পানীয়জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ধর্ণা, সিআইএসএফের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা…

পাবলিক নিউজঃ প্রকাশ দাস কুলটি :–পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূল কংগ্রেসের ধর্ণা ও বিক্ষোভ ঘিরে বুধবার সকালে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারখানার গেটের সামনে মোতায়েন থাকা সিআইএসএফের জওয়ান ও তৃণমূলের কর্মী ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তিও হয়।
তৃণমূল কংগ্রেসের তরফে কুলটি ব্লক তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্তর অভিযোগ, কুলটির সেল গ্রোথ কারখানার আবাসনগুলোতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে গত দু/তিন মাস ধরে। যার মধ্যে রয়েছে বাবুপাড়া, নিউ কলোনির মতো এলাকা। তাই এদিন সকাল থেকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্ণা অবস্থান করা হয়। এই বিক্ষোভের সময় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর ধস্তাধস্তি বেঁধে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সিআইএসএফ বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, অবিলম্বে ঐ এলাকার আবাসনগুলোতে পানীয় জলের সরবরাহ করতে হবে। এই দাবিতেই এই ধর্ণা আন্দোলন করা হচ্ছে।
তবে, তৃণমূল কংগ্রেসের দাবি ও অভিযোগ নিয়ে কুলটি সেল গ্রোথ কারখানার তরফে কোন মন্তব্য করা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts