

পাবলিক নিউজঃ কাঁকসা :-ভাইরাল হওয়া অডিও ক্লিপে হামলার অভিযোগ ওঠে বাম নেতা কলতান দাশগুপ্তর উপর। সেই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কলতান দাশগুপ্তকে মুক্তির দাবিতে রবিবার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বাম কর্মী-সমর্থকরা। রবিবার বিকেল চারটা থেকে কাঁকসা থানার সামনে বিক্ষোভ দেখান ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির কর্মী সমর্থকরা। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে এদিন কাঁকসা থানার সামনে বিক্ষোভে বসেন তারা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর এদিন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসির কাছে কয়েক দফা দাবিকে সামনে রেখে একটি ডেপুটেশন দেন বাম কর্মীরা।

বাম যুব নেতা বৃন্দাবন দাসের অভিযোগ, আরজি করে যে যে নৃশংস ঘটনা ঘটেছে। সেই ঘটনার প্রতিবাদে প্রথম দিন থেকে বাম কর্মী সমর্থকেরাই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে এবং বিচারের দাবি জানিয়েছে। যত দিন যাচ্ছে আন্দোলন তত আরো জোরতর হচ্ছে।


যতদিন না প্রকৃত দোষীরা সকলেই শাস্তি পাচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন। তিনি বলেন বামেদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে শাসক দল। যে তৃণমূল নেতা কুনাল ঘোষ জেল খেটে এসেছে। সেই জেল খাটা কুনাল ঘোষ অডিও ক্লিপ ভাইরাল করে মিথ্যা অভিযোগে বাম নেতা কলতান দাশগুপ্ত কে গ্রেপ্তার করা করিয়েছে। তার প্রতিবাদে বামেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা।















































