

পাবলিক নিউজঃ অন্ডল:– ইসিএলের পিটে লোহার পাইপে গলায় দড়ির ফাঁস লাগালো এক খনি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো। বুধবার সকালের এই ঘটনায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির অন্তর্গত ইসিএলের খাসকেন্দা ৭/৯ নং পিট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খাসকেন্দা ৬ নম্বর পিট এলাকার বাসিন্দা মৃত খনি কর্মীর নাম মেঘনাদ হরিজন ( ৫৮)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে মৃত খনি কর্মীর মৃতদেহের ময়নাতদন্ত হয়।মৃত মেঘনাদ হরিজন ইসিএলের নিউকেন্দা কোলিয়ারির কর্মী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্ডালের ইসিএলের খাসকেন্দা ৬ নং পিট এলাকার বাসিন্দা মেঘনাদ হরিজনকে বুধবার ভোরবেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে সকালে বাড়ির অদূরে ৭/৯ নং পিট এলাকায় লোহার পাইপে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় মেঘনাদ হরিজনকে দেখতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্ডাল থানার বনবহাল ফাঁড়িতে। পুলিশ এসে তাকে উদ্ধার করে ছোঁড়া হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরে খবর পেয়ে বসেন পরিবারের সদস্যরা।
মৃত ইসিএল কর্মীর ছেলে ভীমসেন হরিজন পুলিশকে বলেন, এদিন ভোরবেলা থেকে বাবা মেঘনাথ হরিজনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বাবা বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলো।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে ঐ খনি কর্মী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।





Leave a Reply