

পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-রাস্তায় চলতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়ে গাড়ির চালকদের।নেই কোনো রকম জীবনের নিরাপত্তা, নেই কোনো সুযোগ সুবিধা।তাই চালকদের সুযোগ সুবিধা ও দাবি দাওয়া যাতে সরকার ও গাড়ির মালিক পক্ষের কাছে পৌঁছায় সেই সমস্ত ২৯ টি দাবি কে সামনে রেখে ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় কাঁকসার যুগল মিলন হলে একটি সভা অনুষ্ঠিত হয়।যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চালকরা সেই সভায় যোগদান করে তারা তাদের সমস্যার কথা তুলে ধরেন।পাশাপাশি এদিন চালকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।আগামী দিনে এই কমিটি চালকদের দাবি দাওয়া সরকার ও মালিক পক্ষের কাছে পেশ করবে।অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে গঠিত পশ্চিম বর্ধমান জেলা কমিটির এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ড্রাইভার এসোসিয়েশনের রাজ্য সভাপতি আজাহার মন্ডল,
পশ্চিমবঙ্গ ড্রাইভার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,
পূর্ব বর্ধমান জেলা সভাপতি সৌরভ আলি,পশ্চিম বর্ধমান জেলা সভাপতি শেখ মিঠু,
আউসগ্রাম ২ নং নম্বর ব্লকের সভাপতি আনিসুর রহমান
সহ-সভাপতি জাহিরুল মন্ডল সহ অন্যান্যরা।


Leave a Reply