
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার সন্ধ্যায় বার্ণপুরের স্টেশন রোডের প্রাদেশিক ক্লাব প্রাঙ্গণে হীরাপুর থানার পক্ষ থেকে বার্ণপুর এলাকার সব দূর্গাপূজা কমিটিদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়।

পূজার নিয়ম নিয়ে সরকারি নির্দেশ সম্বন্ধে সব পূজা কমিটিকে অবগত করান, সরকারি অনুদানের কিছু অংশ জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য ব্যায় করার পরামর্শ দেওয়া হয় তাছাড়া পূজা প্যান্ডেলে ভক্তদের প্রতিমা দর্শনের অসুবিধা সহ নিরাপত্তা ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।


প্রয়োজনে নিরাপত্তা কর্মী এবং স্বেচ্ছাসেবক বাড়াবার পরামর্শ দেওয়া হয়, পূজা প্যান্ডেল থেকে দূরে পার্কিং করার কথা বলা হয়েছে যাতে দর্শনার্থীরা ভালোভাবে প্রতিমা দর্শন করতে পারেন। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসি সন্দীপ কাড়া, এসিপি ঈপ্সিতা দত্ত, এসিপি ট্রাফিক প্রসেনজিৎ মাজি, স্টেশন ইনচার্জ এস এস ঠাকুর, প্রবীর ধর, রাজ্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, ইস্কোর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, টাউন সার্ভিস দপ্তরের প্রতিনিধিরা এবং বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর ও দূর্গাপূজা কমিটির প্রতিনিধিরা।






























