বারাবনির গ্রামে সামাজিক সংগঠন ” প্রচেষ্টা “র শীতবস্ত্র বিতরণ

পাবলিক নিউজঃ আসানসোল :– আসানসোলের বারাবনি ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের গাঁদা পাথর গ্রামে সামাজিক সংগঠন ” প্রচেষ্টা” র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার সকালে গ্রামে হওয়া এক অনুষ্ঠানে ৫৫ জন দুঃস্থ মহিলা ও পুরুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
” প্রচেষ্টা “র তরফে শিখা হাজরা, মৌসুমী চট্টোপাধ্যায় ও অর্চনা তেওয়ারি ও সোমা দাসগুপ্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts