বড়দিনের আনন্দে মাতলো আসানসোল / আলোয় সাজলো গীর্জা, পিকনিক স্পটে ভিড়

পাবলিক নিউজঃ আসানসোল:– বড়দিনের আনন্দে মাতলো গোটা আসানসোল শিল্পাঞ্চল। আর এই বড়দিনের অন্যতম আকর্ষণ হলো পিকনিক বা চড়ুইভাতি। বুধ ভোররাত থেকেই আসানসোলের পিকনিক স্পটগুলিতে ভিড় জমতে শুরু করে। আসানসোলের শতাব্দী পার্কে ভিড় করেন অনেকে। বাইরে থেকে খাবার এনে পিকনিকের ব্যবস্থা করা হয় এখানে ।

এই শিল্পাঞ্চল তথা বাংলার অন্যতম পর্যটনকেন্দ্র বা পিকনিক স্পট হলো মাইথন। স্বাভাবিক ভাবে এদিনে এই মাইথনে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচুর সংখ্যায় বাস, মিনিবাস, গাড়ি করে পিকনিক করতে এই মাইথনে আসেন দূরদূরান্তের হাজার হাজার মানুষ। অনেকে মাতেন নৌকোবিহারে। বিগত বছরগুলোর মতো এবারেরও মাইথনে ডিজে ও প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিলো পুলিশ ও প্রশাসনের তরফে। পুলিশ, স্বেচ্ছাসেবক বাহিনী এবং পঞ্চায়েত কর্মীরা ভিড় সামলেছেন দিনভর।
তবে মাইথন বা শতাব্দী পার্ক শুধু নয়, বার্নপুরের দামোদর নদী লাগোয়া ল্যামিয়ার বা নেহেরু পার্কেও ভিড় ছিলো।
অন্যদিকে বড়দিন উপলক্ষ্যে এদিন আসানসোলের গীর্জাগুলিতে ভিড় ছিলো। মঙ্গলবার রাত থেকেই আলো ও নানা রঙে রঙ্গিন হয়ে উঠেছিলো গীর্জাগুলি। মঙ্গলবার রাতে গীর্জায় গীর্জায় প্রার্থনার আয়োজন করা হয়েছিলো যীশুর জন্মদিন উপলক্ষে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts