পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর তাত পুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দা বিপ্রদাস ভট্টাচার্য জানিয়েছেন,সকাল ১০টা নাগাদ তিনি নিজের পুকুর দেখতে যান।তখনই তিনি কিছু একটা জলের মধ্যে ভাসতে দেখেন। এরপর তিনি কাছে গিয়ে বুঝতে পারেন কোন মহিলার মৃতদেহ ভাসছে তার পুকুরে। তৎক্ষণাৎ তিনি জামালপুর থানার পুলিশকে খবর দিলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।যে দেহটি উদ্ধার হয় সেটি একটি মহিলার বলে জানা গিয়েছে। তবে ওই মহিলার কোন নাম পরিচয় জানা যায়নি। মহিলার পরিচয় জানতে ও মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত করছে পুলিশ।
পাবলিক নিউজঃ ডেস্ক পূর্ব বর্ধমান:-বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকো আমবাগান এলাকায় রেলের জায়গায় বস্তি উচ্ছেদ করার নোটিশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে । মূলত পূর্ব রেলের জায়গার উপর এই বস্তি থাকায় এমনই দাবি করে রেলের তরফে কিছু দিন আগে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার রেলের তরফ থেকে রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা বস্তি উচ্ছেদ করতে না আসায় আতঙ্কিত হয়ে পড়েন বস্তি বাসীরা। বস্তি বাসীরা জানান ৫০ বছরেরও বেশি দিন ধরে এই জায়গার ওপর তাদের বসবাস। প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার বসবাস করে। স্বাভাবিক ভাবেই কোনো ভাবেই জায়গা ছাড়া যাবে না। রেলের তরফ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার পরেও বৃহস্পতিবার নির্ধারিত দিনে রেলের আধিকারিকরা উচ্ছেদ করতে না আসায়। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বস্তিবাসীরা। যেকোনো মুহূর্তে রেলের আধিকারিকরা বুলডোজার নিয়ে বস্তি উচ্ছেদ করতে হাজির হতে পারেন। কিন্তু সেই সময়টা কখন আসবে সেই নিয়েই আতঙ্কিত বস্তিবাসী। পাশাপাশি বস্তি বাসীরা বাসস্থান ছেড়ে না যাওয়ার জন্য রেলের বিরুদ্ধে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন ৫০-৬০ টি পরিবার। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার তৃণমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিবশঙ্কর ঘোষের নেতৃত্বে রেল পুলিশের বিপক্ষে দাঁড়ান বস্তি বাসীরা। জানা গিয়েছে,রেল কর্তৃপক্ষ বারবার এই বস্তিতে নোটিশ জারি করেন,শেষমেশ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বস্তির মানুষদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।
পূর্ব বর্ধমান:-আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে যখন দেশজুড়ে দোষীদের শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছেন বিভিন্ন স্তরের মানুষ। সেই সময় বৃহস্পতিবার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়ায় বর্ধমান কানলা রোডের পার্শ্ববর্তী এলাকায় ক্যানভাসে কবি এঁকে প্রতিবাদ জানালো শিল্পীরা।অর্থাৎ তুলির টানে আরজিকর ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির দাবি শিল্পকলার মাধ্যমে তুলে ধরেন তারা।এদিন আরজিকর হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বার করে তাদের কঠোরতম শাস্তির দাবি জানান চিত্রশিল্পীরা ।তাদের এক টাই দাবি” we want justice” । এদিন এলাকার বেশ কিছু চিত্রশিল্পীরা এই প্রতিবাদে এদিন সামিল হন। প্রতিবাদী শিল্পীরা জানিয়েছেন, আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়ার সাথে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার প্রতিবাদ শুধু পশ্চিমবাংলা নয়। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা দেশে নারীদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু হয়েছে। একই সাথে আরজি করের ঘটনায় যারা যুক্ত তাদের গ্রেফতার করে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবি তুলেছেন তারা। তবে তাদের দাবি রাস্তায় নেমে প্রতিবাদ নয়। ক্যানভাসে তুলির টানে প্রতিবাদের অভিনব চিন্তাভাবনা তাদের। চিত্রশিল্পীদের অভিনব প্রতিবাদ দেখে মুগ্ধ এলাকার মানুষ। স্থানীয়রা জানিয়েছেন সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে চিত্রশিল্পীরাও যেভাবে ছবি এঁকে তাদের দাবি এবং প্রতিবাদ জানাচ্ছেন তা প্রশংসনীয়।
পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে। মৃতের নাম অমূল্য দাস।বয়স ৭৭ বছর। মৃতের পরিবারের অভিযোগ সকালে অমূল্য দাস অসুস্থ বোধ করায় তাকে পানাগড় রেলস্টেশন সংলগ্ন রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা করার পর হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে জানানো হয় আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে করে তাকে অন্যত্র স্থানান্তর করা হবে। সেইমতো আসানসোল থেকে অ্যাম্বুলেন্স আসার পর সেই অ্যাম্বুলেন্সে রোগীকে চাপানো হলে অসুস্থ অবস্থায় অমূল্য দাস কে দুর্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে পানাগড়ের দার্জিলিং মোড়ে পরিবারের সদস্যরা লক্ষ্য করেন অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্সের চালক কে এই বিষয়ে জানানো হলে অ্যাম্বুলেন্সের চালক বলেন ভগবানের নাম নিয়ে চলুন কিছুই হবে না। এরপর এম্বুলেন্সে করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে অমূল্য দাসকে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদয়রা দেহ ফের নিয়ে আসে পানাগড় স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে।পরিবারের অভিযোগ অ্যাম্বুলেন্সে চাপানোর সময় তারা রেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং নার্সকে অ্যাম্বুলেন্সে সিলিন্ডারে অক্সিজেন আছে কিনা সেই বিষয়ে বারবার জিজ্ঞাসা করা হলে সব ঠিকঠাক আছে বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়। পরিবারের অভিযোগ যদি সব ঠিকই থাকত তবে পানাগড় থেকে বেরোনোর সময় অক্সিজেনের সিলিন্ডারে অক্সিজেন কিভাবে শেষ হয়ে যায়। শুধুমাত্র অক্সিজেনের অভাবে একজন মানুষের মৃত্যু হয়েছে বলে তাদের দাবি। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা ও এলাকাবাসী। যদিও এই বিষয়ে হাসপাতালের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-আরজি করের ঘটনার প্রতিবাদে নেমে বুধবার ডিওয়াইএফআইয়ের মিছিল ও সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠেছিলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম ও বিভিন্ন বাম সংগঠন। করা হয় মিছিল ও সভা। তা করতে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে বচসা ও ধস্তাধস্তি। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, আসানসোলর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, দূর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় সহ জেলা ও রাজ্য নেতৃত্ব এদিন রাস্তায় নামে। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় সিপিএমের মিছিল। মিছিলের রুট ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর পুরনিগম পর্যন্ত যাওয়া। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়াশ গান্ধী মোড়ের কাছ দিয়ে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে পুরনিগমের দিকে যাওয়ার চেষ্টা করে সিপিএম নেতৃত্ব। দুর্গাপুর পুরনিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন সিপিএম কর্মী ও সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে গোটা পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, আমাদের কর্মীদের ওপর নৃশংস ভাবে বোমা ছুঁড়ে হামলা চালালো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা। আর আমাদের শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আরজি করের ঘটনার বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিএমের। অন্যদিকে এদিনের মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ ও তৃনমুল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি আরজি করের ঘটনা টেনে সতর্ক করেন সিভিক ভলেন্টিয়ারদেরকে।
পাবলিক নিউজঃডেস্কআসানসোল:-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলেে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই কাজি নজরুল ইসলামের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলাশাসক এস পোন্নাবালাম ও আড্ডার চেয়ারম্যান কবি দত্ত স্বাধীনতা আন্দোলনে কাজী নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, কাজী নজরুল ইসলামের লেখা স্বাধীনতা প্রেমিকদের যেভাবে উজ্জীবিত করেছিল। তাদেরকে উৎসাহিত করেছিল ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সাহস যুগিয়েছিলেন তিনি যে সংগ্রামের চেতনা জাগিয়েছিলেন, তার কোনো নজির নেই। তারা বলেন, কাজি নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মূর্ত প্রতীক ছিলেন। তিনি এমন সব শ্যামা সঙ্গীত ও গান তৈরি করেছিলেন, যা আজও শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে গাওয়া হয়। আমাদের জন্য গর্বের বিষয় যে কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন।
দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।বুধবার বিকালে দূর্গাপুরে ডিওয়াই এফ আইয়ের মিছিলে সংঘর্ষ এবং সিপিএমের বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজির ঘটনায় নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি দূর্গাপুরে এসে রাজ্যের মূখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। তিনি জানান রাজ্যের মূখ্যমন্ত্রী আন্দোলন দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিলেন পরবর্তীকালে তাদের মুক্তি দেওয়া হয়। বুধবারের দূর্গাপুরের হামলার ঘটনায় আরো একবার প্রমাণিত হয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা হামলা চালিয়েছিলেন তারমধ্যে তাদের প্রাক্তন কর্মীও উপস্থিত ছিলেন। রাজ্যের অপদার্থ পুলিশ গতকালের ঘটনা সামলাতে অসমর্থ, নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন আরো তীব্র হবে বলে জানান মিনাক্ষী মুখার্জি।
বৃহস্পতিবার সকালে আসানসোল থেকে দূর্গাপুরগামী মদ ভর্তি একটা ট্রাক জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে মেরে উল্টে যায়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় পুলিশের কাছে খবর গেলে পুলিশ তৎপরতার সাথে ক্রেন এনে ট্রাকটাকে সোজা করে এবং রাস্তায় ভাঙা মদের বোতল তুলে রাস্তা পরিস্কার করে দেয়। ঘটনাস্থলে এক্সসাইজ দপ্তরের আধিকারিক পৌঁছে তদন্ত শুরু করেছেন।
জাহিদ আনোয়ার/আলোক চক্রবর্তীরানীগঞ্জ :-রাণীগঞ্জের ডলফিন মাঠ থেকে বিধায়িকা অগ্নিমিত্র পাল, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীসহ বিজেপির কর্মীদের শান্তিপূর্ণ মিছিল রাণীগঞ্জ থানার সামনে আসতেই হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশ প্রশাসনের লাগানো ত্রিশ্তরীয় ব্যারিকেড মুহূর্তে ভেঙে দেওয়াতে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গতকাল বন্ধের দিন পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মী ও মহিলা মোর্চার সদস্যাদের উপর আক্রমণ, হত্যার চক্রান্ত ও মহিলাদের সাথে অভব্য আচরণের প্রতিবাদে বিজেপির রাণীগঞ্জ থানা ঘেরাও অভিযান ছিল। শান্তিপূর্ণ ভাবে এই মিছিল রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবার পর রাণীগঞ্জ থানার সামনে পুলিশের উপর আক্রোশে পুলিশের লাগানো ব্যারিকেড মুহূর্তে ভেঙে ফেলে এবং থানার সামনে ধর্ণাতে বসলেন বিধায়িকা, জেলা সভাপতি সহ বিশিষ্ট নেতৃত্ব ও মহিলা মোর্চার সদস্যারা। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান মঙ্গলবার যুব সমাজের পক্ষ থেকে আর জি করের নির্যাতিতা চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নবান্ন ঘেরাও করার পরিকল্পনা সুচারুভাবে মূখ্যমন্ত্রী পুলিশের সহযোগিতায় যুব সমাজের উপর আক্রমণ করে, বিজেপি ঐ আক্রমণের বিরুদ্ধে ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকে। বন্ধের দিন সারা বাংলার সাথে রাণীগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের বরো চেয়ারম্যান মুজম্মিল সাহজাদা, টাউন সভাপতি রুপেশ যাদব, বাপি চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং মহিলা মোর্চার সদস্যাদের সাথে অভব্য আচরণ করে। বিধায়িকা অগ্নিমিত্র পাল রাণীগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত সহ পুলিশ প্রশাসনকে হুমকি দেন বিজেপির কর্মীরা আইন মেনে চলে বলে তারা দুর্বল নয় গতকালের ঘটনায় দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে আন্দোলন আরো তীব্র হবে।
আলোক চক্রবর্তী রাণীগঞ্জ :-কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার প্রতিবাদে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, বিজেপির দাবি শান্তিপূর্ণ আন্দোলনকে বলপূর্বক প্রতিরোধ করতে চেষ্টা করে পুলিশ প্রশাসন ফলে অনেক যুব, ছাত্র আহত হয়। বিজেপির দাবি পুলিশ প্রশাসনের এই কার্যকলাপের বিরুদ্ধে সারা বাংলাতে ১২ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং টিএমসির গুন্ডাবাহিনী এবং পুলিশ প্রশাসন যৌথভাবে এই বন্ধ ব্যার্থ করতে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে। রাণীগঞ্জের বিজেপির কর্মীদের উপর পুলিশ প্রশাসনের সামনে আক্রমণ করা হয় বৃহস্পতিবার সকালে পুলিশের অসহযোগিতার বিরুদ্ধে রাণীগঞ্জ থানা ঘেরাও করা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পালের নেতৃত্বে রাণীগঞ্জ ডলফিন মাঠ থেকে একটা প্রতিবাদ মিছিল বার করা হয়, মিছিল বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাণীগঞ্জ থানার সামনে বিজেপির কর্মীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দেবার পর পুলিশের লাগানো ব্যারিকেড সরিয়ে দিলে পুলিশের সাথে হাতাহাতি শুরু হয়। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান মহিলা চিকিৎসকের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল যুব সমাজ কিন্তু পুলিশ প্রশাসন নির্মমভাবে মমতা ব্যানার্জীর অঙ্গুলি হেলনে নির্মমভাবে আক্রমণ করে, পুলিশ প্রশাসনের বর্বরোচিত কান্ডের প্রতিবাদে বুধবার ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকা হয়। সারা বাংলাতে বিজেপির কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আক্রমণ করে রাণীগঞ্জ শহরেও পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মীদের মারধোর করা হয় তাতে কয়েকজন বিজেপির কর্মী আহত হয়। বিধায়িকা অভিযোগ করছেন বরো চেয়ারম্যান মুজম্মিল সাহজাদা, টাউন সভাপতি রুপেশ যাদব, বাপি চক্রবর্তীর উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা হয় কয়েকজন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আরো অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির মহিলা মোর্চার সদস্যাদের সাথে অভব্য ব্যাবহার করেছেন। বিজেপির বিধায়িকা রাণীগঞ্জ থানায় বিজেপির কর্মীদের হত্যার চক্রান্ত ও মহিলাদের উপর অভব্য আচরণের অভিযোগ জমা করেছেন। তিনি জানান তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী মঞ্চ থেকে যুবদের উদ্দেশ্যে মহিলাদের সুরক্ষা ও সম্মান নিয়ে বড় বড় ভাষন দেন আর অন্যদিকে মহিলাদের অসম্মান করা তাদের অভ্যাস হয়ে গেছে। তিনি রাণীগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত ও অন্যান্য আধিকারিকদের হুমকি দিয়ে বলেন তাদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির কর্মী এবং মহিলা মোর্চার সদস্যাদের উপর অত্যাচার করেছেন তারা সাবধান হয়ে যান বিজেপির কর্মীরা পাল্টা মার দিতে জানে তারা আইন মেনে চলাকে দূর্বলতা যেন না ভাবে।