কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতা / আসানসোলে গন্ধর্ব কলা সঙ্গমের কর্মশালা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বা মিনিস্টারি অফ কালচারাল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতা গন্ধর্ব কলা সঙ্গমের উদ্যোগে আসানসোলে হতে চলেছে ” কর্মশালা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা ওয়ার্কশপ কাম এ্যানুয়াল কালচারাল মিট “। আগামী ৯ জানুয়ারি আসানসোলের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানটি হবে।

মঙ্গলবার আসানসোলের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ আশ্রম মোডে একটি হোটেলে হওয়া এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান গন্ধর্ব কলা সঙ্গমের আসানসোল শাখার সভাপতি শচীন রায়। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে একটা সংগঠনের সম্পাদক মনোজ সাহা, গন্ধর্ব কলা সঙ্গমের চেয়ারপার্সন শাশ্বতী চট্টোপাধ্যায়, সহ-সম্পাদিকা ডাঃ লক্ষ্মী সরকার।

সাংবাদিকদের শচীন রায় বলেন, প্রতি বছরের মতো এবছরও আগামী ৯ জানুয়ারি গন্ধর্ব কলা সঙ্গমের উদ্যোগে আসানসোলের রবীন্দ্র ভবনে বিকাল ৫টা থেকে কর্মশালা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাংলার বিশেষ করে রাঢ় বঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্যই এই কর্মকাণ্ড। পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম থেকেও ১০০ জনের শিল্পীরা অংশ নেবেন এবং বাংলার ঐতিহ্য সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করবেন। তিনি আরো বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য বাংলার ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরা এবং প্ল্যাটফর্ম না পাওয়া গুণী শিল্পীদেরকে একটি প্ল্যাটফর্ম দেওয়া। বাংলার সংস্কৃতি এবং শিল্পের কোনও অভাব নেই, যা দরকার তা হল তাদের একটি প্ল্যাটফর্ম সরবরাহ করা। গন্ধর্ব কলা সঙ্গম এই কর্মসূচির মাধ্যমে সেটা করার চেষ্টা করছে। এই শিল্পীরা ছাড়াও আগামী ৯ জানুয়ারি বাংলার নামী শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়ও সঙ্গীত করবেন। তিনি বলেন যে এটি একটি সুবর্ণ সুযোগ। যখন মানুষ বাংলার ঐতিহ্যের সাথে সম্পর্কিত শিল্প দেখতে এবং উপভোগ করতে পারবেন। তাই তিনি ৯ জানুয়ারী বিকাল ৫টা থেকে রবীন্দ্র ভবনে আয়োজিত এই কর্মশালা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারপার্সন শাশ্বতী চট্টোপাধ্যায় বলেন, গন্ধর্ব কলা সঙ্গম সবসময় সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে। বিশেষ করে সমাজের সেই অংশের মেধাবীদের একটি প্ল্যাটফর্ম দেওয়া, যে সুযোগ তারা সহজে পায় না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts