
আলোক চক্রবর্তী আসানসোল:-আসানসোল দক্ষিণ থানার ৩ নং মহিশীলা কলোনির শায়ের পুকুরের বাসিন্দা গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির প্রচেষ্টার অভিযোগে আটক দুস্কৃতি। ঘটনার বিবরনে গৃহবধূ জানান তিনি ৩ নং মহিশীলা কলোনির শায়ের পুকুরের কাছে ব্যারাকে স্বামী ও সন্তানকে নিয়ে থাকেন এবং তার স্বামী বেসরকারি কোম্পানির সুরক্ষা কর্মীর কাজ করেন। শণিবার রাত্রে তার স্বামীর নাইট ডিউটির জন্য তিনি একাই ছিলেন রাত বারটা নাগাদ বাথরুম থেকে ঘরে এসে দেখেন তাদের ব্যারাকের ভাড়াটে রাজমিস্ত্রী তার ঘরে মদ্যপ অবস্থায় বসে আছে জিজ্ঞেস করাতে তার মুখ চেপে ধরে কোনরকমে তার হাত থেকে ছাড়িয়ে চীৎকার করে প্রতিবেশীদের ডাকাতে সে চলে গেলে বাড়ীর মালিক তাকে পুলিশের কাছে যেতে বারন কিন্তু মহিলা আপত্তি করে জানান আজকে তার সাথে এইরকম ব্যাবহার করেছে আগামী দিনে অন্য কারোর সাথে করবে তিনি উপযুক্ত বিচার চাই। অন্যদিকে মহিলার স্বামী অভিযোগ করেন তিনি জিজ্ঞেস করাতে তাকে লোহার রড দিয়ে মারতে আসে। গৃহবধূ গতকাল রাত্রে পুলিশকে ফোন করলে পুলিশ এসে দুস্কৃতিকে আটক করে নিয়ে যায়। রবিবার সকালে আসানসোল দক্ষিণ থানায় গিয়ে সস্ত্রীক অভিযোগ করেন।

Leave a Reply