


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বারাবনি থানার উদ্দ্যোগে শণিবার থানা চত্বরে এলাকাবাসী ও পূজা কমিটিদের সাথে বৈঠক করা হয়। এই বৈঠকে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ঈপ্সিতা দত্ত, বারাবনি থানার আধিকারিক মনোরঞ্জন মন্ডল, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ সহ বিভিন্ন আধিকারিক উপস্থিত ছিলেন। অসিত সিংহ জানান পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের প্রচুর অভিযোগ আসে ড্রেন পরিস্কার করা হয় না, রাস্তা মেরামত করা হয় না, রাস্তায় আলো লাগানো হয় না সহ বিভিন্ন অভিযোগ বাসিন্দাদের কাছে আবেদন নিজের বাড়ীর ড্রেন নিজে পরিস্কার করতে শিখতে হবে পঞ্চায়েতে সাফাই কর্মী কম থাকার কারণে সবসময় যেতে পারে না এবং বর্ষার পর রাস্তা মেরামত করার কাজ শুরু হবে ও বৃষ্টি কমলে বিভিন্ন রাস্তায় আলো লাগানো হবে। পুলিশের পক্ষ থেকে জনগণের কাছে আবেদন করা হয় সরকারি নির্দেশ মেনে কাজ করতে কোন অসুবিধা হলে পুলিশ প্রশাসন সহায়তা করবে।






Leave a Reply