বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ারের।গুরুতর আহত আরও এক জন।

পাবলিক নিউজঃ ডেস্ক বুদবুদ:-বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ারের।গুরুতর আহত আরও এক জন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বুদবুদ থানার অন্তর্গত বলরামপুর এলাকায়।মৃতের নাম চন্দন হাজরা(৩৫)।বুদবুদের মানকরের বাসিন্দা।আহত সিভিক ভলানটিয়ারের নাম বান্টি শর্মা,বুদবুদের সুকডালের বাসিন্দা।
বুদবুদ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,এদিন একটি চুরির ঘটনার তদন্তে পুলিশের সাথে ডিউটি করতে একটি গ্রামে গিয়েছিলেন ওই দুই সিভিক ভলান্টিয়ার।ঝিরঝিরে বৃষ্টির মধ্যে একটি বাড়ির ছাদে উঠে তল্লাশি করতে গিয়েই ঘটে বিপত্তি।মাথার উপরে ছিলো ১১হাজার ভোল্টের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার।তার সংস্পর্শে আসতেই হটাৎ করেই লুটিয়ে পড়ে দুইজন।তৎক্ষণাৎ পুলিশ কর্মীরা দুইজনকে উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চন্দনকে মৃত বলে ঘোষণা করে।পড়ে দেহ ময়নাতদন্তের পর বিকালে গ্রামে নিয়ে গেলে।গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে।অন্যদিকে অন্য সিভিক ভলান্টিয়ারের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts