Author: NewsEditor

  • ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা ও সিপিএমের কার্যালয়ে বোমাবাজির ঘটনা / দুর্গাপুরে রাস্তায় নেমে প্রতিবাদ মীনাক্ষী মুখোপাধ্যায়দের

    ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা ও সিপিএমের কার্যালয়ে বোমাবাজির ঘটনা / দুর্গাপুরে রাস্তায় নেমে প্রতিবাদ মীনাক্ষী মুখোপাধ্যায়দের

    পাবলিক নিউজঃ ডেস্ক দুর্গাপুর:-আরজি করের ঘটনার প্রতিবাদে নেমে বুধবার ডিওয়াইএফআইয়ের মিছিল ও সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা ও বোমাবাজির অভিযোগ উঠেছিলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম ও বিভিন্ন বাম সংগঠন। করা হয় মিছিল ও সভা। তা করতে পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে বচসা ও ধস্তাধস্তি। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, আসানসোলর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, দূর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী, সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায় সহ জেলা ও রাজ্য নেতৃত্ব এদিন রাস্তায় নামে।
    দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় সিপিএমের মিছিল। মিছিলের রুট ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর পুরনিগম পর্যন্ত যাওয়া। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়াশ গান্ধী মোড়ের কাছ দিয়ে ১৯ নং জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে পুরনিগমের দিকে যাওয়ার চেষ্টা করে সিপিএম নেতৃত্ব। দুর্গাপুর পুরনিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন সিপিএম কর্মী ও সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে গোটা পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছিলো বিশাল পুলিশ বাহিনী।
    সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, আমাদের কর্মীদের ওপর নৃশংস ভাবে বোমা ছুঁড়ে হামলা চালালো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা। আর আমাদের শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আরজি করের ঘটনার বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিএমের।
    অন্যদিকে এদিনের মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ ও তৃনমুল কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি আরজি করের ঘটনা টেনে সতর্ক করেন সিভিক ভলেন্টিয়ারদেরকে।

  • शिक्षा रत्न सम्मान 2024 सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक को

    शिक्षा रत्न सम्मान 2024 सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक को

    प्रधानाध्यापक

    पब्लिक न्यूज ब्यूरो आसनसोल : शिक्षक दिवस पर राज्य सरकार द्वारा प्रत्येक वर्ष शिक्षा के क्षेत्र में विशेष योगदान देनेवाले शिक्षकों को शिक्षा रत्न सम्मान दिया जाता है।  प्रत्येक जिल में उत्कृष्ट योगदान के लिए शिक्षकों को शिक्षा रत्न पुरस्कार से सम्मानित किया जाता है।  इस साल भी कई शिक्षकों को शिक्षा रत्न सम्मान दिया जाएगा 5 सितंबर यानी शिक्षक दिवस के अवसर पर इस कार्यक्रम का आयोजन किया जायेगा। इस साल भी कोलकाता के विश्व बांग्ला मेला प्रांगण  शिक्षकों को शिक्षा रत्न 2024 पुरस्कार से सम्मानित किया जाएगा ।
    इस बार पश्चिम बर्द्धमान जिले के रानीगंज स्थित सियारसोल राज हाई स्कूल के प्रधानाध्यापक तापस कुमार चटर्जी को शिक्षारत्न सम्मान के लिए चुना गया है पश्चिम बंगाल सरकार के स्कूल शिक्षा विभाग के निदेशक द्वारा तापस कुमार चटर्जी को इसकी सूचना दी गई है और उन्हें 5 सितंबर को कोलकाता में विश्व बांग्ला मेला प्रांगण में उपस्थित रहने के लिए आमंत्रित किया गया है। रानीगंज क्षेत्र के लिए निश्चित रूप से यह एक बहुत सम्मान का विषय है कि यहां के एक स्कूल के प्रिंसिपल को इस बेहद प्रतिष्ठित पुरस्कार के लिए चुना गया है। उन्हें इस सम्मान के लिए चुने जाने पर राजीव मुखर्जी गांधी प्रसाद नोनिया मुकेश झा मनोज यादव अतनु दत्ता सुजात हुसैन मोहम्मद इमरान उदास चक्रवर्ती आदि ने बधाई दी।

  • পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ / আসানসোলে শ্রদ্ধার সঙ্গে বিদ্রোহী কবির প্রয়াণ দিবস পালন

    পাবলিক নিউজঃডেস্ক আসানসোল:-বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলেে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সভা কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবালাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই কাজি নজরুল ইসলামের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে জেলাশাসক এস পোন্নাবালাম ও আড্ডার চেয়ারম্যান কবি দত্ত স্বাধীনতা আন্দোলনে কাজী নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে বলেন, কাজী নজরুল ইসলামের লেখা স্বাধীনতা প্রেমিকদের যেভাবে উজ্জীবিত করেছিল। তাদেরকে উৎসাহিত করেছিল ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে সাহস যুগিয়েছিলেন তিনি যে সংগ্রামের চেতনা জাগিয়েছিলেন, তার কোনো নজির নেই। তারা বলেন, কাজি নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মূর্ত প্রতীক ছিলেন। তিনি এমন সব শ্যামা সঙ্গীত ও গান তৈরি করেছিলেন, যা আজও শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে গাওয়া হয়। আমাদের জন্য গর্বের বিষয় যে কাজী নজরুল ইসলাম পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

  • দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।

    দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।

    দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।বুধবার বিকালে দূর্গাপুরে ডিওয়াই এফ আইয়ের মিছিলে সংঘর্ষ এবং সিপিএমের বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজির ঘটনায় নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি দূর্গাপুরে এসে রাজ্যের মূখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। তিনি জানান রাজ্যের মূখ্যমন্ত্রী আন্দোলন দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিলেন পরবর্তীকালে তাদের মুক্তি দেওয়া হয়। বুধবারের দূর্গাপুরের হামলার ঘটনায় আরো একবার প্রমাণিত হয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা হামলা চালিয়েছিলেন তারমধ্যে তাদের প্রাক্তন কর্মীও উপস্থিত ছিলেন। রাজ্যের অপদার্থ পুলিশ গতকালের ঘটনা সামলাতে অসমর্থ, নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন আরো তীব্র হবে বলে জানান মিনাক্ষী মুখার্জি।

  • মদ ভর্তি ট্রাক উল্টে জাতীয় সড়ক অবরুদ্ধ, তৎপরতার সাথে পুলিশ রাস্তা পরিস্কার করে।

    মদ ভর্তি ট্রাক উল্টে জাতীয় সড়ক অবরুদ্ধ, তৎপরতার সাথে পুলিশ রাস্তা পরিস্কার করে।

    বৃহস্পতিবার সকালে আসানসোল থেকে দূর্গাপুরগামী মদ ভর্তি একটা ট্রাক জাতীয় সড়কের ওল্ড কোর্ট মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে মেরে উল্টে যায়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায় পুলিশের কাছে খবর গেলে পুলিশ তৎপরতার সাথে ক্রেন এনে ট্রাকটাকে সোজা করে এবং রাস্তায় ভাঙা মদের বোতল তুলে রাস্তা পরিস্কার করে দেয়। ঘটনাস্থলে এক্সসাইজ দপ্তরের আধিকারিক পৌঁছে তদন্ত শুরু করেছেন।

  • রাণীগঞ্জ থানার সামনে ব্যারিকেড উপড়ে ফেলে দিল বিজেপির কর্মীরা,প্রচ্ছন্ন হুমকি পুলিশ আধিকারিককে।

    রাণীগঞ্জ থানার সামনে ব্যারিকেড উপড়ে ফেলে দিল বিজেপির কর্মীরা,প্রচ্ছন্ন হুমকি পুলিশ আধিকারিককে।

    Video MLA Agnimitra Paul

    জাহিদ আনোয়ার/আলোক চক্রবর্তী রানীগঞ্জ :-রাণীগঞ্জের ডলফিন মাঠ থেকে বিধায়িকা অগ্নিমিত্র পাল, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জীসহ বিজেপির কর্মীদের শান্তিপূর্ণ মিছিল রাণীগঞ্জ থানার সামনে আসতেই হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশ প্রশাসনের লাগানো ত্রিশ্তরীয় ব্যারিকেড মুহূর্তে ভেঙে দেওয়াতে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গতকাল বন্ধের দিন পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মী ও মহিলা মোর্চার সদস্যাদের উপর আক্রমণ, হত্যার চক্রান্ত ও মহিলাদের সাথে অভব্য আচরণের প্রতিবাদে বিজেপির রাণীগঞ্জ থানা ঘেরাও অভিযান ছিল। শান্তিপূর্ণ ভাবে এই মিছিল রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাবার পর রাণীগঞ্জ থানার সামনে পুলিশের উপর আক্রোশে পুলিশের লাগানো ব্যারিকেড মুহূর্তে ভেঙে ফেলে এবং থানার সামনে ধর্ণাতে বসলেন বিধায়িকা, জেলা সভাপতি সহ বিশিষ্ট নেতৃত্ব ও মহিলা মোর্চার সদস্যারা। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান মঙ্গলবার যুব সমাজের পক্ষ থেকে আর জি করের নির্যাতিতা চিকিৎসকের দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নবান্ন ঘেরাও করার পরিকল্পনা সুচারুভাবে মূখ্যমন্ত্রী পুলিশের সহযোগিতায় যুব সমাজের উপর আক্রমণ করে, বিজেপি ঐ আক্রমণের বিরুদ্ধে ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকে। বন্ধের দিন সারা বাংলার সাথে রাণীগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের বরো চেয়ারম্যান মুজম্মিল সাহজাদা, টাউন সভাপতি রুপেশ যাদব, বাপি চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃত্ব পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে এবং মহিলা মোর্চার সদস্যাদের সাথে অভব্য আচরণ করে। বিধায়িকা অগ্নিমিত্র পাল রাণীগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত সহ পুলিশ প্রশাসনকে হুমকি দেন বিজেপির কর্মীরা আইন মেনে চলে বলে তারা দুর্বল নয় গতকালের ঘটনায় দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে আন্দোলন আরো তীব্র হবে।

  • পুলিশের ব্যারিকেড ভেঙে রাণীগঞ্জ থানা ঘেরাও।

    পুলিশের ব্যারিকেড ভেঙে রাণীগঞ্জ থানা ঘেরাও।

    আলোক চক্রবর্তী রাণীগঞ্জ :-কলকাতার আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার প্রতিবাদে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, বিজেপির দাবি শান্তিপূর্ণ আন্দোলনকে বলপূর্বক প্রতিরোধ করতে চেষ্টা করে পুলিশ প্রশাসন ফলে অনেক যুব, ছাত্র আহত হয়। বিজেপির দাবি পুলিশ প্রশাসনের এই কার্যকলাপের বিরুদ্ধে সারা বাংলাতে ১২ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং টিএমসির গুন্ডাবাহিনী এবং পুলিশ প্রশাসন যৌথভাবে এই বন্ধ ব্যার্থ করতে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করে। রাণীগঞ্জের বিজেপির কর্মীদের উপর পুলিশ প্রশাসনের সামনে আক্রমণ করা হয় বৃহস্পতিবার সকালে পুলিশের অসহযোগিতার বিরুদ্ধে রাণীগঞ্জ থানা ঘেরাও করা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পালের নেতৃত্বে রাণীগঞ্জ ডলফিন মাঠ থেকে একটা প্রতিবাদ মিছিল বার করা হয়, মিছিল বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাণীগঞ্জ থানার সামনে বিজেপির কর্মীরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শ্লোগান দেবার পর পুলিশের লাগানো ব্যারিকেড সরিয়ে দিলে পুলিশের সাথে হাতাহাতি শুরু হয়। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান মহিলা চিকিৎসকের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিল যুব সমাজ কিন্তু পুলিশ প্রশাসন নির্মমভাবে মমতা ব্যানার্জীর অঙ্গুলি হেলনে নির্মমভাবে আক্রমণ করে, পুলিশ প্রশাসনের বর্বরোচিত কান্ডের প্রতিবাদে বুধবার ১২ ঘন্টার বাংলা বন্ধ ডাকা হয়। সারা বাংলাতে বিজেপির কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আক্রমণ করে রাণীগঞ্জ শহরেও পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মীদের মারধোর করা হয় তাতে কয়েকজন বিজেপির কর্মী আহত হয়। বিধায়িকা অভিযোগ করছেন বরো চেয়ারম্যান মুজম্মিল সাহজাদা, টাউন সভাপতি রুপেশ যাদব, বাপি চক্রবর্তীর উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা হয় কয়েকজন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি আরো অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির মহিলা মোর্চার সদস্যাদের সাথে অভব্য ব্যাবহার করেছেন। বিজেপির বিধায়িকা রাণীগঞ্জ থানায় বিজেপির কর্মীদের হত্যার চক্রান্ত ও মহিলাদের উপর অভব্য আচরণের অভিযোগ জমা করেছেন। তিনি জানান তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী মঞ্চ থেকে যুবদের উদ্দেশ্যে মহিলাদের সুরক্ষা ও সম্মান নিয়ে বড় বড় ভাষন দেন আর অন্যদিকে মহিলাদের অসম্মান করা তাদের অভ্যাস হয়ে গেছে। তিনি রাণীগঞ্জ থানার আধিকারিক বিকাশ দত্ত ও অন্যান্য আধিকারিকদের হুমকি দিয়ে বলেন তাদের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির কর্মী এবং মহিলা মোর্চার সদস্যাদের উপর অত্যাচার করেছেন তারা সাবধান হয়ে যান বিজেপির কর্মীরা পাল্টা মার দিতে জানে তারা আইন মেনে চলাকে দূর্বলতা যেন না ভাবে।

  • দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।

    দূর্গাপুরের সিপিএমের ভবনে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মী, মিনাক্ষী মুখার্জি পুলিশ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি করলেন।

    আলোক চক্রবর্তী দুর্গাপুর:-বুধবার বিকালে দূর্গাপুরে ডিওয়াই এফ আইয়ের মিছিলে সংঘর্ষ এবং সিপিএমের বিমল দাশগুপ্ত ভবনে বোমাবাজির ঘটনায় নয়জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি দূর্গাপুরে এসে রাজ্যের মূখ্যমন্ত্রী তথা পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। তিনি জানান রাজ্যের মূখ্যমন্ত্রী আন্দোলন দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিলেন পরবর্তীকালে তাদের মুক্তি দেওয়া হয়। বুধবারের দূর্গাপুরের হামলার ঘটনায় আরো একবার প্রমাণিত হয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা হামলা চালিয়েছিলেন তারমধ্যে তাদের প্রাক্তন কর্মীও উপস্থিত ছিলেন। রাজ্যের অপদার্থ পুলিশ গতকালের ঘটনা সামলাতে অসমর্থ, নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন আরো তীব্র হবে বলে জানান মিনাক্ষী মুখার্জি।

  • কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    কাজি নজরুল ইসলামের প্রয়ান দিবসে তার মূর্তিতে মাল্যদান করলেন চেয়ারম্যান।

    আলোক চক্রবর্তী আসানসোল:-বৃহস্পতিবার বিশ্ববরেণ্য কাজি নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবসে পুরনো আশ্রম মোড়ে তার প্রতিমূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম সহ বিশিষ্ট অতিথিরা। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান স্বাধীনতার আগে তার জ্বালামুখী কবিতা পড়ে দেশবাসী উদ্বুদ্ধ হয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে তার প্রতিভাকে স্বীকৃতী দিয়েছিলেন। তিনি আসানসোলবাসীদের কাছে আবেদন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলামের লেখা কবিতা পড়ে জানতে দেশকে স্বাধীন করার পেছনে উনাদের অবদান।

  • চাকরির দাবিতে কারখানার গেটের সামনে মৃত দেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

    চাকরির দাবিতে কারখানার গেটের সামনে মৃত দেহ রেখে বিক্ষোভ স্থানীয়দের

    মনোজ শর্মা /জামুরিয়া গত ১৩ আগষ্ট জামুড়িয়া সেখ পুরের বাসিন্দা শিবু টুডু নামে এক শ্রমিক জামুড়িয়া ইকড়া শিল্পাতালুকের কেলেস্টার স্পঞ্জ লিমিটেড কারখানায় কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। তাকে তড়িঘড়ি আসানসোল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৮ বিকেলে মারা যায়। এর পরেই পরিবারের লোকজন ও স্থানীয়রা গতকাল রাত ৯ টা থেকে মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় ১২ ঘন্টার মৃতদেহ রাখার পরেও কারখানা কর্তৃপক্ষ পরিবারের সাথে কোনো কথা বলেনি। এর আগেও ২০২০ সালে কারখানায় কাজ করার সময় আহত হয়ে মারা যায় এক শ্রমিক। তার পরিবারের সদস্যদের কেউ এখন পর্যন্ত কাজে নিয়োগ করা হয় নি। তাদের দাবি অবিলম্বে এই দুই পরিবারের সদস্যদের চাকরিতে নিয়োগ না করা হলে বৃহত্তর আন্দোলনে যাব।