

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলার আসানসোল গ্রামের সবুজ সংঘের কালিপূজা ৪৭ বছরে পা দিল। গ্রামের কালিপূজা নিয়ে উন্মাদনা দেখা যায়, প্রত্যেক বছর কালিপূজার প্যান্ডেলে অভিনবত্ব থাকে এবং এই প্যান্ডেল দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভীড় করে। জেলা হাসপাতাল থেকে কিছুটা দূরে সবুজ সংঘের কালিপূজা এই বছর ৪৭ বছর ধরে হয়ে আসছে, প্রতিমার সাথে প্যান্ডেলেও চমক থাকে। ক্লাবের সম্পাদক আনন্দ দাঁ জানান ক্লাবের কালিপূজা নিয়ে সদস্যদের মধ্যে একটা উন্মাদনা থাকে পূজা শেষ হবার পর পরের বছর পূজার থিম নিয়ে আলোচনা শুরু হয়। ৪৭ বছরের পূজা প্যান্ডেলে নূতনত্বরের চেষ্টা করা হয়েছে। ফুচকা খাবার পাতার বাটি, গ্লাস দিয়ে প্যান্ডেল তৈরী করা হয়েছে আনুমানিক ২ লক্ষ টাকার মতো খরচ করা হবে। বাঁকড়া থেকে প্রতিমা আনানো হবে।






Leave a Reply