পাহাড়পুর থেকে প্রায় ১০৯টি ব্রিটিশ আমলের রূপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়

পাবলিক নিউজঃ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের কল্যাগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর থেকে প্রায় ১০৯টি ব্রিটিশ আমলের রূপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়।জানা যায় শনিবার সকালে দত্তদের যৌথ পরিবারের একটি পুরনো বাড়ির ঢিবি থেকে প্রায় ১০৯টি কয়েন উদ্ধার হয়।এর মধ্যে বেশ কিছু এক রুপি, হাফ রুপি, চার আনার কয়েন রয়েছে।জানা যায় স্থানীয় বাসিন্দা দিলীপ দত্ত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ কে ফোন করে কয়েন উদ্ধারের বিষয়টি জানালে পুলিশ সেখানে যায় কয়েন গুলি নিজেদের হেফাজতে নিয়ে আসে।স্থানীয়রা জানান ফাঁকা জায়গায় স্থানীয় ছেলে মেয়েরা খেলাধুলা করছিল ‌। সেই সময় মাটি খুঁড়লে কয়েনগুলি বেরিয়ে আসে।এইগুলির আর্থিক মূল্যের চেয়েও ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট বেশি বলে তারা উল্লেখ করা হচ্ছে। সালানপুর বিডিও রুশালি ক্লের বলেন ১০৯ টি রুপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়েছে।বিষয়টি পশ্চিম বর্ধমান জেলাশাসক এবং মহকুমা শাসক কে জানানো হয়েছে।যেমন নির্দেশ দেওয়া হবে আগামী পদক্ষেপ তার পর নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts