Category: BANGLA

  • আসানসোলের স্কুলে চারটি নতুন ক্লাসরুমের উদ্বোধন……. আসানসোল,

    আসানসোলের স্কুলে চারটি নতুন ক্লাসরুমের উদ্বোধন……. আসানসোল,

    পাবলিক নিউজ ডেস্ক :– আসানসোল চেলিডাঙ্গা বয়েজ হাইস্কুলে “রাউন্ড টেবিল ইন্ডিয়া” নামে সংগঠনের পক্ষ থেকে চারটি নতুন শ্রেণীকক্ষ বা ক্লাসরুম তৈরি করা হয়েছে। সেই ক্লাসরুমের উদ্বোধন উপলক্ষে রবিবার স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শ্যাম সুন্দর আগরওয়াল, সাগর আগরওয়াল, অঙ্কিত আগরওয়াল, অনুরাগ মিত্তল এবং রাহুল খাড়কিয়া উপস্থিত ছিলেন। স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ পূর্ণ চন্দ্র ঘোষ তাদের অভ্যর্থনা জানান। এই উপলক্ষে স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অতিথিদের রবীন্দ্র সঙ্গীত এবং স্বাগত সঙ্গীত দিয়ে স্বাগত জানানো হয়। এরপর স্কুলের পক্ষ থেকে তাদের ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজীব মুখোপাধ্যায় ।
    স্কুলের অধ্যক্ষ বলেন, এই স্কুলে ১২০০ র মতো পড়ুয়া পড়াশোনা করে। আমাদের এত পড়ুয়ার জন্য পর্যাপ্ত শ্রেণীকক্ষ ছিল না। শিক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে সংগঠনের পক্ষ থেকে চারটি নতুন কক্ষ তৈরি করা হয়েছে। এর জন্য, স্কুলের পক্ষ থেকে, আমরা প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই। এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। এরপরে, ফিতে কেটে নতুন কক্ষের উদ্বোধন করা হয়। শিক্ষক এবং অতিথিরা স্কুল চত্বরে বৃক্ষরোপণ করেন।

  • মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাঁদের কাছে উদ্ধার হয় চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা

    মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাঁদের কাছে উদ্ধার হয় চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা

    পাবলিক নিউজ ডেস্ক –: মঙ্গলবার আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্ট সংলগ্ন এক লাইন হোটেলের সামনে থেকে দুই জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ তাঁদের কাছে উদ্ধার হয় চারটি ব্যাগে প্রায় ২৬কেজি গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে এই দুই মহিলা ঝাড়খন্ডের দিক থেকে কোনো বাসে করে এসে নেমেছিলো এই লাইন হোটেলের সামনে।ধৃতরা দুই জন মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গেছে।ধৃতদের নাম সারিফা বিবি,আঙ্গুরা বিবি।বুধবার সালানপুর থানার পুলিশ গ্রেফতার হওয়া দুই মহিলাকে আসানসোল আদালতে পেশ করে।তদন্তের স্বার্থে ৫দিনের নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।তবে এতো পরিমান গাঁজা কোথা থেকে কোথা নিয়ে যাওয়া হচ্ছিলো বা আরো কেউ জড়িত রয়েছে কিনা সবটাই তদন্ত করছে পুলিশ।

  • আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

    আর পি এফের অত্যাচারের প্রতিবাদে ৭ নং প্লাটফর্মে বিক্ষোভ।

    পাবলিক নিউজ ডেস্ক –: আসানসোল, রাণীগঞ্জ ও বরাকর স্টেশনে ৬০০ হকারদের জীবিকা ট্রেনে বিভিন্ন ধরনের পন্য বিক্রি করা কিন্তু আর পি এফ ট্রেনে হকারদের আটক করে তাদের পণ্য বাজেয়াপ্ত করে তাদের নামে মামলা দিয়ে ফাইন নিয়ে নিচ্ছে। আর পি এফের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংঘটনের নেতা রাজু ওয়ালিয়া বুধবার সকালে আসানসোল স্টেশনের ৭ নং প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান। তিনি জানান ট্রেনে হকারী কোন অপরাধ নয় সারা ভারতে ট্রেনে হকারি হয়ে আসছে, আসানসোল স্টেশনে ৪০/৫০ বছর ধরে হকারী করে আসছে তাদের অন্যায়ভাবে আটক করে পণ্য বাজেয়াপ্ত করে মামলা দিয়ে ফাইন আদায় করছে আর পি এফ তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আগামীকাল মেন গেটে বিক্ষোভ দেখান হবে এবং সোমবার ডিআরএম দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

  • কুলটিতে গলা কেটে যুবক খুনের ঘটনা / গ্রেফতার সহকর্মী পুরুলিয়ার যুবতী, ৭ দিনের পুলিশ হেফাজত

    কুলটিতে গলা কেটে যুবক খুনের ঘটনা / গ্রেফতার সহকর্মী পুরুলিয়ার যুবতী, ৭ দিনের পুলিশ হেফাজত

    পাবলিক নিউজ আসানসোল :–আসানসোলের কুলটিতে যুবক খুনের ঘটনায় শেষ পর্যন্ত গ্রেফতার হলো এক যুবতী। ধৃত যুবতী খুন হওয়া যুবকের সহকর্মী। আসানসোল দুর্গাপুর পুলিশ কামিশনারেটের কুলটি থানার সীতারামপুর-এথোড়া রোডে গত ৪ জুন রাতে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করেছিলো কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। মৃত যুবক দেবজ্যোতি সিং আসানসোলের জামুরিয়া থানার নিঘার বাসিন্দা। এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয়েছিলো । তাতে বলা হয়েছে দেবজ্যোতি সিংয়ের অফিসের সহকর্মী বছর ২৩ পাম্মি শর্মা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে । পাম্মি শর্মা পুরুলিয়া জেলার পারবেলিয়ার বাসিন্দা । পুলিশ পরিবারের সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় একটি খুনের মামলা করে।


    এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তদন্তে নেমে বুধবার বিকালে পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডাকা হয়। এরপর দীর্ঘ জেরার পরে অভিযুক্ত পাম্মি শর্মার কথায় অসঙ্গতি পাওয়ায় রাতে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার সকালে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আসানসোল আদালতে পেশ করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
    পুলিশের এক আধিকারিক বলেন, পরিবারের তরফে এই যুবতীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিলো। তারপর তাকে ডেকে জেরা করা হয়। কথায় অসঙ্গতি পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কি কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
    প্রসঙ্গতঃ, খুন হওয়া যুবক জমির কেনাবেচা কোম্পানিতে চাকরি করতো। ঘটনার দিন যুবক যখন মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলো, তখন এই ঘটনা ঘটেছিলো।

  • বারাবনিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার / ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা / পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ

    বারাবনিতে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার / ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা / পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ

    পাবলিক নিউজ আসানসোল :– বিজেপির মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার কান্ড ঘটলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার ইটাপাড়া খোলামুখ খনি বা ওসিপি এলাকায়। খোলামুখ কয়লাখনিতে কাজ করা কর্মীদের অধিকার সহ একাধিক দাবিতে বিজেপির ডাকা এদিনের এই মিছিল ও ডেপুটেশন দেওয়ার কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দেওয়ার ব্যারিকেড আমডিহা মোড়ে বিজেপির নেতা ও কর্মীরা ভাঙ্গার চেষ্টা করে। যা নিয়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে মনু রায় আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও পুলিশের তরফে লাঠিচার্জ করার অভিযোগ অস্বীকার করা হয়েছে।


    বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোন গন্ডগোল না হয়, তারজন্য এলাকায় আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি (হিরাপুর) ঈপ্সিতা দত্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো।
    এদিন পূর্ব ঘোষণা মতো বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়। সেই মিছিল এগিয়ে যাওয়ার সময় ইটাপাড়া মোড়ে পেট্রোল পাম্পের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেডে আটকে যায়। তখন সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির নেতা ও কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ব্যারিকেড ধরে, বিজেপির ধাক্কা আটকানোর চেষ্টা করেন। এখানে বিজেপির অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে, যার ফলে বেশ একজন আহত হয়েছেন।
    তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছেন এসিপি (হিরাপুর)। তিনি বলেন, এই এলাকায় কোন খনি অফিস নেই। তা না থাকায় খনি কর্তৃপক্ষের নির্দেশে আমরা শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছি। বলা হয়েছে, সালানপুরে অফিস আছে। তারা যেন সেখানে যান। শুধু মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যতটুকু যা করার তা করা হয়েছে।
    এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এর আগেও বিজেপি আন্দোলন করেছে। কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়তে হয়েছে। এবারও আমরা ঘোষণা করেছিলাম যে শ্রমিকদের দাবি নিয়ে মিছিল করা হবে ও এবং খনি কর্তৃপক্ষের কাছে দাবি সহ স্মারক লিপি তুলে দেওয়া হবে। তারা বলেন, এই মিছিলের মধ্য দিয়ে বারাবনির মানুষের কাছে দলের সংগঠনের শক্তি দেখানো ও শ্রমিকদের পাশে থাকার যে অঙ্গীকার ছিলো, তা পৌঁছে দেওয়া গেছে। আমরা সালানপুরে খনি অফিসে স্মারক লিপি দিয়েছি।

  • ৬ দফা দাবি / আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি ডিওয়াইএফআইয়ের আসানসোল,

    ৬ দফা দাবি / আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি ডিওয়াইএফআইয়ের আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল:- ৬ দফা দাবিতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআইয়ের আসানসোল ১ নং লোকাল কমিটির তরফে বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসকে একটি স্মারক লিপি দেওয়া হয়। সুপারকে স্মারক লিপি দেওয়ার আগে ডিওয়াইএফআইয়ের কর্মী ও সমর্থকেরা দাবির সমর্থনে হাসপাতাল গেটে বিক্ষোভ দেখান। ছিলেন ডিওয়াইএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভিক্টর আচার্য, অতনু মুখোপাধ্যায়, বিনোদ রজক, চন্দ্রনাথ রায়, কৃষ্ণেন্দু রায়, রাহুল রায়, নাসিম আখতার ও ঝুমা রায়।


    এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আসানসোল ১ নং লোকাল কমিটি থেকে এর আগে একাধিক দাবি নিয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু কোন সদর্থক উত্তর ও ভূমিকা আমরা পাইনি। তাই এদিন আবার স্মারক লিপি দেওয়া হয়েছে।
    দাবির মধ্যে রয়েছে, (১) দ্রুত হাসপাতালের সামনের রাস্তায় হওয়া যানজট মুক্ত করতে হবে। পাশাপাশি, যানজট মুক্ত করার নামে কদিন ধরে শুরু হওয়া পুলিশি হয়রানি বন্ধ হোক। (২) ইমারজেন্সি থেকে ওয়ার্ডে রুগী নিয়ে যাওয়া, সহ রোগী পরিষেবাকে সামনে রেখে অন্যান্য ব্যবস্থায় চরম গাফিলতি রয়েছে। এইসব কিছু অবিলম্বে দুর করতে হবে। (৩) এমআরআই ও স্ক্যান ব্যবস্থা অবিলম্বে জেলা হাসপাতালে চালু করতে হবে। (৪) এমারজেন্সি বিভাগে অবিলম্বে অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে হার্ট, কিডনি, নিউরো বিভাগ চালু করতে হবে। (৫) ওপিডি বা আউটডোর বিভাগকে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চালানোর ব্যবস্থা করতে হবে। (৬) রোগী পরিবারের লোকজনের থাকার সুবন্দোবস্তু বা বিকল্প ব্যবস্থার সুযোগ রাখতে হবে।
    জেলা সভাপতি আরো বলেন যে, আমরা আশা করি এবার এইসব দাবিগুলো নিয়ে হাসপাতাল কতৃপক্ষ সদর্থক ভূমিকা পালন করবে।
    ডিওয়াইএফআইয়ের স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে সুপার বলেন, হাসপাতালে আরো ভালো পরিসেবা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর হাসপাতালের গেট ও রাস্তায় যানজট সমস্যা সমাধানে ইতিমধ্যেই পুলিশ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ! মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য, ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ

    সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ! মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য, ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ

    পাবলিক নিউজ দুর্গাপুর : কোক ওভেন থানা এলাকার তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেলে থেকে উদ্ধার এক ব্যক্তি মৃতদেহ।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম পার্থ বাউরি (৩২), অর্জুনপুর বাসিন্দা। পেশায় ঠিকা শ্রমিক।
    প্রায় ৮ বছর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেতুল তলার এলাকায় একাই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এই ঠিকা শ্রমিক। আজকে সকালে ওই ঠিকা শ্রমিকের মৃতদেহ ফিডার ক্যানেলে ভাসতে দেখে স্থানীয়রা কোক ওভেন থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মহকুমা হাসপাতালে পাঠায়। কিভাবে ঘটল এ ঘটনা? ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্ত নেমেছে কোক ওভেন থানার পুলিশ।

  • চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দৃষ্টিহীন মহিলার থেকে টাকা নেওয়া! থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের ভাইয়ের বিরুদ্ধে

    চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দৃষ্টিহীন মহিলার থেকে টাকা নেওয়া! থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদকের ভাইয়ের বিরুদ্ধে

    পাবলিক নিউজ দুর্গাপুর : এবার দৃষ্টিহীন মহিলা প্রতারণার শিকার। চাকরি দেওয়ার নাম করে এই দৃষ্টিহীন মহিলার কাছে টাকা নিয়েও তার স্বামীকে চাকরি না দেওয়ার অভিযোগ দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা বিরুদ্ধে, লিখিত অভিযোগ দায়ের কোক ওভেন থানায়। প্রতিক্রিয়া জন্য ফোন করা হলে ফোন ধরেনি অভিযুক্ত তৃণমূল শ্রমিক নেতার ভাই শেখ গেন্ডা।

    ঘটনার সূত্রপাত, বছর চারেক আগে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকের এক বেসরকারী কারখানায় কাজ মিলবে এমন প্রতিশ্রুতি দিয়ে বড়জোড়ার এক গ্রামের ব্যাক্তির হাত দিয়ে তৃণমূল শ্রমিক নেতা এবং কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের যুগ্ম সম্পাদক শেখ রমজানের ভাই শেখ গেন্ডাকে দৃষ্টিহীন ওই মহিলার থেকে এক লক্ষ টাকা চাই। তার মধ্যে চল্লিশ হাজার টাকা দেন বলে অভিযোগ, ঠিক হয় দৃষ্টিহীন ঐ মহিলার স্বামী কাজ পাবার পর বাকি টাকা দেওয়া হবে। কিন্তু বছরের পর বছর কাটলেও আজও চাকরি তো দূর অস্ত, টাকাও ফেরত পাননি ঐ মহিলা। উল্টে বাঁকুড়ার বড়জোড়া থেকে দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতার কাছে এলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মহিলার। সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়েই ঐ তৃণমূল শ্রমিক নেতার ভাইকে টাকাটা দিয়েছিলেন, এখন টাকা কাজ দুই না পেয়ে নিরুপায় পরিবার।
    দুর্গাপুরের কোকওভেন থানায় তৃণমূল শ্রমিক নেতা শেখ রমজানের ভাই শেখ গেন্ডার নামে লিখিত অভিযোগ করা হয়েছে।গোটা ঘটনায় রাজনীতির পারদ চড়েছে। বিরোধীরা শাসক দলকে আক্রমন শানিয়েছেন। বিরোধীদের পাল্টা তোপ দেগেছেন জেলা তৃণমূল নেতৃত্ব, তবে কাজটা যে তৃণমূল শ্রমিক নেতার ভাই যে ঠিক করেনি সেটা স্বীকার করে নিয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
    এরই মধ্যো দলের বিড়ম্বনা অস্বস্তি দুই বাড়িয়ে দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকে স্থানীয়দের চাকরীর দাবিতে দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশ ঝান্ডা হাতে এক বেসরকারি কারখানার সামনে টেন্ট বেঁধে আন্দোলনে সামিল হয়েছেন। এরই মধ্যে টাকা নিয়ে চাকরি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই আরো চাঞ্চল্য ছড়িয়েছে।

  • হোমআসানসোলের খবরচলে গেলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জি, শোকের ছায়াচলে গেলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জি, শোকের ছায়া

    হোমআসানসোলের খবরচলে গেলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জি, শোকের ছায়াচলে গেলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জি, শোকের ছায়া

    সঞ্জয়

    পাবলিক নিউজ আসানসোল :– আসানসোল গ্যালাক্সি এরি AVP সঞ্জয় চ্যাটার্জী হলো ওঘটান মৃত্যু এলাকায় শোকের ছায়া,না ফেরার দেশে পাড়ি দিলেন আসানসোল গ্যালাক্সি মলের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (AVP) সঞ্জয় চ্যাটার্জি। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মলের কর্মচারী থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠ মহলে।
    জানা গেছে, শনিবার সকালে তিনি হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন। ব্যথার সময় তিনি আচমকাই পড়ে যান। তড়িঘড়ি করে তাঁকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
    সংবাদ ছড়িয়ে পড়তেই সহকর্মী, বন্ধুবান্ধব ও পরিচিতদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য, সঞ্জয় চ্যাটার্জি ২০১৫ সাল থেকে আসানসোল গ্যালাক্সি মলে জেনারেল ম্যানেজারের (GM) পদ সামলেছেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি পদোন্নতি পেয়ে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হন। কলকাতার বাসিন্দা সঞ্জয় চ্যাটার্জি তাঁর পেশাদারিত্ব ও সৌহার্দ্যের জন্য সকলের কাছেই প্রিয় ছিলেন।

  • বার্নপুর স্টেশনে আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে” / উদ্ধার নাবালক…………..বার্নপুর, ৭ মেঃ

    বার্নপুর স্টেশনে আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে” / উদ্ধার নাবালক…………..বার্নপুর, ৭ মেঃ

    পাবলিক নিউজ আসানসোল :– বার্নপুর স্টেশনে আরপিএফের ” অপারেশন নানহে ফরিস্তে ‘ অভিযান উদ্ধার এক নাবালক। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ট্রেন নং ৬৩৫৯৩ পুরুলিয়া – আসানসোল ( পিআরআর-এএসএন) মেমু প্যাসেঞ্জার বার্নপুর স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটার সময় পৌঁছায়। সেই সময় ট্রেনে তল্লাশিতে ছিলেন বার্নপুর আরপিএফ পোস্ট ইন্সপেক্টর এ কে গরাইয়ের নেতৃত্বে আরপিএফের জওয়ানরা। তারা নিয়মিত চেকিংয়ের সময় ইঞ্জিনের পরে প্রথম কোচে প্রায় ১১ বছর বয়সী একটি নাবালককে ভীত ও নার্ভাস অবস্থায় একা বসে থাকতে দেখতে পান।
    আরপিএফের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদে নাবালক বলে তার নাম নাসিম আনসারি। বাবার নাম মুস্তাক আনসারি। বাড়ি ঠিকানা বলে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর থানার বিরনিয়া গ্রামে। নাবালক আরও জানায় যে, সে তার বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে ।

    নাবালকটিকে এরপরে আরপিএফ পোস্টে আনা হয়েছিল। তাকে জল, বিস্কুট এবং অন্যান্য খাবার খেতে দেওয়া হয়। এরপরে আসানসোলের শিশু কল্যাণ কমিটির (সিডব্লিউসি) সাথে যোগাযোগ করা হয়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাবালককে আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে সিডব্লিউসির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।