Category: AMC

  • আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা লোকশিল্পী সম্মেলন আসানসোল,

    আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা লোকশিল্পী সম্মেলন আসানসোল,

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সেনরেল স্টেডিয়ামে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে শনিবার হলো পশ্চিম বর্ধমান জেলা ” লোকশিল্পী সম্মেলন”। প্রদীপ জ্বালিয়ে ও বাউল গানের মধ্যে দিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, শিক্ষা, তথ্য সাংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় ,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও জেলার অন্যান্য প্রকল্প আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
    এই সম্মেলনের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

  • আরজি কর নিয়ে আসানসোলের রাস্তায় তৃণমূল/ বিজেপি ও বামপন্থীরা ঘটনা নিয়ে রাজনীতি করছে: আইনমন্ত্রী আসানসোল,

    আরজি কর নিয়ে আসানসোলের রাস্তায় তৃণমূল/ বিজেপি ও বামপন্থীরা ঘটনা নিয়ে রাজনীতি করছে: আইনমন্ত্রী আসানসোল,

    পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :-আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজি করের ঘটনায় রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূল কর্মীরাও পাল্টা রাস্তায় নেমে এসেছে।এদিন আসানসোল ও কুলটিতে একটি বিক্ষোভ সভা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভায় একটি মিছিল বার করা হয়। আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এর মধ্যে দিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তির দাবি করা হয়। আসানসোল পুরনিগমের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্ব দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে দক্ষিণা কালী মন্দিরের কাছে বিক্ষোভ সভা হয় ।কাউন্সিলার গোপা হালদার, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ছাড়াও ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যায় তৃনমুল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন কলকাতায় যে ধরণের ঘটনা ঘটেছে তা খুব বেশি। যেদিন এই ঘটনা ঘটলো, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআইয়ের কাছে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই মামলায় নতুন কোন কিছু করে উঠতে পারেনি সিবিআই।
    তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনায় দোষীদের ফাঁসি দাবি করে আসছেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন। যারা ধর্ষণে দোষী তাদের ফাঁসি হয়েছেশাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। একদিকে তৃণমূল কংগ্রেস দোষীদের কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি ও বামপন্থীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে।
    অন্যদিকে, এদিন একইসঙ্গে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ সভা হয়। সেখানে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।লছিপুর গেট থেকে মিছিল তৃণমূল কংগ্রেসের কুলটি তৃণমূল কংগ্রেসের
    লাচ্ছিপুর গেট থেকে নিয়ামতপুর নতুন সড়ক পর্যন্ত মিছিল বার করা হয়। প্রায় দুই কিলোমিটারের এই মিছিলে অংশগ্রহণকারীদের গলায় প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে অভিযুক্তদের ফাঁসির দাবিতে জানানো হয়।
    প্রসঙ্গতঃ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযুক্তদের ফাঁসি দাবি করেছিলেন।এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন।
    লছিপুর গেট থেকে এই মিছিল শুরু হয়ে নিয়ামতপুর মাদ্রাসা দেবী মন্দির, কোয়েরী পাড়, মুচিপাড়া, নিয়ামতপুর বাজার হয়ে নিয়ামতপুর নতুন সড়ক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
    উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র, যুব সভাপতি বিমান দত্ত।

  • টানা বৃষ্টিতে জমেছে জল / পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা / সতর্ক স্বাস্থ্য দপ্তর

    টানা বৃষ্টিতে জমেছে জল / পশ্চিম বর্ধমান জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা / সতর্ক স্বাস্থ্য দপ্তর

    File photo

    পাবলিক নিউজঃ ডেস্ক:- টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় । আর তাতে বিভিন্ন জায়গায় জমেছে জল। তারপরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পশ্চিম বর্ধমান জেলায় এই মুহূর্তে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৫ জন । তার মধ্যে আসানসোল পুরনিগম এলাকায় ৮৫ জন এবং দুর্গাপুর পুরনিগম এলাকায় ৬৫ জন বলে শনিবার জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান। তিনি বলেন, ১৫ জন আক্রান্ত জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা। সব ব্লকে এক বা দুজন করে ডেঙ্গু আক্রান্তর খোঁজ পাওয়া গেলেও জেলার অন্ডাল ও কাঁকসা এলাকায় এই রোগের সংখ্যা বেশি বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়ে। তিনি বলেন, দুজন বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তারা একজন পুরুষ এবং একজন মহিলা। গত দুই সপ্তাহে জেলায় আক্রান্তের সংখ্যা ২১ বলে তিনি জানিয়েছেন। এই মুহুর্তে ডেঙ্গু মোকাবিলায় জেলাস্তরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
    অন্যদিকে, আসানসোল পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গঙ্গোপাধ্যায় বলেন, আগস্ট মাসে কেবলমাত্র এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। আসানসোল পুর এলাকায় যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে ২৬ জন বাঙ্গালোর, চেন্নাই সহ প্রধানতঃ দক্ষিন ভারত থেকে এই রোগ আক্রান্ত হয়ে ত নিজেদের জেলায় এসেছেন। তিনি বলেন, আসানসোল পুরনিগমের ৩, ৪, ৫, ৬ নং বোরোগুলিতে সবচেয়ে বেশি এই রোগে আক্রান্তের সংখ্যা দেখা গেছে। এর পাশাপাশি আসানসোলের রেলপারে মুৎসুদ্ধি মহল্লা, হটন রোড, আসানসোল বাজার সংলগ্ন এলাকা বলতে ৪১, ৪৪, ৪৫ নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এছাড়াও কুলটির নিয়ামতপুর, বরাকর , ডিসেরগড়ে এই রোগে আগস্ট মাসে আক্রান্ত হয়েছেন অনেকেই।
    তিনি আরো বলেন, আসানসোলের দুটি, রানিগঞ্জ, কুলটি ও জামুরিয়ার তিনটি সহ মোট পাঁচটি স্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টারে প্রতিদিন এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন কিনা তার পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুর এলাকার মধ্যে আমাদের যে ২৪টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেইসব কেন্দ্রগুলিতে যদি কেউ জ্বর নিয়ে যান বা বিশেষ কোনো উপসর্গ থাকে তাহলে তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে। রক্ত পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে কোথাও জল জমে আছে বা আবর্জনা জমে আছে কিনা। কোথাও তা থাকলে তার রিপোর্ট করার পরে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নিচ্ছে। তবে গতবার এই সময় যে পরিমাণ ডেঙ্গু রোগী আসানসোল পুরনিগম এলাকায় ছিল এবার তার চেয়ে সামান্য কিছু কম আছে। তার দাবি, কিন্তু আগস্ট মাসে আচমকা রোগীর সংখ্যা বেড়ে গেছে তা, প্রধানতঃ টানা বৃষ্টির কারণে। পুরনিগমের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সমানে নজরদারিও চালানো হচ্ছে।

  • কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনে সাংসদ এবং মন্ত্রী।

    কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধনে সাংসদ এবং মন্ত্রী।

    আলোক চক্রবর্তী আসানসোল:- শণিবার সকালে আসানসোলে কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ শত্রুঘ্ন সিনহা। উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,বরো চেয়ারম্যান উৎপল সিনহা , তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবি কলেজের অধ্যক্ষ ডঃ অমিতাভ বসু সহ বিশিষ্ট অতিথিরা। সাংসদ শত্রুঘ্ন সিনহা জানান আসানসোল শহরের উন্নয়নের জন্য তিনি সব রকমের সাহায্য করতে প্রস্তুত আছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুবিধার্থে দশ লক্ষ টাকা খরচ করে ডিজিটাল লাইব্রেরি করা হয়েছে ভবিষ্যতে আরো অনেক কিছু করা হবে। মন্ত্রী মলয় ঘটক সাংসদের কাছে বিশ্ববিদ্যালয়ে সোলার লাগানোর জন্য অনুদানের আবেদন করেন।

  • বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

    বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

    আলোক চক্রবর্তী আসানসোল-:-শণিবার আসানসোল পৌরনিগমের ৪৩ নং ওয়ার্ডে বিরিঞ্চি লাল ভবনে দেবাশীষ ঘটক মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ চন্দ্র দাস জানান শণিবার রক্তদান শিবিরে ৪০ ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে তাছাড়া অনেকে রক্ত দিতে আগ্রহী ছিলেন। বিভিন্ন সময়ে এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। উপস্থিত প্রাক্তন কাউন্সিলর শম্ভু গুপ্ত জানান রক্তদান শিবিরে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচন্ড উৎসাহের সাথে রক্তদান করেছেন।

  • সালানপুরে প্রয়াস ক্লাবের দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা।

    সালানপুরে প্রয়াস ক্লাবের দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা।

    আলোক চক্রবর্তী ও মানস শর্মা আসানসোল :- সালানপুর থানার রুপনারায়নপুরের প্রয়াস ক্লাবের উদ্দ্যোগে দুদিনের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শণিবার স্বর্গীয় চিত্তরঞ্জন দাস এবং স্বর্গীয় অভয় মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহঃ আরমান এবং প্রয়াস ক্লাবের সম্পাদক বিপ্লব চ্যাটার্জী, টুর্নামেন্ট সেক্রেটারি পিন্টু দাস। মোট কুড়িটি টীম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ফাইনালে উইনার্স টীম ২০ হাজার টাকা এবং রানার্স টীম ১৫ হাজার টাকা পুরস্কার হিসেবে পাবেন। সেমিফাইনালে দুই টীমকে ২৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে।

  • কুষ্ঠ ও টিবি রুগীদের চিহ্নিত করার শিবির নিয়ে আলোচনা জেলা শাসক দপ্তরে।

    কুষ্ঠ ও টিবি রুগীদের চিহ্নিত করার শিবির নিয়ে আলোচনা জেলা শাসক দপ্তরে।

    শুক্রবার সকালে আসানসোল জেলা শাসকের দপ্তরে স্বাস্থ্য আধিকারিকের সাথে জেলা শাসকের আলোচনা সভা হয়। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ ইউনুস খান জানান আগামী ৩ রা সেপ্টেম্বর থেকে আসানসোল পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ড টিবি রোগে আক্রান্তদের চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে এবং সাথে কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদেরও চিহ্নিত করার ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই জেলায় টিবি রুগীদের সংখ্যা কমলেও কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত জেলায় প্রায় ৪০০ জন কুষ্ঠ রোগে আক্রান্ত রুগীদের পাওয়া গেছে সেইজন্য শিবির করার ব্যাপারে আলোচনা করা হয় এবং বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীরা গিয়ে চিহ্নিত করা হবে।

  • পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পাবলিক নিউজঃডেস্ক আসানসোল:-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলেে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই কাজি নজরুল ইসলামের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে জেলাশাসক এস পোন্নাবালাম ও আড্ডার চেয়ারম্যান কবি দত্ত স্বাধীনতা আন্দোলনে কাজী নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, কাজী নজরুল ইসলামের লেখা স্বাধীনতা প্রেমিকদের যেভাবে উজ্জীবিত করেছিল। তাদেরকে উৎসাহিত করেছিল ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সাহস যুগিয়েছিলেন তিনি যে সংগ্রামের চেতনা জাগিয়েছিলেন, তার কোনো নজির নেই। তারা বলেন, কাজি নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মূর্ত প্রতীক ছিলেন। তিনি এমন সব শ্যামা সঙ্গীত ও গান তৈরি করেছিলেন, যা আজও শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে গাওয়া হয়। আমাদের জন্য গর্বের বিষয় যে কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

  • কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    আলোক চক্রবর্তী আসানসোল:-বৃহস্পতিবার বিশ্ববরেণ্য কাজি নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবসে পুরনো আশ্রম মোড়ে তার প্রতিমূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম সহ বিশিষ্ট অতিথিরা। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান স্বাধীনতার আগে তার জ্বালামুখী কবিতা পড়ে দেশবাসী উদ্বুদ্ধ হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার প্রতিভাকে স্বীকৃতী দিয়েছিলেন। তিনি আসানসোলবাসীদের কাছে আবেদন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলামের লেখা কবিতা পড়ে জানতে দেশকে স্বাধীন করার পেছনে উনাদের অবদান।