পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র সবেবরাত উৎসব তার প্রাক্কালে আসানসোলের বিভিন্ন কবরস্থান পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। তিনি জানান আগামীকাল সবেবরাত উৎসব এইদিন সবাই কবরস্থানে আসেন তাদের কোন অসুবিধা যাতে না হয় সেইজন্য কবরস্থানে সাফাই এবং বিদ্যুৎতিকরন পরিদর্শন করলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার সকালে পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে জেলা শাসক এস পন্নাহবলম, জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন কারখানার আধিকারিকদের নিয়ে সিলিকোশিস রোগ নিয়ে সচেতনতা বৈঠক করলেন। জেলা শাসক জানান ইস্কো, ইসিএল, রেল, বিভিন্ন লঘু কারখানার আধিকারিকদের সিলিকোশিস রোগ নিয়ে সচেতনতা আলোচনা করা হয়েছে এবং এই রোগ আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া নিয়ে আলোচনা করা হয়।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– আসানসোল পুরনিগমের কুলটির ৫৯ নম্বর ওয়ার্ড নিয়ামতপুরের রেশন ডিলার রোহিত ভালোটিয়ার উপর চারদিন আগে হামলার ঘটনা ঘটেছিলো। সেই ঘটনার প্রতিবাদে কুলটি পুর এলাকার ৪৭ জন রেশন ডিলার বুধবার থেকে ৫ দিনের জন্য ধর্মঘট শুরু করলেন। ধর্মঘটে নামা রেশন ডিলারদের দাবি, ঐ ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর জাকির হোসেনের ভাই সাগির হোসেনের নেতৃত্বে দিন চারেক আগে গত শনিবার রেশন ডিলার রোহিত ভালোটিয়াকে হেনস্থা ও মারধর করা হয়েছে। তার প্রতিবাদে এবং প্রশাসনিক ব্যবস্থার দাবিতে, বুধবার থেকে শুরু হওয়া ধর্মঘট রবিবার পর্যন্ত চলবে। এদিকে, রেশন ডিলারকে মারধরের ভিডিও ভাইরালের পরে এবার বুধবার আরেকটি অডিও ভাইরাল হয়। সেই অডিওতে শোনা যাচ্ছে রেশন ডিলারের সাথে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের টাকা চাওয়া নিয়ে আলোচনা চলছে ( এই দুটি ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)। ভাইরাল হওয়া এই অডিওর কন্ঠ যে রেশন ডিলার রোহিত ভালোটিয়ার সে কথা তিনি এদিন স্বীকার করেন। যদিও ভাইরাল হওয়া অডিওর উল্টো দিকের কন্ঠ স্বরটি কাউন্সিলর বা তার ভাইয়ের নয় বলে দুজনেই দাবি করেছেন। জাকির হোসেনের ভাই সাগির হোসেন মারধোরের কথাও অস্বীকার করেছেন। তিনি বলেন, স্থানীয় গ্রাহকদের সাথে ধাক্কাধাক্কি হয়ে থাকতে পারে ডিলারের। এই বিষয়ে আমার বিশেষ কিছু জানা নেই। রেশন ডিলার রোহিত ভালোটিয়া বলেন, গত শনিবার এক গ্রাহক সহ কয়েকজন আমার রেশন দোকানে এসে বলেন তারা বাড়িতে গিয়ে দেখেছেন তাদের রেশনে দেওয়া জিনিসের ওজন কম আছে। যা সম্পূর্ণ অবাস্তব। এখন জিনিসে প্রকৃত ওজন যতক্ষণ না ঠিক হয় ততক্ষণ গ্রাহকের স্লিপ বেরোবে না। এরপরেই আমার উপরে হামলা চালিয়ে মারধর করা হয়। যা করা হয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ভাই সাগির হোসেনের নেতৃত্বে। রোহিত আরো বলেন, রেশন ডিলার হিসেবে মাত্র ২৫ হাজার টাকা আমরা কমিশন পাই। তার মধ্যে আমার পরিবারে শারীরিক ভাবে অক্ষম এক সন্তান আছে। খাদ্য দপ্তর বা প্রশাসন তদন্ত করে যদি কোন অন্যায় পান তাহলে আমাকে সাসপেন্ড করুক। কিন্তু মারধোর করা হবে কেন? এর আগেও বারবার আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকি এর আগে বেশ কয়েকবার আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কুলটি এলাকার রেশন ডিলার সংগঠনের সভাপতি শ্রবণ কুমার গোয়েল বলেন, কোন রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের কোন অভিযোগ থাকতেই পারে। তাহলে প্রশাসনিকভাবে সেই অভিযোগ জানানোর জায়গা আছে। তা না করে তাকে মারধর করা আক্রমণ করার আমরা প্রতিবাদ করেছি। এই বিষয়টি ইতিমধ্যেই আমরা সংগঠনের তরফে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার, আসানসোলের মেয়র, কুলটি থানা সব জায়গায় লিখিতভাবে জানিয়েছি । এই ঘটনার প্রতিবাদে কুলটির ৪৭ জন রেশন ডিলার বুধবার থেকে ধর্মঘট শুরু করেছেন । যদি প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে আমরা রেশনের কোন জিনিস তুলবো না। এছাড়াও আসানসোল মহকুমার সংগঠনের নেতৃত্বের সাথে কথা বলে মহকুমা জুড়ে আন্দোলনের ভাবনা চিন্তা করা হবে। আমাদের উদ্দেশ্য প্রশাসনের কাছে আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর পৌঁছে দেওয়া। এদিকে খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, ঘটনা নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের করা হলে, আইন মতো ব্যবস্থা নেওয়া হবে।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :–আসানসোলের ইস্পাত নগরী বার্নপুরের সিনেমা হল এলাকার অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে আক্রান্ত হলেন সেল আইএসপি বা ইস্কো কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর উপেন্দ্র কুমার সিং। ইস্কো কারখানার এক ঠিকা কর্মী ও তার বাবার হাতে এক্সিকিউটিভ ডিরেক্টর উপেন্দ্র কুমার সিং আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। বুধবারের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সময় এলাকায় থাকা সিআইএসএফ ও অন্যান্য আধিকারিকরা তাকে কোনমতে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। খবর দেওয়া হয় হিরাপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এই প্রসঙ্গে ইস্কোর এক আধিকারিক বলেন, কারখানার তরফে বার্নপুর সিনেমা হলের দেওয়াল ও ঐ এলাকায় দখলে থাকা আবাসন গুলিতে অবৈধ দখলদারদের সরে যেতে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকেও তা জানানো হয়েছিল। সেই মতো বুধবার এলাকায় যান কারখানার এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার সহ একাধিক আধিকারিক ও সিআইএসএফ। একটি খালি আবাসন যখন জেসিবির সাহায্যে ভাঙ্গা হচ্ছিল তখন আচমকা স্থানীয় বাসিন্দা বিকাশ ঠাকুর নামে ইস্কোর এক ঠিকা কর্মী কারখানার ইডি বা এক্সিকিউটিভ ডিরেক্টরকে গালিগালাজ করতে শুরু করেন। তার উপরে চড়াও হয়ে আক্রমণ করা হয়। পেছন থেকে ঐ ঠিকা কর্মীর বাবা তেড়ে আসেন। তাতে এমন পরিস্থিতি তৈরি হয় যাতে ইডি প্রায় পড়ে যান। তার চোখ লাগানো চশমা নিচে পড়ে ভেঙে যায় । রীতিমতো পরিকল্পনা করে তাকে হেনস্থা করা হয়। সঙ্গে সঙ্গে ইস্কোর অন্যান্য আধিকারিক ও সিআইএসএফের জওয়ানরা তাকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। এরপরে গোটা ঘটনাটি জানিয়ে হিরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেইমতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ততক্ষণে বিকাশ এলাকা ছেড়ে পালিয়ে যায়। ইস্কোর ঐ আধিকারিকের আরো অভিযোগ, যখনই এই এলাকায় ইস্কো কারখানার কোনও কোয়ার্টার খালি হয়ে যায়, বিকাশ তা নিজের দখলে নিয়ে নেয়। তারপর সে তা অন্য কাউকে ভাড়া দেয়। তিনি বলেন, বিকাশের খোঁজ চলছে। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন, ইস্কো কর্তৃপক্ষ আমাকে আগে এই উচ্ছেদের কথা জানিয়েছে। তারা নোটিশও দিয়েছে । এই বিষয়ে আমার কোন ভূমিকা নেই বা কিছু করারও নেই। কারণ এই জমি এবং কোয়ার্টার ইস্কোর। কিন্তু আজ দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটলো। কারখানার একজন এক্সিকিউটিভ ডিরেক্টরকে একজন বিজেপি সমর্থকের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। ইস্কোর কারখানা কতৃপক্ষের উচিত ছিল আরো ভালো ব্যবস্থা করে ঐ এলাকায় দখলদার উচ্ছেদে যাওয়া। এই বিষয়ে বিকাশ ঠাকুরের বাবা বলেন, আমি ইস্কো কারখানায় কাজ করি না। আমি যে কোয়ার্টারে থাকি তা আমাকে বরাদ্দও করা হয়নি। তবে যদি আমার পরিবারকে হঠাৎ করে কোয়ার্টারটি খালি করতে বলা হয়, তাহলে আমরা কোথায় যাবো ? তিনি বলেন, আমি আরেকটি কোয়ার্টারের জন্য আবেদন করেছি। কিন্তু এখনও তা পাননি। বিকাশ ঠাকুরের বাবা পাল্টা অভিযোগ করেন যে, দখল উচ্ছেদ করতে আসা লোকজনেরা আমাকে মারধর করেছে। তিনি বলেন, আমার কিডনির রোগ ও হৃদরোগের সমস্যা আছে কিন্তু এদিন যেভাবে লোকদের সাথে আচরণ করা হয়েছে তা মোটেও মানবিক নয়। তিনি বলেন, আমি কোয়ার্টারটি খালি করতে রাজি আছি। তবে তার জন্য আমাকে কিছুটা সময় দেওয়া উচিত। এদিকে, হিরাপুর থানার পুলিশ জানায়, তদন্ত শুরু করা হয়েছে।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– আসানসোল শহরে কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের হদিশ পেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারটের আসানসোল সাইবার থানার পুলিশ। মঙ্গলবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল শহরের হটন রোডে ঐ কল সেন্টারে হানা দেয় আসানসোল সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের একটি দল। গ্রেফতার করা হয় ৬ জনকে। বুধবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল সাইবার থানায় এক সাংবাদিক সম্মেলন এই বিষয়ে বিস্তারিত জানান এডিসিপি ( ডিডি, ইনচার্জ সাইবার) মীর সইদুল আলি। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন এসিপি (সেন্ট্রাল ১ ও সাইবার) বিশ্বজিৎ নস্কর ও সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে এডিসিপি ( ডিডি, ইনচার্জ সাইবার) বলেন, গোপন সূত্রে পুলিশ খবর পায় যে আসানসোলের হটন রোড এলাকায় একটি কল সেন্টার চলছে। সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে ঐ কল সেন্টারে অভিযান চালানো হয়। সেই সময়, সেই সময় ৬ জন কানে হেডফোন লাগিয়ে আমেরিকা এবং কানাডার লোকেদের সাথে কথা বলছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, যে তারা আমেরিকা এবং কানাডার মানুষদেরকে ফোন করে তাদের কম্পিউটারে ভাইরাস ধরা পড়েছে বলে জানাচ্ছে। এও বলা হচ্ছে সিস্টেম ঠিক না করলে তাদের কম্পিউটার সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। এরপর কম্পিউটারে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, তদন্তে জানা যায় যে তারা সল প্লেক্স নামে একটি আমেরিকান কোম্পানি হয়ে কলার হিসেবে কাজ করত। এই কোম্পানির তরফে আমেরিকা ও কানাডার বিভিন্ন মানুষদেরকে মেল পাঠানো হতো। সেখানে একটা ফোন নম্বর দিয়ে, তার সঙ্গে যোগাযোগ করতে বলা হতো। তারপরই বোকা বানানো হতো এই বলে যে তাদের কম্পিউটারে ভাইরাস আছে। ধৃতদের নাম হলো আতহার আলি আজম, রাজীব গুপ্ত, মহঃ মোক্তার, সৈয়দ রিজভি, মহঃ রিজওয়ান ও মহঃ নেহাল। ধৃতরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ, হিরাপুর থানার বার্নপুর ও আসানসোল উত্তর থানার রেলপারের কুরেশি মহল্লা এলাকার বাসিন্দা। ধৃতরা প্রতারণা করা ব্যক্তির সাথে কথা বলার সময় তারা নিজেদের আমেরিকান নাগরিক হিসেবে পরিচয় দিত। তাদের কাছ থেকে কিছু হার্ড ডিস্ক এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে এডিসিপি জানান। এই ৬ জনের সঙ্গে এই চক্রে আর কে কে আছে, তা জানার জন্য ধৃতদেরকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে।
পাবলিক নিউজ প্রকাশ দাস সালানপুর:-৬১তম বর্ষ মুক্তাইচন্ডী আনন্দ মেলার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হল মঙ্গলবার দিন।মেলার উদ্বোধনের আগে মুক্তাইচন্ডী সাদর দার থেকে নাম সংকৃতন করে মা মুক্তাই চন্ডী প্রাঙ্গন পর্যন্ত আসে।যেখানে সামডি ও বোলকুন্ডা সহ বহু গ্রামের মহিলারা উপস্থিত ছিলেন।এরপর উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে ১০দিন ব্যাপী মেলার শুভ সূচনা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বেবী মণ্ডল,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী তথা বিধায়ক প্রতিনিধি ভোলা সিং সহ আরো অনেকে।এছাড়াও ছিলেন এই মেলার কমিটির সভাপতি দীপক মাহাতা, সম্পাদক প্রশান্ত গোপাল ভান্ডারী,সহ সম্পাদক গৌরাঙ্গ তেওয়ারী,কোষাধক্ষ্য তাপস উকিল সহ আরো অনেকে।এদিন মেলার কমিটির সভাপতি দীপক মাহাতা জানান ঐতিহ্য ও মহা মিলনের মেলাকে টিকিয়ে রাখাই এই বাংলায় আজকের দিনে সব চেয়ে বেশি জরুরি। এই মেলা দশ দিন ধরে চলবে একই সাথে এখানে ভজন,নাম কীর্তন,কবিগান,বাউল, লোকগান সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পাবলিকনিউজ আলোক চক্রবর্তী আসানসোল :– ভারতীয় রেলের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি, যা ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এই ট্রেনের উচ্চস্তরের বা হাই কোয়ালিটির আরাম এবং দ্রুত ভ্রমণের গতির মাধ্যমে যাত্রীদের সন্তুষ্ট করছে। এই দ্রুতগতির ট্রেনগুলি যাতে সঠিক সময়সূচী বজায় রাখে এবং সময়মতো গন্তব্যে পৌঁছায়, সেজন্য শীর্ষ পর্যায়ে নজরদারি চলছে। যাত্রীরা হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা দারুণ ভাবে উপভোগ করছেন। ভারতীয় রেলের সেমি হাই স্পিড বা অর্ধেক উচ্চ গতির এই ট্রেন ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর জাঁকজমকের সাথে উদ্বোধন করা হয়েছিল। ট্রেনটির বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়েছিল তা দুদিন পরে ২৬ সেপ্টেম্বর থেকে। এই ট্রেন পাটনা এবং হাওড়ার মধ্যে ভ্রমণকারী যাত্রীদের আরও ভাল সুবিধা প্রদান করে। ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে ২৫টি নতুন বৈশিষ্ট্যের চিত্তাকর্ষক পরিসর রয়েছে। যা সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। যাত্রীদের মধ্যে জনপ্রিয়তা ও তাদের চাহিদার কথা বিবেচনা করে ভারতীয় রেল আগামী ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে হাওড়া এবং পাটনা থেকে ৮টি কোচের পরিবর্তে ১৬টি কোচ নিয়ে ২২৩৪৭/২২৩৪৮ হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
রেলের তরফে বলা হয়েছে, এই উচ্চ-গতির রুটে আরো বেশি যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা এবং ভ্রমণের আরাম বৃদ্ধি করার লক্ষ্যে এই কোচের সংখ্যা বাড়ানো বা বর্ধিতকরণ করা হয়েছে।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:–আসানসোলের সেনরেল রোডে লোয়ার কুমারপুর মোড় এলাকায় সোমবার সন্ধ্যায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছিলো। তার আগে ডাম্পারটি ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি ও একটি স্কুটারকে। সেই ধাক্কায় কয়েকজন আহত হন। মঙ্গলবার সকালে সেই ঘটনার প্রতিবাদে কংগ্রেসের তরফে কুমারপুর মোড় এলাকায় ডাম্পার চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারা বিক্ষোভও দেখান। কংগ্রেস নেতা শাহ আলম খান, প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পুরনিগমের কাউন্সিলর এসএম মুস্তাফা সহ অন্যান্য নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। কংগ্রেসের নেতারা বলেন, বারবার বলা হয়েছে যে এই রাস্তা জনবহুল ও ব্যস্ততম। তাই এই রাস্তা ডাম্পার চলাচলের অনুমতি কেবল রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত থাকা উচিত। কিন্তু পুলিশ ও প্রশাসনের অবহেলার কারণে তা করা হচ্ছে না। সোমবার সন্ধ্যায় একটি দুর্ঘটনা ঘটেছিল। যার ফলে কিছু লোক আহত হয়েছেন। এই কারণে কংগ্রেস এদিন এই এলাকায় ডাম্পার চলাচল বন্ধ করে দিয়েছে। যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা কোনও সমস্যার সম্মুখীন না হন এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন। তারা আরো বলেন, আসানসোল পুরনিগমের মেয়র, পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদেরকে এই বিষয়ে তৎপর হতে বলা হয়েছিল। কিন্তু কেউ কোনও পদক্ষেপ নেননি। তাদের দাবি, রাত ১০টার আগে এই রাস্তায় ডাম্পার চলাচল নিষিদ্ধ করতে হবে প্রশাসনকে। এরপরেও যদি, তা না করা হয়, তাহলে আগামী দিনে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে নামবে।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার জেলা পরিষদের বাজেটে জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউড়ী সালানপুর সহ বারাবনির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য ১৮৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। বিশ্বনাথ বাউড়ী জানান জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ, রাস্তা, নর্দমা, পুকুরের পরিস্কার সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য এই বাজেটে পয়সা বরাদ্দ করা হয়েছে। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন সালানপুর এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি মহঃ আরমান সহ বিভিন্ন পঞ্চায়েত সমিতির সদস্যরা।
পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– মঙ্গলবার দুপুরে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে কুলটির বিভিন্ন সমস্যা নিয়ে দেখা করলেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। অজয় পোদ্দার জানান কুলটিতে সিএসআরের কাজ বাকি আছে সেসব নিয়ে আলোচনা করা হয় তিনি কাজ গুলো তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দিয়েছেন তাছাড়া কুলটিতে পাণীয় জলের সমস্যা নিয়ে কথা হয়েছে মেয়র জানিয়েছেন কুলটির ইস্কো কারখানার সংলগ্ন জায়গায় জনবসতিতে পাণীয় জলের সমস্যা পৌরনিগমের টীম আগামী শুক্রবার পরিদর্শনে গিয়ে সমাধানের চেষ্টা করবেন। মেয়র বিধান উপাধ্যায় জানান কুলটির কিছু সমস্যা নিয়ে বিধায়কের সাথে কথা হয়েছে।