
পাবলিক নিউজঃ কাঁকসা:-বিজেপি পেছনের দরজা দিয়ে আসার চেষ্টা করেছিল। সেটা সম্ভব হয়ে ওঠেনি। গত নির্বাচনে ২০০ টিরও বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল। শেষ পর্যন্ত ৭৭-এ থেমে যেতে হয় তাদের।এখন সেখান থেকে অনেকেই সরে যাচ্ছে। আবার কেউ পালিয়ে যাচ্ছে। তাই অমিত শাহ হোক বা বিজেপির নেতা-নেত্রীদের স্বপ্ন দেখায় কোন বাধা নেই আমাদের দেশে। এখন ছাব্বিশে ক্ষমতায় আসার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। তাই ২৬ শে বাংলায় ক্ষমতায় আসার যদি তারা স্বপ্ন দেখে তাহলে তারা দেখুক তাতে কোন বাধা নেই। এবার ফের নতুন করে তারা ঘোষণা করলেও বাংলার মানুষ তার উচিত জবাব দেবে। বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাব্বিশের এর নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দেওয়ার প্রসঙ্গে রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তৃণমূলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেলে কাঁকসার রাজবন্ধের একটি ম্যারেজ হলে তৃণমূলের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হলেও। এদিন অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।





এদিন কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মী সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন সাতটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যরা এবং জেলা পরিষদের কাঁকসা ব্লকের সদস্যরা ছাড়াও দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন মঞ্চে দাঁড়িয়ে প্রদীপ মজুমদার রাজ্যের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন আর জি করের ঘটনার বিচার চাইতে গিয়ে ছাত্রদেরকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়ে বিজেপি চেয়েছিল বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করবে। কিন্তু তা আর হয়নি। রাজ্য প্রশাসন গোটা পরিস্থিতি মোকাবিলা করে বিজেপির পরিকল্পনা ভেস্তে দেয়। পাশাপাশি তিনি বাম জমানায় ঘটা বান তলার নারকীয় ঘটনার কথা সকলের সামনে তুলে ধরে সিপিআইএমের উদ্দেশ্যে তিনি বলেন বামতলার ঘটনা যদি তাদের মনে থাকে তবে আন্দোলন করার আগে তাদের লজ্জা লাগা উচিত।

Leave a Reply