রুদ্ধশ্বাস ও জমজমাট লড়াইয়ের মধ্যে শেষ দু’দিনের তৃতীয় বছরের আসানসোল জেনেক্স প্রিমিয়ার লিগ

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোল কুমারপুরের জেনেক্স আবাসনে জিপিএল অর্গানাইজিং কমিটির উদ্যোগে ডাঃ শিরীষ রায় মেমোরিয়াল ট্রফি জেনেক্স প্রিমিয়ার লিগ সিজন ৩ বা তৃতীয় বছরের লড়াই রুদ্ধশ্বাস ও জমজমাট লড়াইয়ের মধ্যে দিয়ে রবিবার রাতে শেষ হয়। এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ রবিবার আসানসোলের কুমারপুরে জেনেক্স মাঠে হয়। এই ক্রিকেট টুর্নামেন্টের মহিলা গ্রুপের ফাইনাল খেলায় জেনেক্স কুইন্স ও জেনেক্স টাইটানস্ মুখোমুখি হয়। সেই খেলায় রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে টাইটানস্ জেনেক্স কুইন্সকে পরাজিত করে বিজয়ী হয়। একইভাবে পুরুষদের গ্রুপের ফাইনাল খেলায় জেনেক্স ওয়ারিস ও জেনেক্স ক্যাপিটালসের মধ্যে লড়াই হয় হয়। সেই খেলায় ওয়ারিস দলের ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। প্রতিযোগিতার শিশু বিভাগ বা কিডস গ্রুপে টিম বিরাট টিম শচীনকে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি দখল করে। রবিবার রাতের প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করতে জেনেক্স আবাসনের বাসিন্দাদের পাশাপাশি বিপুল সংখ্যায় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় ” কিডস অফ দ্য সিরিজ ” হয়েছে জয় কোরে। একইভাবে ” ওম্যান অফ দ্যা সিরিজ” হয়েছেন সিমরনজিৎ কৌর ও ” ম্যান অফ দ্য সিরিজ” হয়েছেন সঞ্জীব সিং।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। এছাড়াও স্থানীয় কাউন্সিলর দিলীপ বড়াল, কাউন্সিলর শম্পা দাঁ , আকাশ মুখোপাধ্যায় , জেনেক্স আবাসন কমিটির সভাপতি ডঃ গৌতম বন্দোপাধ্যায়, সচিব পূর্ণেন্দু ওরফে টিপু চৌধুরী, সহ-সভাপতি ত্রিদীপ মন্ডল প্রমুখের উপস্থিত ছিলেন। তিন গ্রুপের উইনার্স ও রানার্স দলকে ট্রফি তুলে দিয়ে অতিথিরা পুরস্কৃত করেন। সেই সাথে টুর্নামেন্টে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের পুরস্কারও দেওয়া হয়। দুদিনের এই টুর্নামেন্টে জেনেক্সের মোট ১৬টি দল অংশ নেয়। টুর্নামেন্ট সফল করতে জেনেক্স আবাসন কমিটির সচিব পূর্ণেন্দু ওরফে টিপু চৌধুরীর নেতৃত্বে সহ-সচিব অনুপ মন্ডল, দেবজিৎ মুখোপাধ্যায় , মানস মুখোপাধ্যায় , ফিরোজ খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts