

আলোক চক্রবর্তী আসানসোল,:-সোমবার দুপুর থেকে স্কুল থেকে নিঁখোজ গঙ্গা সাগর খরবারের মেয়ে দিব্যা কুমারী খরবার সে সেন্ট ম্যারী গরেটো স্কুলের নবম শ্রেণির ছাত্রী ২৪ ঘন্টা পার হয়ে গেলেও আসানসোল দক্ষিণ থানার থেকে কোন সদুত্তর না পাওয়াতে এলাকাবাসীরা আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে বিক্ষোভ দেখান। মেয়ের বাবা জানান সোমবার দুপুর একটা চল্লিশ মিনিটে স্কুল ছুটি হয় প্রত্যেকদিনের মতো তিনি মেয়েকে নিতে আসেন কিন্তু সবাই চলে গেলেও তার মেয়ে আসে নি তিনি স্কুলের কতৃপক্ষকে জানাবার পর সিসি ফুটেজ দেখে তার কোন ছবি দেখা যায় নি তিনি ভাবলেন হয়তো তার মেয়ে সেন্ট ম্যারি গরেটো স্কুলের অন্য গেট দিয়ে চলে গেছে বাড়ীতে ফোন করে জানতে পারে মেয়ে বাড়ী ফিরে নি। আসানসোল দক্ষিণ থানার ফাঁড়িতে অভিযোগ জানানো হয় কিন্তু ২৪ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ থেকে কোন জবাব না আসাতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। মেয়ের মা তার মেয়ের দুজন বন্ধুর উপর সন্দেহ হওয়াতে তাদের ফোন নং দিলেও কোন পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ পুলিশ প্রশাসন। মেয়ের বাবা এবং মা এর একটাই জিজ্ঞাসা তার মেয়ে স্কুল আর বাড়ী ছাড়া অন্য কোথাও যেত না সে হঠাৎ করে কোথায় যাবে।পুলিশ প্রশাসন থেকে তদন্ত শুরু হয়েছে এবং আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি মেয়েকে পাওয়া যাবে।
























