আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্রদের তরফে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তার খুনের প্রতিবাদ এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে রবিবার একটি মৌন মিছিল বার করা হয়। এই মিছিল আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন রবীন্দ্র ভবন থেকে শুরু হয়। পরে সেই মিছিল ভগত সিং মোড হয়ে রবীন্দ্র ভবনে ফিরে আসে। মিছিলে পা মেলানো সকলের একটিই দাবি ছিল যে আরজি কর হাসপাতালে যা ঘটেছে তার বিচার করে, দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।
আরজি করের ঘটনা আসানসোলে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মৌন মিছিল
সালানপুর:-আরজি করের ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য চলছে প্রতিবাদ মিছিল।এবার সালানপুর ব্লকের সমস্ত আইসিডিএস কেন্দ্রের কর্মীদের ও আশা কর্মীদের ডাকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।তারা রূপনারায়ণপুর ডাবর মোড় থেকে এই মিছিল বের করে আল্লাডি পর্যন্ত গিয়ে পুনরায় রূপনারায়ণপুরে এসে শেষ করেন।সেখানে প্রতিবাদ সভাও করা হয়।মূলত আরজি কর এর চিকিৎসক এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই এই বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল।এই মিছিলে ব্লকের শতাধিক আশা কর্মী আইসিডিএস কর্মীরা পায়ে পা মেলান।আর জি কর হাসপাতালে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন। দোষীদের অবিলম্বে ধরতে হবে এবং উপযুক্ত কঠোর শাস্তি দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল ।পাশাপাশি এই মিছিলে আইসিডিএস কর্মীদের সাথে সাথে সাধারণ মানুষেরও হাতে বিভিন্ন প্ল্যাকেটে লেখা উই ওয়ান্ট জাস্টিস বিচার চাই বিচার চাই এই দাবি নিয়ে পদযাত্রায় হাঁটলেন।
আসানসোল : আসানসোল নর্থ পয়েন্ট স্কুল এবং পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন রায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে। এই উপলক্ষে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ জি মহারাজ স্কুলের রজত জয়ন্তী গেট উদ্বোধন করেন। পাশাপাশি ভূমিপূজো করে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এই রক্তদান শিবির আয়োজনে সহযোগিতা করেন প্রবীর ধর। এর পাশাপাশি এদিন চক্ষু ও দাঁতের পরীক্ষার একটি ক্যাম্পেরও আয়োজন করা হয়। এর পাশাপাশি পড়ুয়াদের জন্য বৃত্তি প্রকল্প চালু করা হয়েছে। এছাড়াও বৃক্ষরোপনের একটি কর্মসূচি ছিলো।
এই প্রসঙ্গে শচীন রায় বলেন, আমি সর্বদা সামাজিক কাজ করতে চাই। তাই জন্মদিনে একটি বৃক্ষরোপণ সহ একাধিক সমাজের উপকার হয়, এমন কিছুর আয়োজন করা হয়েছিলো। শচীন রায় আরো বলেন, শুধু আমার জন্মদিনই নয়, সবসময় ঈশ্বরের কৃপায় মানুষের সেবা চালিয়ে যেতে চাই। তিনি রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সৌমাত্মানন্দ জি মহারাজকে ধন্যবাদ জানান এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এদিন অনুষ্ঠানে আসানসোল রামকৃষ্ণ মিশনের উন্নয়ন তহবিলে ১ লক্ষ টাকার চেক এবং পাশাপাশি সামাজিক সংস্থা আসানসোল “প্রগতি”কে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শচীন রায়ের স্ত্রী স্কুলের ডিরেক্টর মিতা রায়, পুত্র স্কুলের ডিরেক্টর গৌরব রায়, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ রাজীব শা এবং পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পড়ুয়া, শিক্ষক ও অন্যান্য কর্মচারীরা।