হটনরোড মোড় এলাকায় অটো, টোটো চালকদের পার্কিং নিয়ে নির্দেশ পুলিশ প্রশাসনের।

পাবলিক নিউজ আলোক চক্রবর্তী আসানসোল আসানসোল শহরের ব্যাস্ততম এলাকা সিটি বাস স্ট্যান্ডের নিকটবর্ত্তী হটনরোড মোড় এলাকা, এই মোড়ে অটো ও টোটো চালকরা যত্রতত্র গাড়ী পার্কিং করাতে যানজট লেগে যাবার অভিযোগ দীর্ঘদিনের। শণিবার সকালে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরের আধিকারিক হটনরোড মোড় এলাকায় অটো ও টোটো চালকদের পার্কিং করার নির্দিষ্ট জায়গায় গাড়ী পার্কিং করার নির্দেশ দিয়েছেন ফলে যানজট নিয়ন্ত্রণে আনা যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts