


পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– প্রচন্ড বৃষ্টির মধ্যে অবৈধ বালু কারবারীদের রমরমা ব্যাবসা চালু রয়েছে পুলিশের কাছে এই খবর ছিল শুক্রবার সকালে কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশ অতর্কিত হানা দিয়ে চারটা বালু ভর্তি ট্রাক্টর বাজেয়াপ্ত করে ফাঁড়িতে নিয়ে আসে। বরাকর নদী থেকে অবৈধ বালু কারবারিরা প্রায় নিত্য দিন বালু উত্তোলন করে পাচার করতো পুলিশ শুক্রবার ভোরবেলা বৃষ্টির মধ্যে চারটা বালু ভর্তি ট্রাক্টর বাজেয়াপ্ত করে নিয়ে আসে।






Leave a Reply