




পাবলিক নিউজঃ আসানসোল :– ঠান্ডার কারণে আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধা সহ দুজনের। মৃতরা হলো আসানসোলের সালানপুর থানার জোড়বাড়ির সবি মূর্মু (৮০) ও রানিগঞ্জ থানার বল্লভপুর সাহেবগঞ্জের জানকি ওরাং (৫৫)। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দু’জনের মৃতদেহর ময়নাতদন্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুরের বাসিন্দা সবি মূর্মু ঠান্ডার হাত থেকে বাঁচতে রবিবার বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। আচমকাই সেই আগুন তার গায়ের কাপড়ে লেগে যায়। তার চিৎকার শুনে বাড়ির লোকেরা দৌড়ে আসেন। তারা আগুন নিভিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
অন্যদিকে, গত ৯ ডিসেম্বর একইভাবে বাড়িতে আগুন পোহাচ্ছিলেন রানিগঞ্জের বাসিন্দা জানকি ওরাং। তারও গায়ের কাপড়ে আগুন লেগে গেলে তিনি অগ্নিদগ্ধ হন। বাড়ির লোকেরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করলে, মঙ্গলবার সকালে সেখানে তিনি মারা যান।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, অসাবধানতার কারণে এই দুটি ঘটনা ঘটেছে।






Leave a Reply