

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– কিছুদিন আগে রেলপারের ধাদকা রোডে এটিএম কাউন্টারে টাকা আটকে গেলে চরম হেনস্তার শিকার হয়েছিলেন গ্রাহক। রেলপার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আশীষ কৃষ্ণ চ্যাটার্জী জানান ১২ দিন আগে এসবিআইয়ের এটিএম কাউন্টারে কেউ বা কাহারা প্লেট লাগিয়ে দিয়ে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে নিচ্ছে তখন আসানসোল উত্তর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছিল তখন তিনি পুলিশকে এটিএম কাউন্টারে ক্যামেরা লাগানোর কথা বা সুরক্ষা কর্মী নিয়োগ করার কথা বলেছিলেন সোমবার রাত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এক ভদ্রলোক পাঁচহাজার টাকা তুলছিল মেসেজ আসলেও টাকা আসে নি খবর শুনে তিনি এসে এটিএমের ভেতর একটা প্লেট সরিয়ে দেবার সাথে তার টাকা বেরিয়ে আসে পাশের কাউন্টারে একই ঘটনার ঘটে। পুলিশকে বারবার বলা হয়েছে কাউন্টারের ক্যামেরা ঠীক করতে তাহলে দুস্কৃতিরা ধরা পড়ে যেত।










Leave a Reply