আলোক চক্রবর্তী /মনোজ শর্মা সালানপুর :-আট বছরের এক আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার ডাবর গ্রামের এক বৃদ্ধর বিরুদ্ধে, পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে আটক করে নিয়ে এসেছে। ডাবর গ্রামের সমাজসেবী শুকদেব মির্ধা জানান ডাবর গ্রামের এক আট বছরের আদিবাসী কিশোরীকে প্রাইভেট টিউশন করে ফেরার সময় গ্রামের এক ৭০/৭৫ বছরের এক বৃদ্ধ চকোলেটের লোভ দেখিয়ে তারসাথে কয়েকদিন ধরে শ্লীলতাহানির চেষ্টা করতো, কিশোরী তার বান্ধবীকে বলাতে সে টিউশনের শিক্ষিকাকে বলাতে শিক্ষিকা কিশোরীর অভিভাবকদের জানান এই খবর গ্রামের লোকেরা জানার পর তারা বৃদ্ধর বাড়ী ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে। অন্যদিকে বৃদ্ধর বড় ছেলে তার বাবার উপর আনা অভিযোগ অস্বীকার করে জানান তার বাবার বয়স হয়েছে তার বিরুদ্ধে এইরকম অভিযোগ ভিত্তিহীন আইনের উপর তার আস্থা আছে তার বাবা নির্দোষ প্রমাণিত হবে। গ্রামের কিছু লোকেরা ষড়যন্ত্র করে এই অভিযোগ করেছে কিছু জমির মামলা দীর্ঘদিন ধরে চলছে তারাই এই অভিযোগ করেছে।
अमित कुमार गुप्ता आसनसोल :–आसनसोल उत्तर थाना अंतर्गत द्वारिका द्वारका बंगाल में एक विधवा को गर्भवती करने का आरोप लगा है पीड़िता आसनसोल उत्तर थाना में शिकायत की है उसने आरोप लगाया उसे गर्भवती करने वाला टीएमसी कार्यकर्ता है इस खबर से पूरे इलाके में उबाल है लोग हर जगह इसकी चर्चा कर रहे हैं आरोपी से पूछने पर उसने बताया कि वह निर्दोष है उसका संबंध अन्य कई लड़कों के साथ है और हमारे सीधे पान का लाभ उठाते हुए हमें कमजोर समझते हुए मुझ पर आरोप लगा रही है जो बेबुनियाद है उसने कहा की महिला डीएनए टेस्ट करवा जिससे सच्चाई सामने आ जाएगी। अभी इसकी शिकायत के बाद पुलिस अपनी जांच में जुटी है और सच्चाई की पता लगाने में कार्रवाई कर रही है अभी तक पुलिस की तरफ से कोई इस पर पुष्टि नहीं की गई है।
পাবলিক নিউজঃ ডেস্ক:-মধ্যমগ্রামে সাত বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে। মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় এই ঘটনা সামনে আসতেই স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্ত বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে । পুলিশকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চলতে থাকে স্থানীয় মানুষজন।এমনকি ওই এলাকার পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর চলে। পঞ্চায়েত সদস্য এই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিস লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুঁড়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
পাবলিক নিউজঃ ডেস্ক:-মালদার মানিকচকের বন্যা কবলিত ভূতনী এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। শনিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে নৌকাপার করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের সংস্পর্শ এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কিশোর বয়সী এক নাবালক মাঝির। জানা গেছে, মৃত কিশোরের নাম ছোটু চৌধুরী। বাড়ি ভূতনীর দক্ষিণ চন্ডীপুর এলাকায়। সে শনিবার দিনভর ভূতনীর বন্যা কবলিত এলাকায় টাকার বিনিময়ে যাত্রীদের পারাপার করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সে শেষবারের মতো মথুরাপুর ভূতনী ব্রীজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চন্ডীপুরের খোশবোরটোলায় যায়। এরপর বাড়ি ফেরার তোড়জোর করে। কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে একপ্রকার জোরাজুরি করে ভুতনী ব্রীজের কাছে যেতে বাধ্য করে। কিন্তু ব্রীজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শংকরটোলার কাছে তার নৌকার বৈঠার বাঁশ কোনভাবে বিদ্যুতের এগারো হাজার ভোল্টবাহী তারে লেগে যায়। ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে এই খবর পেয়ে এন.ডি.আর.এফ-এর টিম ঘটনাস্থলে ছুটে যায়। এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘন্টা খানেক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূতনী ব্রীজ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। মাইকিং-এর নৌকার মাঝিদের বিদ্যুতের তারের নিচ দিয়ে সাবধানে নৌকা চালানোর বার্তা দেন সিভিক ভলান্টিয়াররা।
পাবলিক নিউজ ডেস্ক আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সেনরেল স্টেডিয়ামে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে শনিবার হলো পশ্চিম বর্ধমান জেলা ” লোকশিল্পী সম্মেলন”। প্রদীপ জ্বালিয়ে ও বাউল গানের মধ্যে দিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, শিক্ষা, তথ্য সাংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায় ,বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় সহ পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও জেলার অন্যান্য প্রকল্প আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। এই সম্মেলনের উদ্যোক্তা পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
পাবলিক নিউজ ডেস্ক আসানসোল :-আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজি করের ঘটনায় রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে বিরোধীরা ক্রমাগত আক্রমণ করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। আর তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূল কর্মীরাও পাল্টা রাস্তায় নেমে এসেছে।এদিন আসানসোল ও কুলটিতে একটি বিক্ষোভ সভা হয়। আসানসোল দক্ষিণ বিধানসভায় একটি মিছিল বার করা হয়। আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এর মধ্যে দিয়ে তারা যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের কঠোরতম শাস্তির দাবি করা হয়। আসানসোল পুরনিগমের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্ব দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে দক্ষিণা কালী মন্দিরের কাছে বিক্ষোভ সভা হয় ।কাউন্সিলার গোপা হালদার, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ছাড়াও ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডের বিপুল সংখ্যায় তৃনমুল কংগ্রেসের কর্মী উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন কলকাতায় যে ধরণের ঘটনা ঘটেছে তা খুব বেশি। যেদিন এই ঘটনা ঘটলো, সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি সিবিআইয়ের কাছে যায়। কিন্তু এখনও পর্যন্ত এই মামলায় নতুন কোন কিছু করে উঠতে পারেনি সিবিআই। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ঘটনায় দোষীদের ফাঁসি দাবি করে আসছেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন। যারা ধর্ষণে দোষী তাদের ফাঁসি হয়েছেশাস্তির ব্যবস্থা করা উচিত। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। একদিকে তৃণমূল কংগ্রেস দোষীদের কঠোর শাস্তি দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি ও বামপন্থীরা এই ঘটনা নিয়ে রাজনীতি করছে। অন্যদিকে, এদিন একইসঙ্গে আসানসোলের জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে একই দাবিতে বিক্ষোভ সভা হয়। সেখানে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।লছিপুর গেট থেকে মিছিল তৃণমূল কংগ্রেসের কুলটি তৃণমূল কংগ্রেসের লাচ্ছিপুর গেট থেকে নিয়ামতপুর নতুন সড়ক পর্যন্ত মিছিল বার করা হয়। প্রায় দুই কিলোমিটারের এই মিছিলে অংশগ্রহণকারীদের গলায় প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে অভিযুক্তদের ফাঁসির দাবিতে জানানো হয়। প্রসঙ্গতঃ, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিযুক্তদের ফাঁসি দাবি করেছিলেন।এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন। লছিপুর গেট থেকে এই মিছিল শুরু হয়ে নিয়ামতপুর মাদ্রাসা দেবী মন্দির, কোয়েরী পাড়, মুচিপাড়া, নিয়ামতপুর বাজার হয়ে নিয়ামতপুর নতুন সড়ক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রায়, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র, যুব সভাপতি বিমান দত্ত।
পাবলিক নিউজঃ ডেস্ক:- টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় । আর তাতে বিভিন্ন জায়গায় জমেছে জল। তারপরই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পশ্চিম বর্ধমান জেলায় এই মুহূর্তে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৬৫ জন । তার মধ্যে আসানসোল পুরনিগম এলাকায় ৮৫ জন এবং দুর্গাপুর পুরনিগম এলাকায় ৬৫ জন বলে শনিবার জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান। তিনি বলেন, ১৫ জন আক্রান্ত জেলার বিভিন্ন ব্লকের বাসিন্দা। সব ব্লকে এক বা দুজন করে ডেঙ্গু আক্রান্তর খোঁজ পাওয়া গেলেও জেলার অন্ডাল ও কাঁকসা এলাকায় এই রোগের সংখ্যা বেশি বলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়ে। তিনি বলেন, দুজন বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। তারা একজন পুরুষ এবং একজন মহিলা। গত দুই সপ্তাহে জেলায় আক্রান্তের সংখ্যা ২১ বলে তিনি জানিয়েছেন। এই মুহুর্তে ডেঙ্গু মোকাবিলায় জেলাস্তরে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, আসানসোল পুরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক গঙ্গোপাধ্যায় বলেন, আগস্ট মাসে কেবলমাত্র এই রোগে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। আসানসোল পুর এলাকায় যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে ২৬ জন বাঙ্গালোর, চেন্নাই সহ প্রধানতঃ দক্ষিন ভারত থেকে এই রোগ আক্রান্ত হয়ে ত নিজেদের জেলায় এসেছেন। তিনি বলেন, আসানসোল পুরনিগমের ৩, ৪, ৫, ৬ নং বোরোগুলিতে সবচেয়ে বেশি এই রোগে আক্রান্তের সংখ্যা দেখা গেছে। এর পাশাপাশি আসানসোলের রেলপারে মুৎসুদ্ধি মহল্লা, হটন রোড, আসানসোল বাজার সংলগ্ন এলাকা বলতে ৪১, ৪৪, ৪৫ নং ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এছাড়াও কুলটির নিয়ামতপুর, বরাকর , ডিসেরগড়ে এই রোগে আগস্ট মাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। তিনি আরো বলেন, আসানসোলের দুটি, রানিগঞ্জ, কুলটি ও জামুরিয়ার তিনটি সহ মোট পাঁচটি স্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টারে প্রতিদিন এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন কিনা তার পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও পুর এলাকার মধ্যে আমাদের যে ২৪টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেইসব কেন্দ্রগুলিতে যদি কেউ জ্বর নিয়ে যান বা বিশেষ কোনো উপসর্গ থাকে তাহলে তাদের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা হচ্ছে। রক্ত পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে দেখা হচ্ছে কোথাও জল জমে আছে বা আবর্জনা জমে আছে কিনা। কোথাও তা থাকলে তার রিপোর্ট করার পরে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নিচ্ছে। তবে গতবার এই সময় যে পরিমাণ ডেঙ্গু রোগী আসানসোল পুরনিগম এলাকায় ছিল এবার তার চেয়ে সামান্য কিছু কম আছে। তার দাবি, কিন্তু আগস্ট মাসে আচমকা রোগীর সংখ্যা বেড়ে গেছে তা, প্রধানতঃ টানা বৃষ্টির কারণে। পুরনিগমের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সমানে নজরদারিও চালানো হচ্ছে।
পাবলিক নিউজঃ ডেস্কআসানসোল“:- অপারেশন সতর্ক ” টিমের উদ্দেশ্য হলো সতর্ক থেকে লক্ষ্য রেখে রেল চত্বরে নিরাপত্তা বাড়ানো ও অবৈধ কার্যকলাপ দমন করা। আসানসোল পশ্চিম অবস্থিত রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) আসানসোল রেল পুলিশের সহযোগিতায় শুক্রবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে অভিযান চালায়। এই অভিযানটি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সারা দেশের রেলস্টেশনে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টার একটা অংশ মাত্র ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ আসানসোল স্টেশনের ৩/৪ নম্বর প্ল্যাটফর্মে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফ ও আসানসোল রেল পুলিশের কর্মীরা সন্দেহজনক ভাবে এক যুবককে আটক করে৷ পরে জানা যায়, ঐ যুবকের নাম সৈয়দ শামিম। তার বাড়ি আসানসোলের দক্ষিণ থানার বুধার বুদ্ধ, সামন্ত পাড়ায়। বছর ২৫ এর শামিমকে তল্লাশি করার সময় আরপিএফ ও রেল পুলিশ তার কাছ থেকে একটি সাদা নাইলন ব্যাগ পান। যাতে ৪৮ টি বিয়ারের ক্যান (প্রতিটি ৫০০ মিলি) ছিলো। যার বাজার মূল্য ৫ হাজার টাকা। এরপর শামিমকে আসানসোল রেল পুলিশের হাতে আসানসোল আরপিএফের পশ্চিম পোস্ট তুলে দেয়। পরে রেল পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জিআরপি বেঙ্গল এক্সাইজ অ্যাক্টের ধারা ৪৬/এ (বি) ও ( সি) ধারায় একটি মামলা করে আসানসোল রেল পুলিশ।
আলোক চক্রবর্তী রাণীগঞ্জ:-রাণীগঞ্জ থানার বিশাল সাফল্য এলাকার ভেটারেন্ট চোরকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে সোনার ও রুপার গয়না, বাসন উদ্ধার করা হয়েছে। শণিবার সাংবাদিক বৈঠকে ডিসিপিব সেন্ট্রাল ধ্রুব দাস জানান রাণীগঞ্জের ডিবি সিং রাস্তার জয় নারায়ণ পান্ডের পরিবার বাইরে ছিল ২০২৪ সালের ১৩ ই জুন ফেরৎ আসার পর দেখলেন ঘরে চুরি হয়ে গেছে এবং ঘরের অনেক বহুমূল্য জিনিস চুরি হয়ে গেছে, তিনি রাণীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে বিক্রম ডোম নামে এক কুখ্যাত চোরকে প্রথমে গ্রেপ্তার করে তারপর রকি ডোমকে গ্রেপ্তার করে সম্পর্কে এরা দুজনে ভাই। রকি প্রথমে চুরি করতো পরে তার ভাই বিক্রমকে নিয়ে চুরি করতে শুরু করে। দীর্ঘদিন রাণীগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ীতে চুরি করতো অনেকবার গ্রেপ্তার হয়েছিল রাণীগঞ্জ এলাকায় তারা কুখ্যাত হয়ে গেছিল তারপর হঠাৎ তারা দূর্গাপুর, কাঁকসা এলাকায় চুরি করতে শুরু করে। পুনরায় তারা রাণীগঞ্জে ফিরে এসে চুরি করতে শুরু করে গত জুন মাসের চুরির ঘটনা দেখে পুলিশ নিশ্চিত হয় এটা দুই চোর ভাইয়ের কাজ সাথে সাথে রাণীগঞ্জ থানার পিসি পার্টির এস আই ইমদাদুল হক, ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে পুলিশ হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাদের ঘর এবং তাদের ঘরের পাশে এক বহুতলের নীচে লুকিয়ে রেখেছিল, তাদের কাছ থেকে ৫৫ গ্রাম সোনার গয়না ও রুপার গয়না এবং পিতল,তামার বাসন উদ্ধার করা হয়েছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।