

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– হাতে মাত্র তিনটি দিন তারপর কালিপূজা অথচ কালি প্রতিমা তৈরী হয় নি, অবিরাম বৃষ্টির কারণে কালি প্রতিমার মাটি শুকোয় নি প্রতিমা এখনো কাঁচা অবস্থায় রয়েছে মৃৎশিল্পীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দুদিনের মধ্যে প্রতিমা শুকিয়ে রং করে পূজার প্যান্ডেলে পৌঁছাতে। মৃৎশিল্পী দীপ পাল জানান বর্ষার জন্য প্রতিমা সব কাঁচা রয়ে গেছে গ্যাস এনে ব্লো ল্যাম্প চালিয়ে প্রতিমা শুকাতে হচ্ছে বর্ষার কারণে অতিরিক্ত কর্মী রাখা হয়েছে তারা ব্লো ল্যাম্প দিয়ে প্রতিমা শুকোনোর কাজ করছে। দীপ পাল জানান প্রতিমার জন্য মূল্যর বেশীরভাগ এই বছর গ্যাসের পেছনে খরচ হয়ে যাচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রতিমার দাম বাড়ানো হয় নি কিন্তু গ্যাস কিনতে গিয়ে সব পয়সা গ্যাসের পেছনে চলে যাচ্ছে উপরন্তু বর্ষার৷ কারণে অতিরিক্ত কর্মী রাখা হয়েছে তার খরচ বেড়ে গেছে।






Leave a Reply