অভিষেক ব্যানার্জী ও সিবিআইকে একযোগে আক্রমণ মিনাক্ষীর

আলোক চক্রবর্তী আসানসোল:- আর জি কর কান্ডে যুক্ত দোষীদের দ্রুততার সাথে বিচারের সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শ্রমজীবী নারীদের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা সিটু সংঘটন, ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষকসভা, ব্যাংক এবং ১২ ই জুলাই কমিটির ডাকে বিএনআর মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি অভিষেক ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন তিনি ডাক্তারি কবে পাশ করেছেন আরজি করের ধর্ষণ কান্ডে ডাক্তার পরীক্ষা করে এসে জানিয়েছিলেন একাধিক ব্যাক্তি ধর্ষণ এবং একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে অথচ তিনি বলছেন সেরকম কিছু হয় নি অথচ ঘটনার পর বাথরুম, থেকে শুরু করে সব ভেঙে দেওয়া হলো তিনি না ডাক্তার না তো পুলিশ মন্ত্রী না তো পূর্ত দপ্তরের মন্ত্রী তাহলে তিনি কোন অধিকারে মন্তব্য করছেন কাকে আড়াল করতে চাইছেন অন্যদিকে সিবিআইয়ের বিগত ইতিহাস ভালো নয় আজ পর্যন্ত কোন মামলার মিমাংসা করতে পারেন নি। ডিওয়াই এফ আইয়ের সিবিআইয়ের কার্যকলাপের উপর নজর আছে, মহিলা চিকিৎসকের মৃতদেহ আটকানো থেকে শুরু করে আন্দোলন গড়ে তোলার পেছনে ডিওয়াই এফ আই এবং এস এফ আই রয়েছে আর এই রাজ্যে আন্দোলন করার জন্য অনুমতির দরকার পড়ে না। তিনি সিবিআইয়ের কাছে আবেদন করেন দ্রুততার সাথে মামলার মিমাংসা করে দোষীদের শাস্তি দিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts