

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– একদিকে বার্ণপুরের সেইল, ইস্কো কারখানার শ্রমিকরা তাদের ন্যায্য বেতনের দাবিতে হরতালে অংশগ্রহণ করেছেন এবং অন্যদিকে কুলটিতে সেইলের সিষ্টার কনসার্ণ কুলটি সেইল ইস্কো গ্রোথের ৫৪৫ জন ঠীকা শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে হরতালে অংশগ্রহণ করেছেন। হরতালে অংশগ্রহণকারী উৎপল বসু জানান ইস্কোর কুলটি কারখানার ৫৪৫ জন ঠীকা কর্মীরা হরতালে অংশগ্রহণ করেছেন তাদের দাবি রাজ্য সরকারের ঠীকা শ্রমিকদের জন্য বেতন পরিকাঠামো ঘোষণা করেছেন সেই বর্ধিত বেতন কারখানার কতৃপক্ষ দিতে রাজী নয় বর্ধিত বেতন দেবার দাবিতে সোমবার একদিনের হরতালে অংশগ্রহণ করেছেন তাদের সাথে সব শ্রমিক সংঘটন সামিল হয়েছেন। ঠীকা শ্রমিকদের ডাকা হরতালের কারণে কারখানার গেটের বাইরে সারি দিয়ে ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়।






Leave a Reply