বার্নপুর ইস্কো কারখানায় ” সেল দিবস ” উদযাপন

পাবলিক নিউজঃ আসানসোল অলোক চক্রবর্তী:– বার্নপুর ইস্কো কারখানা বা স্টিল প্ল্যান্টে ( স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের একটি ইউনিট) শুক্রবার আড়ম্বর সহকারে সেল দিবস উদযাপন করা হয় ৷
এদিন, স্পোর্টস কমপ্লেক্সে ইডি (প্রজেক্ট) সুরজিৎ মিশ্র পতাকা দেখিয়ে সেল ডে রেসের শুভ সূচনা করেন।
এর পরে বিভিন্ন বিভাগে দৌড় প্রতিযোগিতা এবং অভিনব পোশাক বা ফেন্সি ড্রেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সুরজিৎ মিশ্র ছাড়াও এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানায় সব ইডি এবং ঊর্ধ্বতন আধিকারিকরা ।
পরে, বার্নপুরের ভারতী ভবনে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে তাদের অবদানের জন্য কর্মচারীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ৬৬টি ব্যক্তিগত পুরস্কার এবং ১৫টি গ্রুপ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সব ইডি, সিজিএম এবং সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts