
পাবলিক নিউজঃ জামুড়িয়া:– আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া পুলিশ ফাঁড়ির মধু ডাঙ্গা গ্রামে সোমবার সকালে পানীয়জলের দাবিতে দোমহানি – চুরুলিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে মধুডাঙ্গা গ্রামে। এই ব্যাপারে পঞ্চায়েত ও প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু তারপরেও কোন ব্যবস্থা আজ পর্যন্ত নেওয়া হয়নি। তাই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে।
রাস্তা অবরোধ ও বিক্ষোভের খবর পেয়ে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ আসে। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করবেন না। কোন কিছুর বলার থাকলে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানান। তারপরেও
যদি কিছু না হয় তাহলে আমরা পুলিশের তরফে
এটা নিয়ে উপর মহলে আলোচনা করবো। পুলিশের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার ৪০ মিনিট পরে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন।







Leave a Reply