে আসে পুলিশ। তবে ঠিক কি কারণে এই ঘটনা তা তিনি পরিষ্কার করে বলতে পারেননি। তবে এই ঘটনায় একদিকে যেমন ব্যবসায়ীর পরিবারের সদস্য আতঙ্কিত হয়ে পড়েছেন, তেমনি গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
    পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঐ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে, জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনা কি কারণে হয়েছে।

  • তর্পনের আগে বার্ণপুরের দামোদর নদীর ঘাট মেরামত করা হবে।

    তর্পনের আগে বার্ণপুরের দামোদর নদীর ঘাট মেরামত করা হবে।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:- গত ১৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ এই সময়ে হিন্দু ধর্মের মানুষরা তাদের পূর্ব পুরুষদের আশীর্বাদ পেতে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন অনেকে পিতৃপক্ষতে বিহারের গয়াতে গিয়ে পূর্ব পুরুষদের আশীর্বাদ পেতে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধর কাজ করে থাকেন,কথিত আছে গয়ার ফল্গু নদী তর্পণ ও শ্রাদ্ধ করার উত্তম এবং প্রশস্ত । মহালয়ার দিন পিতৃপক্ষের অন্তিম দিন সেইদিন গয়াতে ফল্গু নদীতে তর্পণ করার জন্য ভীড় লক্ষণীয় তবে গয়ার ফল্গু নদী থেকে শুরু করে দেশের সব নদীর ঘাটে তর্পণ করা যায়।

    পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরের দামোদর নদীর ঘাটে আসানসোল শিল্পাঞ্চলের বাসিন্দারা সকাল থেকে নদীর ঘাটে তর্পণ করার উদ্দেশ্যে জমায়েত হন। আগামী ২ রা অক্টোবর তর্পনের দিন সেদিন পূণ্যর্থীদের কোন অসুবিধা না হয় তার আগে আসানসোল পৌরনিগমের ৭ নং বরোর চেয়ারম্যান শিবানন্দ বাউড়ীর নেতৃত্বে আসানসোল পৌরনিগমের কাউন্সিলর ও ইঞ্জিনিয়ার এবং সাফাই কর্মীরা বিভিন্ন ঘাট পরিদর্শন করে অবিলম্বে সব ঘাট মেরামত ও পরিস্কার করার নির্দেশ দিয়েছেন।

    বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ীর সাথে কাউন্সিলর দিলীপ ওরাং, গুরমিত সিং, দিলীপ কুমার ঠাকুর, চন্দন তিওয়ারি বিভিন্ন ঘাট পরিদর্শন করে তর্পনের আগে সব ঘাট পরিস্কার করার নির্দেশ দেওয়া হয়।

  • পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মবার্ষিকীতে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান, মেয়র পরিষদের সদস্য।

    পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মবার্ষিকীতে আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান, মেয়র পরিষদের সদস্য।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার আসানসোল আদালত চত্বরে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০৬ তম জন্মদিবস উপলক্ষে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানান।

    তিনি জানান পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্য আমরা বাংলা ভাষা শিখতে পেরেছি, তিনি প্রথম বিধবা বিবাহ আইন লাঘু করা, নারী শিক্ষা, সমাজের সবাইকে শিক্ষিত করার উপর জোর দিয়েছিলেন, বর্ণপরিচয় বই লিখে সমাজের সবাইকে শিক্ষিত করার প্রচেষ্টা, বিভিন্ন বই লেখা, সমাজের উন্নয়নের উপর জোর দিয়েছিলেন তার দেখানো পথে চলে আজ আমরা বুঝতে পারছি তার অবদান।

    মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে কিছু বলার ধৃষ্টতা নাই তাঁর সমাজের উন্নয়নের চিন্তাধারা আগামী প্রজন্ম তার উপর কৃতজ্ঞ থাকবে। মাল্যদান অনুষ্ঠানে কাউন্সিলর ববিতা দাস, গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডঃ পি কে দে সরকার সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

  • রানীগঞ্জের TDB কলেজ কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর সাথে কলেজে ভর্তি করার নাম করে তার কাছে টাকা চাওয়া ও সেই ছাত্রীকে নির্জনে নিয়ে বিক্ষোভে

    রানীগঞ্জের TDB কলেজ কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর সাথে কলেজে ভর্তি করার নাম করে তার কাছে টাকা চাওয়া ও সেই ছাত্রীকে নির্জনে নিয়ে বিক্ষোভে

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী রাণীগঞ্জ:– রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলেন্টিয়ার কলেজ কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রীর সাথে কলেজে ভর্তি করার নাম করে তার কাছে টাকা চাওয়া ও সেই ছাত্রীকে নির্জনে নিয়ে গিয়ে কলেজ চত্বরের মধ্যে শ্লীলতাহানি করেছে বলেই অভিযোগ তুলল এক ছাত্রীর বাবা-মা।তারা এই বিষয়ে কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হাতে একটি অভিযোগ পত্র তুলে দেয়। কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি। রানীগঞ্জ টিডিবি কলেজে তৃণমূলের ছাত্র পরিষদ পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে মিছিল করে কলেজের টিআইসি দরজা লাগিয়ে বিক্ষোভ দেখায়।

    তাদের দাবি কলেজের পাস আউট ও বহিরাগতরা কলেজের ক্যাম্পাসের ঢুকে বিভিন্ন রকম কার্যকলাপ ও ছাত্রীদের উপর দুষ্কর্ম করছে যার ফলে রানী কলেজ ও পার্টির বদনাম হচ্ছে অবিলম্বে বহিরাগতদের কলেজের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না এই দাবি নিয়ে টিআইসি অফিসে বিক্ষোভ দেখায় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে। একটি এমসিপি ছাত্রী জানান আমরা কলেজে নিরাপদ নয় যদি এই ধরনের বহিরাগতদের আড্ডা ও আনাগোনা থাকে তাহলে আমরা কিভাবে পড়াশোনা করব নিরাপত্তাহীনতায় ভুগছি। অবিলম্বে কলেজের পাস আউট ও বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিদাওয়া নিয়ে কলেজের টিআইসি অফিসে তৃণমূলের ছাত্র পরিষদ পক্ষ থেকে পক্ষ থেকে ধরনায় বসে।

  • পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ তাদের সমাজের বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ।

    পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ তাদের সমাজের বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ তাদের সমাজের বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ।বুধবার দুপুরে পশ্চিম বঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল বার করেন। আদিবাসী লোকশিল্পী সংঘ তাদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শাসক দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দিলেন। আদিবাসী লোকশিল্পী সংঘের দাবি আদিবাসী লোক শিল্পীদের যথাযোগ্য সম্মান দিতে হবে, তাদের পরিচয়পত্র দিতে হবে, সরকার থেকে তাদের ভাতা চালু করতে হবে তাছাড়া আদিবাসী লোকশিল্পীদের বিভিন্ন সরকারি কর্মশালায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।

    আদিবাসী লোকশিল্পীরা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে সরকারি প্রকল্পের প্রচার করলেও তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না তাই তাদের দাবি আদিবাসী লোক শিল্পীদের পরিচয়পত্র ও ভাতা চালু করতে হবে।

    তিলোত্তমার বিচারের দাবিতে আদিবাসী সম্প্রদায়ের জনগণ। গত আগষ্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ করার পর দোষীকে গ্রেপ্তার করা হলেও প্রকৃত দোষীদের বিচারের দাবিতে সারা বিশ্বের জনগণ সোচ্চার হয়েছে বুধবার আসানসোলের আদিবাসী সম্প্রদায়ের জনগণ তিলোত্তমার বিচারের দাবিতে পদযাত্রা করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান। আদিবাসী সম্প্রদায়ের জনগণের দাবি আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে যেভাবে খুন ও ধর্ষণ করা হয়েছে তা নিন্দনীয় ও পৈশাচিক প্রকৃত দোষীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে শুধু তিলোত্তমা নয় আদিবাসী সম্প্রদায়ের এক মহিলাকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে ধর্ষণকারীদের বিচারের দাবির সাথে আদিবাসী সম্প্রদায়ের জনগণকে সীকৃতি দিতে হবে তাদের আলচিকি ভাষাকে সরকারি সীকৃতীর দাবি নিয়ে এক স্মারকলিপি জমা দেওয়া হয়।

  • চিনাকুড়ি গুলি কাণ্ডে একজনকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

    চিনাকুড়ি গুলি কাণ্ডে একজনকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী/প্রকাশ দাস আসানসোল :–আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত চিনাকুড়িতে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যানের বাড়ির সামনেই চলল গুলি। গত শুক্রবার রাত ৯ টায় কুলটির চিনাকুড়ি 9/10 এলাকায় দুষ্কৃতীর গুলিতে গুলিবিদ্ধ এক ব্যক্তি।গুলিবিদ্ধ ব্যক্তি এখনও চিকিৎসাধীন।গুলিবিদ্ধ ব্যক্তির নাম কৃষ্ণা নোনিয়া, চিনাকুড়ি নোনিয়া বস্তির বাসিন্দা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


    এর পর ঘটনাস্থল চিনাকুড়ি এলাকায় দুষ্কৃতীদের তল্লাশিতে অভিযান চালায় কুলটি থানার নিয়ামতপুর পালি পুলিশ অবশেষে গতকাল অবশেষে গতকাল সোমবার রাত্রে এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। চিনাকুরি ননিয়া বস্তির বাসিন্দা গোপাল মাহাতো নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। আজ মঙ্গলবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং ৬ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ

  • আগামী ২৪ অক্টোবর শিখ সম্প্রদায়ের কৃতী ছাত্রছাত্রীদের রবীন্দ্র ভবনে পুরস্কৃত করা হবে।

    আগামী ২৪ অক্টোবর শিখ সম্প্রদায়ের কৃতী ছাত্রছাত্রীদের রবীন্দ্র ভবনে পুরস্কৃত করা হবে।

    আগামী ২৪ অক্টোবর আসানসোল রবীন্দ্র ভবনে আসানসোল সেন্ট্রাল গুরুদোয়ারা কমিটি এবং শিখ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শিখ সম্প্রদায়ের কৃতীদের পুরস্কৃত করা হবে বলে জানান মনজিৎ সিং। তিনি জানান শিখ সম্প্রদায়ের কৃতীদের উৎসাহিত করার জন্য প্রত্যেক বছর পুরস্কৃত করা হয়, শিখ সম্প্রদায়ের প্রবীণদের সমাজের ভালো কাজ করার জন্য পুরস্কৃত করা হবে, শিখ সম্প্রদায়ের মহিলারা শিখ ধর্মের প্রচারের উৎসাহিত করার জন্য পুরস্কৃত করা হবে।

    আসানসোল শিখ ওয়েলফেয়ার সোসাইটির এই অনুষ্ঠানে ঝাড়খন্ডের শিখ সম্প্রদায়ের গুরু কী ফৌজের সভাপতি উপস্থিত থাকবেন।

  • আসনসোলে অষ্টম তম ইষ্টার্ন জোন সুটিং প্রতিযোগিতা উদ্বোধন করলেন সাংসদ।

    আসনসোলে অষ্টম তম ইষ্টার্ন জোন সুটিং প্রতিযোগিতা উদ্বোধন করলেন সাংসদ।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার আসানসোল রাইফেল ক্লাবে অষ্টম তম ইষ্টার্ন জোন সুটিং প্রতিযোগিতা শুরু হলো রাইফেল এবং পিস্তল দুটো বিভাগের প্রতিযোগিতা হবে। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এই প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে আসানসোল রাইফেল ক্লাবের ভূয়সী প্রশংসা করার সাথে তিনি রাইফেল প্রশিক্ষণের জন্য বিভিন্ন জায়গায় থেকে আসা শিক্ষার্থীদের জন্য হষ্টেল তৈরী করার প্রতিশ্রুতি দিলেন।

    তিনি জানান রাইফেল ক্লাবের সভাপতি বিরেন্দ্র কুমার ঢাল তাকে এই হষ্টেলের আবেদন করেন আগামী দিনে তিনি এসে হষ্টেল তৈরী করার জন্য অনুদান দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন।

  • বৃষ্টির মধ্যে বিভিন্ন দোকানে হানা।

    বৃষ্টির মধ্যে বিভিন্ন দোকানে হানা।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী কুলটি:- বুধবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি তারই মধ্যে বরাকর, নিয়ামতপুর বাজারে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা হানা দেয়। বরাকর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা হানাতে সরকারি আধিকারিকদের সাথে ছিলেন।

    সরকারি আধিকারিকরা বিভিন্ন খাবার দোকান থেকে শুরু করে মুদির দোকান এবং মিষ্টির দোকানের গুদাম পরিদর্শন করলেন এবং তাদের সাবধান বাণী দিয়ে তাদের নির্দেশ দিয়েছেন খাবারের জিনিস সুরক্ষিত রাখতে এবং প্যাকেটজাত খাবারের তৈরী করা ও এক্সপেয়ারী ডেট ভালোভাবে পরীক্ষা করে নিতে।

    চেম্বার অফ কমার্সের প্রতিনিধি জানান হানার ফলে জনগণকে সচেতন করা এবং জনগণকে সুরক্ষিত করা, সরকারি আধিকারিকদের হানাতে তারা খুশী ও সরকারি সিদ্ধান্তের প্রশংসা করলেন।