


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল ২৪ শে জানুয়ারী থেকে ১ লা ফেব্রুয়ারী পর্যন্ত পশ্চিম বঙ্গ সরকারের নবম দূয়ারে সরকারের প্রকল্প নিয়ে শিবির শুরু হয়েছে। জেলা শাসক এস পন্নাহবলম সাংবাদিক সম্মেলনে জানান ২৩ তারিখ থেকে পশ্চিম বঙ্গ সরকারের নবম দূয়ারে সরকারের প্রকল্প শুরু হয়েছে এবং আগামী ১ লা ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। আসানসোল দূর্গাপুরের ৮ টা ব্লক মিলিয়ে ২৭৪৪ টা শিবির করা হয়েছে। আটটা ব্লকে বড় শিবিরের সংখ্যা ৫০৪ টা যেখানে ৩৭ টা প্রকল্পের আলাদা আলাদা দপ্তরের শিবির আছে এবং মডেল শিবির ২২৪০ টা যেখান থেকে কর্মীরা ফর্ম নিয়ে বাড়ী বাড়ী গিয়ে বুঝিয়ে ফিলাপ করাবে সাথে ফটোগ্রাফার থাকবে। বড় বড় শিবিরে লোকশিল্পীরা প্রচার করবেন।











Leave a Reply