Category: BANGLA

  • কয়লাখনি এলাকা পুনর্বাসন প্রকল্প ” রানিগঞ্জ মাস্টার প্ল্যান ” বাস্তবায়নে দেরী / দলের রাজ্যসভার সাংসদের প্রশ্নে রাজ্য সরকারকে আক্রমণ অগ্নিমিত্রা পালের…………… আসানসোল,

    কয়লাখনি এলাকা পুনর্বাসন প্রকল্প ” রানিগঞ্জ মাস্টার প্ল্যান ” বাস্তবায়নে দেরী / দলের রাজ্যসভার সাংসদের প্রশ্নে রাজ্য সরকারকে আক্রমণ অগ্নিমিত্রা পালের…………… আসানসোল,

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল সোমবার আসানসোলের ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া বিজেপি জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে আসানসোল রানিগঞ্জ কয়লাখনি এলাকার ধস কবলিত এলাকার মানুষদের পুনর্বাসন প্রকল্প ” রানিগঞ্জ মাস্টার প্ল্যান” নিয়ে একাধিক প্রশ্ন রাখেন। তিনি বলেন, সম্প্রতি সংসদে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে রানিগঞ্জ মাস্টার প্ল্যান সম্পর্কে জানতে চেয়েছিলেন যে, ২০০৯ সালে শুরু হওয়া এই মাস্টার প্ল্যান পরের ১০ বছরে অর্থাৎ ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু রানিগঞ্জ মাস্টার প্ল্যান কেন ২০২৫ সালের মধ্যে সম্পন্ন করা যায়নি? তিনি বলেন, এর পেছনে কি কারণ রয়েছে যে, পুনর্বাসনের কথা মাথায় রেখে ২০০৯ সালে শুরু হওয়া এই মাস্টার প্ল্যানটি এখনও পর্যন্ত সম্পন্ন করা যায়নি। তিনি আরো বলেন, এর ফলে মাস্টার প্ল্যান তৈরির জন্য যে ব্যয় বরাদ্দ ঠিক করা হয়েছিল তা ৯৩.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি বিধায়ক বলেন, এই প্ল্যানের টাকা সাধারণ করদাতার টাকা। যা অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করা হচ্ছে। অগ্নিমিত্রা পাল বলেন, সাংসদ শমীক ভট্টাচার্য যখন কয়লামন্ত্রীকে এই প্রশ্নটি করেছিলেন, তখন কয়লামন্ত্রী উত্তর দিয়ে বলেছিলেন যে, এই মাস্টার প্ল্যানটি শেষ করা দরকার। বিধায়ক বলেন, এই সম্পূর্ণ মাস্টার প্ল্যানের জন্য প্রায় ৩৬২ একর জমি অধিগ্রহণের কথা বলা হয়েছিলো। কিন্তু তার পরিবর্তে এখন পর্যন্ত মাত্র ১৫১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। অর্থাৎ ৫০% এরও কম জমি অধিগ্রহণ করা হয়েছে । যে কারণে এই প্রকল্পটি এখনও সম্পন্ন হয়নি। তবে এটিই একমাত্র কারণ নয়। এর বাইরে আরও অনেক কারণ রয়েছে। যেমন রাজ্য সরকার কয়লা উত্তোলনকারী সংস্থা ইসিএল বা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের এলাকায় বসবাসকারী নয় এমন লোকদের সনাক্ত করতে পারেনি। বিধায়ক আরো বলেন, নিজেদের এলাকায় বসবাসকারী লোকদের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড দ্বারা চিহ্নিত করা হয়েছে। কিন্তু যারা তাদের এলাকায় বাস করেন না এমন লোকদের সনাক্ত করার কাজটি রাজ্য সরকারের কাজ ছিলো। যা এখনো পর্যন্ত শেষ করা বা সম্পন্ন হয়নি। চিহ্নিত ব্যক্তিদের বাড়ির মূল্যায়ন করা হয়নি। যে কারণেও সমস্যা হচ্ছে। বিধায়ক বলেন, এই দেরীর কারণে এই প্ল্যান বা পুনর্বাসন প্রকল্পের জন্য নির্মিত বাড়িগুলিতে চুরি হচ্ছে। একদিকে করদাতার অর্থের অপব্যবহার হচ্ছে, অন্যদিকে করদাতার অর্থ চুরিও হচ্ছে। তিনি রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে বলেন, আসলে এখন রাজ্যে যে ধরণের সরকার চলছে, তারা প্রশাসনিক কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটা প্ল্যান নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারেনি।
    যদিও, রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব বিজেপি বিধায়কের অভিযোগ মানতে চায়নি। তারা বলেন, এই প্ল্যান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে প্রতি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে ইসিএল। অনেক আবাসন তৈরি হয়ে রয়েছে। রাজ্য সরকার ঠিক মতো কাজ করছে।

  • হাওড়ায় রাজ্যের বিরোধী দলনেতাকে পুলিশের বাধা ও হেনস্তার প্রতিবাদ/ আসানসোলে জেলা বিজেপির জিটি রোডে অবরোধ, বিক্ষোভ

    হাওড়ায় রাজ্যের বিরোধী দলনেতাকে পুলিশের বাধা ও হেনস্তার প্রতিবাদ/ আসানসোলে জেলা বিজেপির জিটি রোডে অবরোধ, বিক্ষোভ

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল :-আসানসোলের জিটি রোডের বিএনআর মোডে সোমবার বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আসানসোলের বিজেপি নেতা ও কর্মীরা। হাওড়ার বেলগাছিয়ায় ধসে গৃহহীন হয়ে পড়া সাধারণ মানুষদের সঙ্গে দেখা করতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশের বাধা ও হেনস্তা করার প্রতিবাদে রাজ্য বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ডাকে হওয়া এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা তথা আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য ও রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। প্রায় আধঘন্টা ধরে হওয়া এই রাস্তা অবরোধ বিক্ষোভে বিএনআরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সবদিকেই গাড়ির লাইন পড়ে যায়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা ও ট্রাফিক গার্ড পুলিশ এলাকায় আসে। তারা বিক্ষোভকারী বিজেপি নেতাদেরকে রাস্তা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এরপরে বিজেপি নেতারা তাদের রাস্তা অবরোধ বিক্ষোভ আন্দোলন তুলে নেন।
    এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল, দেবতনু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এদিন হাওড়ার বেলগাছিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যেভাবে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা করেছে, তার নিন্দা করা যথেষ্ট নয়। শুভেন্দু অধিকারী হাওড়ার বেলগাছিয়ায় যখন গিয়েছিলেন, তখন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁর উপর আক্রমণ করে। তাকে ধাক্কা দেওয়া হয়। যার ফলে তিনি গুরুতর আহত হন। তাদের বক্তব্য, গোটা রাজ্যে বিরোধী দল বিজেপি বিধায়ক ও নেতাদের উপর এই হামলা ও বাধা দেওয়াটা নতুন কোন ঘটনা নয়। কোন তৃনমুল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের দিয়ে আটকানো হচ্ছে। কোথাও এইভাবে পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে। অগ্নিমিত্রা পালেরা আরো বলেন, খুব কম সময়ের মধ্যে আমরা দলের তরফে এই আন্দোলন করলাম। জানি এরজন্য সাধারণ মানুষের অসুবিধা হলো। তাই আমরা আধঘন্টার মধ্যে রাস্তা অবরোধ বিক্ষোভ তুলে নিয়েছি। কিন্তু শাসক দলকে বার্তা দিতে আমরা এট করলাম। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

  • এডিডিএর উদ্দ্যোগে জুবিলী মোড় থেকে স্কোব গেট পর্যন্ত রাস্তার পুননবীকরন করার শিলান্যাস।

    এডিডিএর উদ্দ্যোগে জুবিলী মোড় থেকে স্কোব গেট পর্যন্ত রাস্তার পুননবীকরন করার শিলান্যাস।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল শুক্রবার দুপুরে আসানসোলের জুবিলী মোড় এলাকায় জুবিলী মোড় থেকে ইস্কোর স্কোব গেট পর্যন্ত রাস্তার পুননবীকরন করার কাজের শুভারম্ভ করলেন রাজ্যের আইন ও শিল্প মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, জেলা শাসক এস পন্নামবলাম, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল পৌরনিগমের কমিশনার রাজু মিশ্র সহ বিশিষ্ট অতিথিরা। মন্ত্রী মলয় ঘটক জানান রাস্তার অবস্থা জরাজীর্ণ হয়ে যাওয়াতে এডিডিএর পক্ষ থেকে প্রায় ১৫ কোটি টাকা খরচ করে রাস্তা পুনঃনবীকরন করা হবে এবং রাস্তার দুপাশ আরো সুন্দর করে সাজানো হবে। এই বছরের মধ্যে এডিডিএর পক্ষ থেকে প্রায় ৫০ কোটি টাকা বিভিন্ন রাস্তার জন্য খরচ করা হবে বলে জানান মন্ত্রী মলয় ঘটক।

  • হটনরোড মোড় এলাকায় অটো, টোটো চালকদের পার্কিং নিয়ে নির্দেশ পুলিশ প্রশাসনের।

    হটনরোড মোড় এলাকায় অটো, টোটো চালকদের পার্কিং নিয়ে নির্দেশ পুলিশ প্রশাসনের।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল আসানসোল শহরের ব্যাস্ততম এলাকা সিটি বাস স্ট্যান্ডের নিকটবর্ত্তী হটনরোড মোড় এলাকা, এই মোড়ে অটো ও টোটো চালকরা যত্রতত্র গাড়ী পার্কিং করাতে যানজট লেগে যাবার অভিযোগ দীর্ঘদিনের। শণিবার সকালে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিক হটনরোড মোড় এলাকায় অটো ও টোটো চালকদের পার্কিং করার নির্দিষ্ট জায়গায় গাড়ী পার্কিং করার নির্দেশ দিয়েছেন ফলে যানজট নিয়ন্ত্রণে আনা যাবে।

  • বাউড়ী সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক মন্ত্রীর।

    বাউড়ী সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক মন্ত্রীর।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল শণিবার দুপুরে আসানসোল পৌরনিগমের কল্যানপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বাউড়ী সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক। বাউড়ী সমাজের পরিতোষ দাস জানান বাউড়ী সমাজের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রী মলয় ঘটককে জানানো হয় তার মধ্যে অবহেলিত বাউড়ী সমাজের কর্ম সংস্থান, শংসাপত্র নিয়ে তাদের অহেতুক হয়রানি, আবাস যোজনায় তাদের সমাজের অনেকের জমি নেই বাড়ী নেই তাদের আবাস যোজনায় নাম নথিভুক্ত করা নিয়ে আলোচনা করা হয়।

  • দেশবন্ধু মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ।

    দেশবন্ধু মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন সাংসদ।

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল শিল্পাঞ্চলের চিত্তরঞ্জন শহরের প্রসিদ্ধ স্কুল দেশবন্ধু মহাবিদ্যালয়, দীর্ঘদিন ধরে তার সংস্কার না হবার কারণে স্কুলের ভগ্নদশা হয়ে যাওয়ায় বিধায়ক বিধান উপাধ্যায় সাংসদ শত্রুঘ্ন সিনহাকে স্কুল ভবন সংস্কারের জন্য পয়সা বরাদ্দের আসবে করেছিলেন সেই আবেদনে সাড়া দিয়ে সাংসদ শত্রুঘ্ন সিনহা সাংসদ ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন, সেই টাকায় ভগ্নপ্রায় বিদ্যালয়ের সংস্কার করে দোতলা বানানো হয়েছে। শণিবার সকালে সেই স্কুল ভবনের উন্মোচন করলেন আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহা সাথে ছিলেন স্কুলের গভর্ণীং বডির সভাপতি মুকুল উপাধ্যায়। শত্রুর সিনহা জানান স্কুল কতৃপক্ষ থেকে তার কাছে স্কুল ভবন তৈরী করার জন্য সাংসদ তহবিল থেকে পয়সা সাহায্যের জন্য আবেদন করাতে তিনি ৩০ লক্ষ টাকা অনুমোদন করেছিলেন।

  • চুরুলিয়ার রাস্তা বালু বোঝাই ট্রাকের জন্য খারাপ,স্কুল বাচ্চাদের বাড়ী ফেরার নিদান পুলিশের

    চুরুলিয়ার রাস্তা বালু বোঝাই ট্রাকের জন্য খারাপ,স্কুল বাচ্চাদের বাড়ী ফেরার নিদান পুলিশের

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল পশ্চিম বর্ধমান জেলার জামুড়ীয়া থানার চুরুলিয়া গ্রামের রাস্তা অজয় নদীর থেকে অবৈধ বালু ট্রাকে করে নিয়ে যাবার ফলে দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ হয়ে রয়েছে তারউপর বিগত দুই দিন ধরে ক্রমাগত অকালে বৃষ্টির কারণে রাস্তা কাদাতে ভরে গেছে শণিবার সকালে স্কুল পড়ুয়ারা সাইকেল করে স্কুল যাবার সময় কাদাতে পড়ে গিয়ে আহত হয় এবং কাদার মধ্যে আটকে যায়। সেই সময় ডিউটিতে থাকা চুরুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ পড়ুয়াদের বাড়ী চলে যেতে বলাতে পড়ুয়ারা গ্রামের বাসিন্দাদের বলাতে বাসিন্দারা বালু ভর্তি ট্রাক আটকে দিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের দাবি গ্রামের রাস্তা দিয়ে অবৈধ বালু ভর্তি ট্রাকের যাতায়াত বন্ধ করতে হবে এবং রাস্তা মেরামত করে দিতে হবে।

  • হোলির সকালে আসানসোল শহরে ঝুপড়ি ঘরে আগুন, এলাকায় চাঞ্চল্য……

    হোলির সকালে আসানসোল শহরে ঝুপড়ি ঘরে আগুন, এলাকায় চাঞ্চল্য……

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডে আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের পুকুরের কাছে একটি ঝুপড়ি ঘরে শনিবার হোলির সকালে আগুন লাগার ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা তা জানান ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় রায়কে। তিনি আসানসোলের দমকল বিভাগকে খবর দেন। সেই মতো দমকল বাহিনীর কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বেশ কিছুক্ষনের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন ঝুপড়ি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। এই বিষয়ে আসানসোল দমকল বিভাগের সাব অফিসার তাপস ঘোষ বলেন, এদিন সকালে আসানসোল পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডে একটি ঝুপড়ি ঘরে আগুন লাগে। আগুন আরও তীব্র হওয়ার আগেই স্থানীয় কাউন্সিলর আমাদেরকে খবর দেন। আমরা দ্রুত দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি বলেন, এই ঘরে কিভাবে আগুন লাগল তা তদন্তের বিষয়। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে, শট সার্কিটের কারণে আগুন লেগেছে।
    ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয় রায় বলেন, এই ঝুপড়ি বাড়িটি পুকুরের নিরাপত্তারক্ষীর। তিনি পুকুরের দেখাশোনা করেন। এই বাড়িতে আগুন লাগার ঘটনাটি শর্ট সার্কিটের কারণে ঘটেছে মনে হচ্ছে। আগুনে কেউ আহত হয়নি। তবে মাছের জন্য দেওয়া খাবার এই ঘরের মধ্যে রাখাছিলো। সেইসব কিছু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, বড় কোনও ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, আসানসোল দমকল বিভাগকে খবর দেওয়া মাত্র ১০ মিনিটের মধ্যে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

  • আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক তহবিলে মিনি মাস্ট লাইট / উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক……

    আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক তহবিলে মিনি মাস্ট লাইট / উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক……

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল:– রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে বিধায়ক তহবিল থেকে নির্মিত রাস্তা এবং মিনি মাস্ট লাইটের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ নিখিল চন্দ্র দাস, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর কল্যাণী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
    অন্যদিকে, এদিন আসানসোল পুরনিগমের ৯৯ নম্বর ওয়ার্ডের মিঠানিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ফান্ডে প্রায় ৫৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের আইন ও মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় , আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিঠানি থেকে বড়তোড়িয়া পর্যন্ত হওয়া এই রাস্তা তৈরি করতে ৫৯ লক্ষ টাকা ব্যয় করা হবে।

  • নারীদের নিরাপত্তার দাবি / আসানসোল দক্ষিণ থানায় স্মারকলিপি

    নারীদের নিরাপত্তার দাবি / আসানসোল দক্ষিণ থানায় স্মারকলিপি

    পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল আসানসোল দক্ষিণ থানায় নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মহিলাদের এক প্রতিনিধি দলের তরফে সোমবার একটি স্মারকলিপি দেওয়া হয় ।
    এই প্রসঙ্গে আইনজীবি লতা পাতিল মোদক বলেন, কিছুদিন আগে বালুরঘাট মালদা ট্রেনে একজন মহিলার শ্লীলতাহানির ঘটনা ঘটেছিলো। তিনি তার নিরাপত্তার জন্য আওয়াজ তুলেছিলেন। এখন প্রতিটি মহিলারই এইভাবে আওয়াজ তোলা উচিত। কারণ যেভাবে মহিলাদের উপর অত্যাচার বাড়ছে, তাতে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া মহিলাদের আর কোনও বিকল্প নেই। তিনি আরো বলেন, এদিন এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে সর্বত্র মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।